ঈদে সুস্থ গরু চেনার উপায়
সুস্থ গরু চেনার উপায়: ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে পশুর হাট একদম জমে উঠেছে। এই সকল পশুর হাটে গরু ছাগল ছাড়াও উট, দুম্বা ও বিক্রি হচ্ছে। আমাদের দেশে গরু এবং ছাগলের চাহিদা প্রচুর। প্রতিদিন হাজার হাজার গরু বিক্রি হচ্ছে এসব হাট থেকে। গরু কিনতে হলে অবশ্যই কিছু দিকে লক্ষ্য রাখতে হয়। এবং সবদিক খেয়াল রেখে সুস্থ গরু কিনতে হয়। Read in English
অনলাইনে টাকা ইনকাম করার উপায় ( Online Earning Way)
শেষ মুহূর্তে সকল ক্রেতা বিক্রেতা গন পশু কেনাবেচার জন্য বাজারে ভিড় করছেন। সমর্থ্য অনুযায়ী সকলে গরু অথবা ছাগল কিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী করবেন। সুস্থ গরু চেনার উপায় সম্পর্কে আমাদের আজকের এই নিবন্ধটি সাজানো হয়েছে। আশা করি আপনারা সকলে আমাদের এই নিবন্ধ থেকে সুস্থ গরু চেনার উপায় গুলো জেনে নিতে পারবেন এবং আপনার জন্য একটি সুন্দর এবং সুস্থ গরু কিনতে পারবেন।
আপনি যদি পশুর হাটে গরু কিনতে যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নিবন্ধটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ আলোচনাটি পড়ুন এবং সুস্থ গরু চেনার উপায় গুলো জেনে নিন। আশা করি সুস্থ গরু চেনার উপায় শীর্ষক নিবন্ধনটি থেকে আপনি প্রয়োজনে সকল তথ্য জানতে পারবেন এবং একটি সুস্থ ও সুন্দর গরু কিনে আল্লাহর পথে কুরবানী করতে পারবেন।
কোরবানির পশুর হাট ও পশু বিক্রি

বর্তমানে বিভিন্ন ভাবে মোটাতাজাকরণের প্রক্রিয়া চালানো হয়। অসাধু ব্যবসায়ীগণ গবাদি পশুকে কৃত্রিম উপায়ে মোটা তাজা করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। স্বল্প সময় গরু মোটাতাজা করতে বিভিন্ন ধরনের কৃত্রিম ঔষধ ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের অবশ্যই এই সকল গরু কেনা এবং কুরবানী দেয়া থেকে দূরে থাকতে হবে।
যে সকল গরু প্রাকৃতিক উপায়ে খাবার খেয়ে মোটাতাজা হয় সেগুলোর মাংস আমাদের শরীরের জন্য ভালো এবং সেই সকল গরু দেখলেই বোঝা যায়। তারা সুন্দর এবং চকচকে হয়।
কৃত্রিমভাবে গরু মোটাতাজা করতে যে ধরনের ওষুধ ইনজেকশন অথবা রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করা হয় এই ক্ষতিকর উপাদান হলো রান্নার পরেও মাংসে থেকে যায়। এবং এই মাংস খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই আমাদের অবশ্যই এই ধরনের গরু ছাগল কিনা থেকে বিরত থাকতে হবে। যেভাবে আপনারা একটি সুস্থ গরু চিনবেন এবং সুস্থ গরু কিনতে পারবেন সে সংক্রান্ত তথ্যাদি এই নিবন্ধের মাধ্যমে জানানো হচ্ছে।
বৃষ্টির আগমুহূর্তে আকাশের রং কালো দেখায় কেন?
সুস্থ গরু চেনার উপায় সমূহ

নিচে দেয়া হল সুস্থ গরু চেনার কিছু উপায়। এগুলো দিয়ে আপনারা সুস্থ এবং অসুস্থ গরু চিনে নিতে পারবেন। কুরবানীর জন্য কেনা গরুটি অবশ্যই সুস্থ এবং সাবলীল হতে হবে।
- রাসায়নিক বা ওষুধ খাইয়ে গরু মোটাতাজা করলে তার অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়। গরুর শরীরে পানি জমার কারণে বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগে।
- অতিরিক্ত ওজন হওয়ার ফলে এই সকল গরু গুলো স্বাভাবিকভাবে নড়াচড়া ও চলাফেরা করতে পারেনা এবং বেশিরভাগ সময় শান্ত থাকে।
- সুস্থ গরু যেখানে কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়াতে থাকবে সেখানে রাসায়নিক যুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকে এবং ঝিমাবে। সুস্থ গরু সবসময় চটপটে থাকে।
- অতিরিক্ত স্টেরয়েড দেওয়ার ফলে রাসায়নিক যুক্ত গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরতে থাকে এবং এরা সাধারণত কিছু খেতে চায় না।
- সুস্থ গরুর নাকের ওপরে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকে শুকনো।
- সুস্থ গৌরী গরুর শরীরের রং উজ্জ্বল হয় পিঠের কুজ মোটা টানটান ও দাগ মুক্ত থাকে।
- সুস্থ গরুর ক্ষেত্রে চামড়ার উপর দিয়ে কয়েকটা পাঁজরের হাড় বোঝা যাবে।
- যদি দেখেন গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি তাহলে বুঝবেন গরুটি অসুস্থ।
- ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গ গুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে যার ফলে শ্বাস প্রশ্বাস দ্রুত হয়।
- সুস্থ গরুর প্রাণের মাংস শক্ত থাকবে অন্যদিকে রাসায়নিক খাবার খাওয়ানো গরুর পা হবে নরম ও থলতলে।
- সুস্থ গরু চেনার আরেকটি উপায় হচ্ছে মুখে জাবর কাটা।
- সুস্থ গরু বাধা অবস্থায় এদিক ওদিক ছুটতে চাইবে, ঘন ঘন লেজ নাড়বে, হাক ডাকে জোরালো হবে। এ দুরন্ত ফোনের মধ্যেই পরক্ষনেই আবার সামনে রাখা খাদ্যে মুখ ডুবাবে।
- অসুস্থ গরুর শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রী ফারেনহাইট এর চেয়ে বেশি থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সকল গরুর পাতলা পায়খানা হয় মুখ দিয়ে লালা ঝরে সামনে খাবার থাকলেও খায় না এমনকি যাবর কাটে না।
উপসংহার
সুস্থ গরু চেনার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ এই নিবন্ধের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। আপনারা যারা পশু হাটে গরু কিনতে যাবেন তারা অবশ্যই এই সকল দিকে খেয়াল রাখবেন। এইগুলো খেয়াল দেখে গরু কিনতে পারলে আপনি একটি সুস্থ গরু কিনতে পারবেন। মনে রাখবেন অবশ্যই একটি সুস্থ ও সুন্দর গরু কুরবানী দেওয়া উচিত। এবং তার জন্য অবশ্যই আপনাকে সকল দিক খেয়াল রেখে সুস্থ গরু চেনার উপায় সম্পর্কে জেনে একটি সুন্দর গরু কিনে নিয়ে আসতে হবে।
সুস্থ গরু চেনার উপায় সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে অথবা আলোচনার কোন অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সকল প্রকার তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।