রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত: বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর হল রাজশাহী শহর। রাজশাহী শহরকে গ্রীন সিটি বলে ডাকা হয়ে থাকে। সারা পৃথিবীর সেরা পরিষ্কার শহরগুলোর মধ্যে রাজশাহী প্রথম অবস্থানে রয়েছে। রাজশাহী শহর নানা ধরনের জিনিসের জন্য বিখ্যাত। আপনারা যারা রাজশাহী শহর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তারা আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে জেনে নিতে পারবেন। রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচনার মাধ্যমে জানানো হয়েছে। Read in English
আমরা নানা সময় অনলাইনে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতে পাই। তারমধ্যে রাজশাহীসহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল রাজশাহী জেলা কি জন্য বিখ্যাত। রাজশাহী জেলা কি জন্য বিখ্যাত এই প্রশ্নের উত্তর প্রদানের জন্য আমরা আজকের এই প্রতিবেদনটি প্রকাশ করছি। আশা করছি আমাদের প্রতিবেদন থেকে আপনার সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন।
তাই রাজশাহী শহর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আলোচনা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তাহলেই আপনি প্রাচীন শহর সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এবং রাজশাহী জেলা কি জন্য বিখ্যাত তা জেনে নিতে পারবেন।
রাজশাহী জেলার পরিচয়
বাংলাদেশের অন্যতম প্রধান একটি বিভাগ এবং জেলা শহর হল রাজশাহী। উত্তরবঙ্গের এই শহরের পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। শহরের দক্ষিণে পদ্মার বিশালতা হাতছানি দিচ্ছে। এবং রাচি শহরের পূর্ব পশ্চিম উত্তর অঞ্চল আমবাগান দিয়ে পরিবেষ্টিত। আমের জন্য রাজশাহী শহর বেশ পরিচিত। বাংলাদেশের অন্যান্য জেলা শহরগুলোতেও কম বেশি আম পাওয়া গেলেও রাজশাহী জেলার আম স্বাদে ও গন্ধে অতুলনীয়।
রাজশাহী জেলা রেশম সুতা বা রেশম বস্ত্র তৈরির জন্য বিখ্যাত। ১৯৭৭ সালে রাজশাহী রেশম বোর্ড স্থাপিত হয়। এছাড়াও রাজশাহীতে অন্যান্য কুটির শিল্পের কাজ করা হয় যেমন তাঁত, বাঁশ ও বেত, কামার, কুমোর, কাঠের কাজ, কাসা, সেলাই ইত্যাদি উল্লেখযোগ্য।
রাজশাহীকে গ্রীন সিটি এবং শিক্ষা নগরী বলে ডাকা হয়। রাজশাহী শহর অনেককিছুর উৎপন্ন কেন্দ্র হলেও মূলত কিছু কারণে গাছের শহর বিখ্যাত। যেমন রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত, রাজশাহী সিল্ক শাড়ি, খেজুরের গুড় এবং শঙ্করের ক্ষীরের চমচমের জন্য ও এ শহর বিখ্যাত।
রাজশাহী জেলার অবস্থান
রাজশাহী জেলা বাংলাদেশের অন্যতম জেলা এবং বিভাগীয় শহর। এই জেলার মোট আয়তন প্রায় ২৪০৭.০৯ বর্গ কিলোমিটার বা ৯২৯.৩৫ বর্গমাইল। এই জেলার পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত, নাচে জেলার পূর্বে রয়েছে নাটোর জেলা দক্ষিণ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরে নওগাঁ জেলা অবস্থিত। রাজশাহী জেলা তে মোট নয়টি উপজেলা বিদ্যমান। রাজশাহী জেলার উপজেলা গুলো হল-
- পবা
- দুর্গাপুর
- মোহনপুর
- চারঘাট
- পুঠিয়া
- বাঘা
- গোদাগাড়ী
- তানোর
- বাগমারা
রাজশাহী জেলা মোট নয়টি উপজেলা নিয়ে গঠিত। প্রতিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিয়ে তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ১৬ টি ইউনিয়ন রয়েছে বাগমারা উপজেলায় এবং সবচেয়ে কম ৬ টি করে ইউনিয়ন রয়েছে চারঘাট এবং পুঠিয়া উপজেলায়।
রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত
রাজশাহী শহর এ বেশ কিছু বিখ্যাত স্থান রয়েছে। ঐতিহাসিক স্থানগুলোর জন্য রাজশাহী জেলা অনেকাংশে বিখ্যাত হয়ে আছে। আপনারা আজকের আলোচনাটি পড়ছেন কারণ আপনারা জানতে চান রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত। আপনাদের জন্য আমরা এই প্রশ্নের উত্তর প্রদান করছি। রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত এই সময়কে জানতে হলে অবশ্যই আছে জেলার বিখ্যাত স্থান গুলো সম্পর্কে জানতে হবে। ইতিমধ্যে রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত তার পৌঁছাতে আমরা কয়েকটি পণ্যের কথা উল্লেখ করেছি। আলোচনার এই অংশে আমরা রাজশাহী জেলার বিখ্যাত কিছু স্থান এর নাম উল্লেখ করলাম।
রাজশাহী জেলার বিখ্যাত স্থানসমূহ
রাজশাহী জেলা তে বেশ কিছু পুরনো এবং তাৎপর্যপূর্ণ স্থান রয়েছে। এই স্থানগুলো রাজশাহীতে অনেকাংশে বিখ্যাত করে তুলেছে। রাজশাহী জেলার বিখ্যাত স্থান গুলোর তালিকা নিচে দেয়া হল।
- পুঠিয়া রাজবাড়ি
- বাঘা মসজিদ
- বরেন্দ্র গবেষণা জাদুঘর
- নীলকুঠি
- গোয়ালন্দ ঘাট
- কল্যান দিঘী
- হযরত শাহ মখদুম রুপোশ এর দরগা
- শাহ পালোয়ানের মাজার
- বড়কুঠি
- চাঁদ সওদাগরের ঢিবি
রাজশাহী শহরে আসলে অবশ্যই আপনি এই বিখ্যাত স্থানগুলো ভ্রমণ করতে পারেন। এই স্থানগুলো রাজশাহী জেলার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে।
উপসংহার
রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত এই নিয়ে বিস্তারিত তথ্য আমরা আলোচনা করেছি। মূল কথা হলো এই যে রাজশাহী জেলা মূলত রাজশাহী সিল্ক এবং আমের জন্য বিখ্যাত। রাজশাহী জেলার এই বিখ্যাত দুটি বস্তুর খ্যাতি জগৎজোড়া। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আহমদ পণ্য হল রাজশাহীর মতো কোথাও পাওয়া যায় না। রাজশাহী জেলার আম স্বাদে ও গুণে অনন্য। সারাদেশে এবং কি দেশের বাহিরে ও রাজশাহীর আমের বিপুল চাহিদা রয়েছে।
এছাড়াও রাজশাহী সিল্ক এর চাহিদাও কোন অংশে কম নয়। পার্শ্বদেশ ভারত-পাকিস্তান-মায়ানমার সব জায়গাতেই রাজশাহী সিল্কের কদর রয়েছে। পরিষ্কার শহর বা গ্রীন সিটি হিসেবেও সারা বিশ্বের কাছে রাজশাহী পরিচিত।