বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন: পৃথিবীতে প্রকৃতির নিয়মে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। প্রতিনিয়ত ঘটতে থাকায় এই ঘটনাগুলো আমাদের মনে অনেক আগ্রহের সৃষ্টি করে। বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এই ঘটনাগুলো কারণ সম্পর্কে জানার ইচ্ছা আমাদের মনে জেগে ওঠে। তেমনি একটি ঘটনা হলো মেঘের রং। আমরা দেখে থাকি বিভিন্ন সময়ে মেঘের রং বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানাবো বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটি আপনার ভালো লাগবে। Read in English
বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন এই বিষয়ে সঠিক এবং প্রয়োজনীয় তথ্য সমূহ আমরা আজকের এই নিবন্ধে উল্লেখ করার চেষ্টা করব। আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় আসা যাক।
স্মার্টফোনের বিকল্প হিসেবে নতুন প্রযুক্তির ভবিষ্যৎবাণী করলেন বিল গেটস
মেঘের রং সাদা বা কালো কেন হয়?
বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে মেঘের রং সাদা বাবু কালো কেন হয়। মেঘের রং সাদা বা কালো হয় কি কারনে। আমরা যখন আকাশে মেঘ দেখি তখন দুই রকমের রং দেখতে পায়। যখন আকাশ পরিষ্কার থাকে তখন পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ দেখা যায়। আবার আসার মাসে বৃষ্টির সময় আকাশের মেঘগুলো হয়ে ওঠে ঘন কালো।
আমরা জানি কোন বস্তুতে আলো পড়ার পর তার থেকে যে আলোটি প্রতিফলিত হয় সেই বস্তুটি আমরা ওই রঙের দেখতে পাই। আর যে ক্ষেত্রে কোন বস্তুর সম্পূর্ণ আলো শোষণ করে ফেলে তখন সেটাকে আমরা কালো দেখি।
যখন মেঘে আলো পড়ে তা থেকে প্রতিফলিত হয়ে আরও টি আমাদের চোখে আসলে তখন আমরা মেয়েকে সাদা দেখি আবার যখন কোন আলোর প্রতিফলন হয় না তখন সে মেয়েকে আমরা কালো ধূসর রঙের দেখে থাকি।
রঙের এই প্রতিফলনের কারণেই মূলত আমরা মেঘের রং সাদা বা কালো দেখতে পাই। অসংখ্য জলকণা দিয়ে মেঘ তৈরি হয়। পানির কনা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে আমরা আলাদা ভাবে তা দেখতে পায়না বরং একত্রে মেঘ আকারে দেখতে পাই। আর আলোর প্রতিফলনের কারণেই আমরা বিভিন্ন সময় মেঘের রং বিভিন্ন রকম দেখতে পাই।
বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন
বৃষ্টির সময় বা বর্ষাকালে যখন অসংখ্য জলকণা দিয়ে মেঘ তৈরি হয় তখন সেই জলকণা গুলো অনেক ভারী হয়ে থাকে। সেই মুহূর্তে এই ভারী জল কণাগুলো আর মেঘের আকারে থাকতে পারে না বরং বৃষ্টি হয়ে পৃথিবীতে চলে আসতে চায়। অনেক ভারী হওয়ার কারণে এই জল কণাগুলোর বা সম্পূর্ণ মেঘের ঘনত্ব অনেক বেশি হয়ে যায়।
স্মার্ট হব কিভাবে? স্মার্ট হয়ে ওঠার সহজ উপায়
আমরা যারা বিজ্ঞানের ছাত্র আছি তারা অবশ্যই জানি যে আলো অধিক ঘন কোন বস্তুর মধ্য দিয়ে প্রতিফলিত হতে পারে না। বৃষ্টির আগমুহূর্তে মেঘ অধিক ঘন হয়ে থাকার কারণে সঠিক নিয়মে সূর্যের আলো গুলো এর মধ্য দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ ঘটতে পারে না। আর সে সময় আমরা মেঘের রং কালো দেখতে পাই।
বর্ষাকালে যখন জল কণাগুলো অধিক ভারি হয়ে ওঠে তার মধ্য দিয়ে সূর্যের আলো কোনভাবেই প্রতিফলন ঘটাতে পারে না। জলকণা গুলো এত পুরু হয়ে ওঠে যে চারপাশের ওর জন্য আকাশের বিপরীতে সেই ঘন মেঘ ঘন কালো দেখায়। আর এই কালো মেঘ বৃষ্টি হয়ে জমিতে পড়ে। বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন।
মেঘের রং এর তারতম্য
তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারনত আলোর প্রতিসরণ বা প্রতিফলনের ফলে মেঘের রং এর নানাবিধ তারতম্য ঘটে। আলো যখন সম্পূর্ণরূপে প্রতিফলন হতে পারে তখন সেই মেয়েকে আমরা সারা দেখতে পাই এবং যখন আলো কোনভাবেই প্রতিফলন ও প্রতিসরণ ঘটাতে পারে না তখন সেই মেঘকে আমরা কাল দেখতে পাই।
নাসার বিজ্ঞানীদের অর্থের যোগান কোথা থেকে আসে?
সাধারণ সময় মেঘ আলোর সবকটি রং প্রতিফলন করতে পারে। সব কয়টি রং প্রতিফলন হওয়ার ফলে সেই রংগুলো সরাসরি আমাদের চোখের রেটিনাতে ধরা দেয় এবং সব রং মিশ্রন বা সাদা রং আমরা দেখতে পাই। আর মেঘ ঘন হওয়ার ফলে কোন রঙের প্রতিফলন হয় না যার ফলে আমরা মেঘটাকে কাল দেখি।
আপনাদের সহজ উপায়ে আজকের এই আলোচনার মাধ্যমে বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন এই তথ্য প্রদান করেছি। আশা করি আজকের প্রকাশিত তথ্য থেকে আপনারা খুব সহজেই আপনাদের প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। এধরনের বিজ্ঞানসম্মত নানাবিধ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।