দীর্ঘ প্রতীক্ষার পর মুসলিম উম্মার ওপর বরকতময় মাস রমজান মাস আমাদের মাঝে এসে পড়েছে। আরবি বছরের নবম মাস হল রমযান। মুসলিমরা এই মাসকে অধিকতর গুরুত্ব প্রদান করে থাকে। এই মাস বরকতের মাস। রমজান মাসের ৩০ টি সিয়াম প্রত্যেক মুসলিমের উপর ফরয করা হয়েছে। Read in English
সকল মুসলিম কল সুবিধা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং অন্যায় কাজ কর্ম থেকে বিরত থাকে। এই মাস মানুষকে ধৈর্য শেখায়। রমজান মাস মানুষ এর আত্ম পরিশুদ্ধ করে। এই মাস সকলকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা যোগায়। এই মাসে মানুষ চাইলেই যে কোন খারাপ কাজের অভ্যাস পরিবর্তন করতে পারে। আল্লাহর নৈকট্য লাভের জন্য সবচেয়ে সুন্দর উপায় এই মাসে রয়েছে। আল্লাহ এই মাসে তার বান্দাদেরকে বেশি বেশি সওয়াব প্রদান করে থাকেন। তাই প্রত্যেক মুসলিম ব্যক্তি উচিত রমজান মাসের ৩০ টি সিয়াম পালন করা এবং প্রত্যেক ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি ভালো কাজের ওপর গুরুত্ব প্রদান করা।
আজকের সেহরির শেষ সময় ঢাকা জেলা ২০২২
ঢাকা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাসমূহ এর জন্য আজকের সেহরির শেষ সময় জেনে নিন। আমরা আমাদের আজকের নিবন্ধনে ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহ এর জন্য সেহরির শেষ সময় সম্পর্কে সঠিক তথ্য উল্লেখ করেছি।
রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল সেহেরী। রাতের শেষভাগে সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত মুসলিমগণ সেহেরী খেয়ে থাকেন। এবং সহিহ হাদিস থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম সকলকে সুন্দর ভাবে সেহরি খাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। সেহেরী আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের জন্য একটি বরকত। তাই আমাদের উচিত সুন্দরভাবে সঠিক সময়ের মধ্যে সেহেরী খেয়ে নেওয়া। সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দেওয়া। সকল প্রকার পানাহার এবং খারাপ কাজ থেকে দূরে থাকা। ও ভালো কাজে সকলকে উৎসাহ প্রদান করা।
আজকের ইফতারের সময় ঢাকা জেলা ২০২২
ঢাকা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহ এর জন্য ইফতারের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য নিবন্ধন এর এই অংশে উল্লেখ করা হয়েছে। আপনারা নিজের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য ইফতারের সময় সম্পর্কে সঠিক তথ্য আমাদের থেকে জানতে পারছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন সকল রোজাদার ব্যক্তি যেন তাড়াতাড়ি ইফতার করে নেয়। অর্থাৎ সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই আমাদের ইফতার করতে হবে। তিনি তাঁর বাণীতে উল্লেখ করেছেন যে , মুসলমানগন যেন তাড়াতাড়ি ইফতার করে নেয়, কেননা ইহুদী-নাসারা গন ইফতার দেরিতে করে। তাই সকলের উচিত সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতার শেষ করা।
রোজার নিয়ত বাংলায়
রোজা পালন উপলেক্ষ আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সকল! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। (সূরা বাকারা-১৮৩)
রোজা থাকার জন্য মুসলিম দের একটি নির্দিষ্ট নিয়ত রয়েছে। আপনারা অনেকেই রোজার নিয়ত সম্পর্কে জানেন না। তবে চিন্তার কোন কারণ নেই। আমাদের নিবন্ধনের এই অংশ থেকে আপনি রোযার নিয়ত সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি আরবি না পেরে থাকেন তবে বাংলাতে রোজার নিয়ত মুখস্ত করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমরা বাংলা ভাষায় রোজার নিয়ত নিচে প্রদান করেছি। সকলের উচিত এই রোজার নিয়ত মুখস্ত করা। নিচে বাংলাতে রোজার নিয়ত প্রদান করা হলো।
রোজার নিয়ত : রমজানের রোজার জন্য সুবহে সাদিকের পূর্বে মনে মনে এই নিয়ত করবেন, নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
বাংলায় নিয়ত : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
সেহরি ও ইফতারের দোয়া
সেহরি ও ইফতারের জন্য কিছু দোয়া রয়েছে। প্রত্যেক মুসলিমের অবশ্যই সেহেরী ও ইফতারের সময় এই দোয়া গুলো পাঠ করা প্রয়োজন। আপনারা যারা এই দোয়া সবগুলো জানেননা তারা আমাদের আলোচনা থেকে জেনে নিতে পারবেন। সেহরি ও ইফতারের জন্য বিশ্বের সকল দোয়া সমূহ আমাদের নিবন্ধনের এই অংশে উল্লেখ করা হয়েছে। যারা আরবি পড়তে পারেন না তারা আমাদের নিবন্ধনের এই অংশ থেকে বাংলাতেই সেহরি ও ইফতারের সকল বিশেষ দোয়া সমূহ পড়ে নিতে পারবেন। নিচে সেহরি ও ইফতারের বিশেষ দোয়া সমূহ প্রদান করা হলো-
সেহরির দোয়াঃ – নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামীউল আলীম।
বাংলা অর্থ : হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে তা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া : আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আ’লা রিযকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।
ইফতারির মোনাজাত ও সুফল
মোনাজাত কবুল হওয়ার অন্যতম একটি সময় হল ইফতারের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আল্লাহ রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। তাই আমরা সাধারনত রোজাদার ব্যক্তি দের ইফতারির সময় সম্মিলিতভাবে দোয়া করতে দেখি। দোয়া কবুল হওয়ার অন্যতম প্রধান একটি সময় হল ইফতারির সময়। আল্লাহ তার কোন রোজাদার ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতে পছন্দ করেন না। তাই যখন মোনাজাত করা হয় তখন আল্লাহ তাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। অর্থাৎ বলা যায় ইফতারের সময় মোনাজাতে সুফল ও প্রয়োজনীয়তা অনেক। আমাদের সকলের উচিত ইফতারের সময় মোনাজাত করা এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া।
ঢাকা জেলা সেহেরী ও ইফতারের সময় ২০২২
ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি, রোজার নিয়ত, সেহেরী ও ইফতারের দোয়া, ইফতারির মোনাজাত ও সুফল সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সমূহ আজকের নিবন্ধনে উল্লেখ করা হয়েছে। আশা করি আমাদের সকল প্রদত্ত তথ্য সমূহ থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হয়েছেন।