গুগল অ্যাডসেন্স থেকে বর্তমান সময়ে ভালো পরিমাণে ইনকাম করা যায়। গুগল এডসেন্স সম্পর্কে যাদের ধারনা নেই তাদের জন্য বলি গুগল এডসেন্স হলো অ্যাড প্রদর্শনের একটি মাধ্যম বলা যেতে পারে। বিভিন্ন কোম্পানি তাদের অ্যাড গুগলের কাছে দেয় এবং গুগল সেগুলো বিভিন্ন মাধ্যমে দেখিয়ে থাকে। সহজভাবে বলতে গেলে আমরা বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউব অথবা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকমের এড শো করে। এই অ্যাডগুলো মূলত গুগল দিয়ে থাকে। আর আপনার সাইটে অথবা আপনার চ্যানেলে এই অ্যাডগুলো প্রদর্শন করানোর জন্য আপনাকে গুগল অর্থ প্রদান করে থাকে। সুতরাং ওয়েবসাইট অথবা ইউটিউব অথবা ফেসবুক এর মাধ্যমে ইনকাম করতে চাইলে গুগল এডসেন্স খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। Read in English
গুগল এডসেন্স পেতে অনেকের অনেক রকমের সময়ের প্রয়োজন পড়ে। কেউ এক মাসের মধ্যে গুগল এডসেন্স পেয়ে থাকে কেউ ৭ দিনের মধ্যে আবার কেউ বা দুই মাসের পর পেয়ে থাকে। এর পেছনে কিছু কারণ রয়েছে। আমাদের কিছু ভুল এবং কিছু ট্রিকস না জানার কারণে গুগল এ্যাডসেন্স পেতে দেরি হয়। আজ আমরা আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে গুগল এডসেন্স পেতে পারেন।
গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য যা যা করতে হবে
আপনি যদি গুগল এডসেন্স পেতে চান তবে এই কাজগুলো করুন তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনি গুগল এডসেন্স পেয়ে যাবেন।
প্রিমিয়াম ডোমেইন ব্যবহার
আপনি যদি আপনার নিজের ব্লগ বা ওয়েবসাইটে ফ্রি ডোমেইন ব্যবহার করেন তবে তা বাদ দিয়ে প্রিমিয়াম ডোমেইন (.com/.net/ .info/ .xyz/ .org) ব্যবহার করুন। এটি গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য অত্যন্ত জরুরী। আর যদি আপনি ফ্রী ইউজ করতে চান তবে গুগলের ব্লগস্পট ব্যবহার করতে পারেন এটি ফ্রি হলেও গুগলের নিজস্ব তাই দ্রুত অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য এড ব্যবহার না করা
যখন আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করবেন তখন যাতে আপনার ব্লগে অন্য কোন এড নেটওয়ার্ক এর বিজ্ঞাপন ভাড়া থাকে এতে এডসেন্স অনেক সহজে আপনার অনুরোধ রিজেক্ট করে দিতে পারেন মানে আপনার সাইটে ব্লগে পূর্বে যদি কোন এড থাকে তাহলে সেটি রিমুভ করে তারপরে এডসেন্স এর জন্য এপ্লাই করুন। আপনি যদি তা না করেন তাহলে গুগল এডসেন্স পাবেন না। এটি অত্যন্ত জরুরি একটি বিষয়।
অনলাইনে টাকা ইনকাম করার উপায় ( Online Earning Way) |
দ্রুত এবং পরিষ্কার সাইট
গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে। আপনার বানানো ব্লগ যাতে অনেক ফাস্ট এবং পরিষ্কার থেকে। মানে ব্লগের লোডিং স্পীড যেন ভাল হয়। একটি ভালো পরিষ্কার থিম ব্লগে অবশ্যই ব্যবহার করবেন। যা আপনার সাইটকে অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে খুব হেল্প করবে।
কিছু গুরুত্বপূর্ণ পিএস সাইটে যুক্ত করুন
ব্লগ বা ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার জন্য কিছু জরুরি পেজ অবশ্যই থাকতে হবে যেমন
- Privacy policy
- Contact us
- Disclaimer
- About us
এই পেজ গুলি যদি ব্লগে বানানো থাকে তাহলে ব্লক টি দেখতে যেমন প্রফেশনাল লাগে তেমনি ব্লগে অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
দীর্ঘ এবং কপি পেস্ট মুক্ত আর্টিকেল
আপনার সময় লাগলেও ব্লগে লেখা প্রত্যেকটি আর্টিকেল যাতে মিনিমাম ৬০০ থেকে ১০০০ শব্দের ভেতরে হয় সেটি খেয়াল রাখতে হবে নিজের লিখা অরিজিনাল আর্টিকেল কমিও ৬০০ ভিতর থাকলে এডসেন্স অনেক সহজেই আপনার ব্লগকে একটি হাই কোয়ালিটি ব্লগ ভাববে আর কোন মতেই কপি–পেস্ট যুক্ত পোস্ট লেখা যাবে না এতে সহজে এপ্রোভাল পেয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি।
How-to-secure-Facebook-Account
কপিরাইটমুক্ত ইমেজ ব্যবহার করা
মনে রাখবেন নিজের ব্লগের আর্টিকেলে কোন সময় গুগল থেকে যেকোনো ছবি ডাউনলোড করে সরাসরি ব্যবহার করবেন না কপিরাইট ইমেজ বা অন্যদের দেওয়া ছবি ব্যবহার করলে সেগুলি আপনার নিজের কন্টেন্ট বুঝায় না তাই এরকম ছবি ব্যবহার করলে অ্যাডসেন্স থেকে অনুমোদন পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। Pixabey এবং Pexels ব্যবহার করে আপনারা নিজের ব্লগের জন্য ভালো ভালো হাজার হাজার কপিরাইট ফ্রি ছবি পেয়ে যাবেন।
কমপক্ষে ৫০ টি আর্টিকেল থাকা
আপনি একটি খালি বা কিছু কন্টেন না থাকা ব্লক এডসেন্স এর জন্য দিতে পারবেন না আর যদি দিয়ে থাকেন তাহলে এডসেন্স এই ব্লগে কোনদিনও আপলোড করবেনা তাই নিজের ব্লগে এডসেন্স এর জন্য এপ্লাই করার আগে কমপক্ষে ৫০ টি ভাল আর্টিকেল লিখবেন তাছাড়া ব্লগে থাকা প্রত্যেকটি ক্যাটাগরিতে ৩ থেকে ৫ টি করে আর্টিকেল রাখবেন মনে রাখবেন কোন রকমের কপি করা কনটেন্ট ব্লগে থাকলে এডসেন্স কিন্তু আপনার ব্লগে আপলোড করবেনা তাই অরিজিনাল এবং ভালো কোয়ালিটির কন্টেন লিখবেন।
উপরে দেওয়া বিষয়গুলি ভালো মতো অনুসরণ করলে গুগল এডসেন্স খুব দ্রুত এবং খুব সহজে পাওয়া সম্ভব।