|

হোস্টিং কি? হোস্টিং কিভাবে কাজ করে?

ইতিমধ্যে আমরা ডোমেইন কি? ডমিন কিভাবে কাজ করে? ডোমেইন সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। আপনি যদি ডোমেইন সম্পর্কে বিস্তারিত পোস্ট না পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে ডোমেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। একটি ওয়েবসাইটের ক্ষেত্রে যে দুটি জিনিস অবশ্যই প্রয়োজন তা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। যেহেতু আমরা ইতিমধ্যে ডোমেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয় হস্টিং সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য। অতএব আপনি আমাদের এই দুইটি পোস্ট ভালোভাবে পড়লে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। Read in English

হোস্টিং কি?

ধরুন আপনি একটি বাড়ি বানাতে চান তাহলে আপনার প্রথমে কি দরকার হবে বলেনত? জমি। হ্যা একটুকরো জমির উপরেই গড়ে তোলা হয় একটি বাড়ি। ঠিক তেমনি আমরা যখন একটি ওয়েবসাইট বানাতে যাই তখন আমাদের দরকার পড়ে জমি বা স্থানের। মোট কথা ওয়েবসাইটের ফাইলগুলিকে যেখানে রাখা হয় তাই হলো হোস্টিং।

DU B Unit Result 2022

ওয়েবসাইটের ফাইলগুলি এমন একটি কম্পিউটারে রাখা হয় যে কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং দিনরাত ২৪ ঘন্টা চালু থাকে। ইন্টারনেটে ফ্রি কিংবা টাকার বিনিময়ে হোস্টিং সেবা দিয়ে থাকে এমন অনেক প্রতিষ্ঠান আছে।

হোস্টিং কি

হোস্টিং কিভাবে কাজ করে?

যখন কোন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারে ডোমেইন নেম লিখে সার্চ করে তখন ডোমেইন নেমটি আইপি এড্রেসে রুপান্তরিত হয়ে ওয়েব হোস্টিং কোম্পানির কম্পিউটারে অনুরোধ করে এবং হোস্টিং কম্পিউটার তৎক্ষণিক ভাবে ভিজিটরের ব্রাউজারে ফেরত পাঠায়। যার ফলে ভিজিটররা ব্রাউজারে ওয়েবসাইটটি দেখতে পায়।

ডোমেইন কি? ডোমেইন এর কাজ কি?

হোস্টিং এর প্রকারভেদ

সুযোগ সুবিধার উপর ভিত্তি করে হোস্টিং কে চার ভাগে ভাগ করা হয়। তা হল

  • শেয়ারড হোস্টিং (Shared hosting)
  • ভিপিএস হোস্টিং (VPS hosting)
  • ডেডিকেটেড হোস্টিং (Dedicated hosting)
  • ওয়ার্ডপ্রেস ম্যানেজড হোস্টিং (WordPress managed hosting)

শেয়ারড হোস্টিং (Shared hosting)

যেই হোস্টিং সার্ভারে জায়গা ভাগাভাগি করে একাধিক ওয়েবসাইট ডাটা সংরক্ষণ করে তাকে শেয়ারড হোস্টিং বলা হয়। উদাহরণ সরূপ বলা যায় কোন একটি হোস্টিং কোম্পানির কাছে ১০০ জিবি হার্ড্ডিস্কের কম্পিউটার আছে, এখন তারা এই ১০০ জিবি ৫০টি ওয়েবসাইটকে ২ জিবি করে জায়গা দিলো। এরকম হোস্টিং সার্ভারই শেয়ারড হোস্টিং সার্ভার বলে বিবেচিত। কারণ সেখানে ৫০ টি ওয়েবসাইট জায়গা ভাগাভাগি করে নিজেদের ডাটা সংরক্ষণ করেছে।

হোস্টিং কি

অন্যান্য যেকোন হোস্টিং সার্ভারের চাইতে শেয়ারড হোস্টিং মূলত বেশি জনপ্রিয়। অন্যান্য যেকোন হোস্টিং সার্ভারের চাইতে শেয়ারড হোস্টিং এর দাম কিছুটা কম। জনপ্রিয়তার কারণ এটাই। একারণে বিভিন্ন ওয়েবাইট ওনাররা তাদের ওয়েবসাইটের জন্য শেয়ারড হোস্টিং ব্যবহার করে থাকে।কিন্তু শেয়ারড হোস্টিং এর ব্যবহারে কিছুটা সমস্যার বা অসুবিধার মুখোমুখিও হতে হয়। যেমন – শেয়ারড হোস্টিং ব্যবহারে বেশ কিছু লিমিটেশন থাকতে পারে। অনেক ওয়েবসাইট একসাথে হোস্টিং ভাগাভাগি করে ব্যবহার করার ফলে অনেক সময় সার্ভার স্লো হয়ে যেতে পারে। কোন একটি ওয়েবসাইটে যদি অধিক ভিজিটর আসার কারণে সাইটিটি স্লো হয়ে যায় তাহলে এর প্রভাব অন্যান্য ওয়েবসাইটের উপরেও পড়তে পারে।

যেসব ওয়েবসাইট অপেক্ষাকৃত নতুন এবং কম ভিজিটর থাকে তাহলে তাদের জন্য শেয়ারড হোস্টিংই ভালো আর যদি ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর থাকে যেমনকোন ওয়েবসাইটে যদি দৈনিক ২০ থকে ২৫ হাজার ভিজিটর থাকে তাহলে শেয়ারড হোস্টিং ব্যবহার না করায় উত্তম।

ভার্চুয়াল রিয়েলিটি কি? এটি কিভাবে কাজ করে।

ভিপিএস হোস্টিং সার্ভার

ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এর সংক্ষিপ্ত রূপ হলো VPS. এইধণের সার্ভার একাধিক ব্যবহারকারীর মধ্যে ভাগ করে দেওয়া হয় না। এখানে একটি সার্ভার মাত্র একজন ব্যবহারকারীর দখলে থাকে। হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের হাই কনফিগারের কম্পিউটারে বিশেষ প্রক্রিয়ায় তাদের একেকটি সার্ভার তৈরি করে রাখে। এরপর একেক জন ব্যবহারকারীর কাছে আলাদা আলদাভাবে ভাড়া দেয়।

এইধণের সার্ভারে একজন মাত্র ব্যবহারকারী থাকার কারণে শেয়ারড হোস্টিং এর তুলানায় অনেক বেশি ফাস্ট লোডিং এবং অনেক বেশি সিকিউরড হয়ে থাকে। আর একটি মাত্র সার্ভারে একটি মাত্র ওয়েবসাইট স্থাপন করা হয় কারণে এর সকল ক্ষমতা ব্যবহারকারীর হাতে থাকে। ভিপিএস হোস্টিং সার্ভারের একটাই সমস্যা আর সেট হলো এর দামটা একটু বেশি।

ডেডিকেটেড হোস্টিং (Dedicated hosting)

ডেডিকেটেড ওয়েবসার্ভার হলো এমন ধরণের সার্ভার যেখানে একটি কম্পিউটারে একটি মাত্র সার্ভার স্থাপন করা হয়। এবং একজন মাত্র ব্যবহারকারী সেই সার্ভারটি ব্যবহার করে। মানে পুরো একটি বিল্ডিংএ একজন মাত্র ব্যবহারকারী।

ডেডিকেটেড হোস্টিং সার্ভার দুই প্রকারের।

ম্যানেজড হোস্টিং (Managed hosting)ম্যানেজড হোস্টিং সার্ভার হলো সেই ধরণের হোস্টিং সার্ভার যে সার্ভারে সার্ভার মেইনটেইন্স, সফটওয়ার ইনস্টল, কনফিগারেশন ইত্যাদি কাজগুলো হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানই করে দেয়। গ্রহককে কিছুই করতে হয় না। এজন্য এধরণের সার্ভারের দামও বেশি হয়ে থাকে।

আনম্যানেজড হোস্টিং (Unmanaged hosting)আনম্যানেজড হোস্টিং সার্ভার হলো সেই ধরণের হোস্টিং সার্ভার যে সার্ভারে সার্ভার মেইনটেইন্স, সফটওয়ার ইনস্টল, কনফিগারেশন ইত্যাদি কাজগুলো হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানই করে দেয় না বরং গ্রাহক নিজেই এসব কাজগুলো করে থাকে।

Buet Admission Circular 2020-21

ডেডিকেটেড সার্ভারের মত এত স্বাধীণতা এবং সুযোগ সুবিধা অন্য হোস্টিং সার্ভারে পাওয়া যাবে না। আর খুজতে যাওয়াটাও একধরণের বোকামি। এধরণের সার্ভারে নিরাপত্তা যেমন অনেক বেশি তেমনি সাইট লোডিং স্পীড হয় সুপার ফাস্ট।

ওয়ার্ডপ্রেস ম্যানেজড হোস্টিং (WordPress managed hosting)

ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়ারডপ্রেসের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পুরো পৃথিবী মোট ওয়েবসাইটের ৩৭%+ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেসের চাহিদা অনেক বেশি একারণে হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য একধরণের হোস্টিং সারভার তৈরি করেছে। এধরণের সার্ভারই ওয়ার্ডপ্রেস ম্যানেজড হোস্টিং সার্ভার। আর এধরণের সার্ভারে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোন প্লাটফর্ম ইনস্টল করা যায় না।

ডোমেইন কি? ডোমেইন এর কাজ কি?

আমাদের এই আলোচনার মাধ্যমে আপনি হোস্টিং সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন। ইতিমধ্যে ডোমেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অন্য একটি পোষ্টের মাধ্যমে। আপনি চাইলে নিচের লিংক থেকে দেখে আসতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *