আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা বিজ্ঞপ্তিতে এ অভিনন্দনের কথা জানায় বঙ্গভবন প্রেস উইং ও প্রধানমন্ত্রীর প্রেস উইং। জয়কে পুরস্কৃত করতে চান প্রধানমন্ত্রী। ৪৫তম ওভারের খেলা চলছিল তখন। আফগানদের পরাজয়ও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ততক্ষণে। ৮টি উইকেটের পতন ঘটে গেছে । উইকেটে ছিলেন তখন মুজিব-উররহমান। মাহমুদউল্লাহ রিয়াদের বলে স্লগ সুইপ করেছিলেন মুজিব। বলটি কাউ কর্নারের ওপর দিয়ে ছক্কা হয়ে যাচ্ছিল। কিন্তু একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিলেন পরিবর্তিত ফিল্ডার মাহমুদুল হাসান জয়। তিনি বলটি তালুবন্দী করলেন। কিন্তু নিজের ভারসাম্য রাখতে পারছিলেন না চলে যাচ্ছিলেন বাউন্ডারির বাইরে। শেষ মুহূর্তে বলটি তিনি শূন্যে ছুঁড়ে মারেন। ততক্ষণে চলে যান বাউনন্ডারির বাইরে। এরপর নিজের ভারসাম্য ফিরিয়ে ভেতরে প্রবেশ করেন জয়। ভেতরে প্রবেশের সময়ই শূন্যে থাকা অবস্থায় বলটি আবারও তালুবন্দী করে নেন। আম্পায়াররা টিভি রিপ্লের আদেশ দেন। টিভি আম্পায়ার গাজী সোহেল একবারই দেখলেন রিপ্লেটা। তাতেই দেখা গেলো, এটা স্পষ্টই আউট। বিশ্বকাপ ক্রিকেট, আইপিএলসহ বড় বড় টুর্নামেন্টগুলোতে এমন ক্যাচ এখন হর-হামেশাই দেখা যায়। তবে, বাংলাদেশি কোনো ফিল্ডারের কাছ থেকে এমন অসাধারণ ক্যাচ দেখাটা যেন একটু বেশি সৌভাগ্যের। Read in English
৮৮ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ
৮ রানে থাকা মুজিব-উররহমান ফিরে যান সেই অসাধারণ ক্যাচে। এরপর ফজল হক ফারুকির উইকেট আফিফ হোসেন বোল্ড করে তুলে নিতেই ৮৮ রানের জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আফগানদের বিপক্ষে এই জয়টি টিভিতে বসে সরাসরি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচে জয় পাওয়ার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে বেশি উপভোগ্য লেগেছে মাহমুদুল হাসান জয়ের ক্যাচটি। এটা দেখে তিনি এতটাই আপ্লূত হয়েছেন যে, জয়কে আলাদাভাবে পুরস্কৃত করার কথাও বলেছেন তিনি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে।
জয় এর অসাধারণ ক্যাচ
ম্যাচে প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন: পাপন । ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের যেকোনো খেলাধুলারই খবরাখবর রাখার চেষ্টা করেন তিনি। বিশেষ করে ক্রিকেট দলের প্রায় সব ম্যাচই টিভিতে কিংবা মাঠে উপস্থিত থেকে দেখার চেষ্টা করেন তিনি। ব্যতিক্রম হয়নি গতকালও। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার ম্যাচটি টিভির সামনে বসে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগাররাও হতাশ করেননি প্রধানমন্ত্রীকে। ৩০৬ রান করে আফগানিস্তানকে হারিয়েছে ৮৮ রানের বড় ব্যবধানে। পুরো ম্যাচে অন্তত পাঁচবার তিনি ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। সেঞ্চুরিয়ান লিটন দাস ও ফিফটি করা মুশফিককেও অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রথম ম্যাচের মত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে বসে আজকের ম্যাচটিও দেখেছেন পাপন। খেলা শেষে মাঠ ছাড়ার সময় সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে প্রধানমন্ত্রীর ফোন দেওয়ার এবং অভিনন্দন জানানোর কথা জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। তিনি টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো। খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।