অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ দেখুন
প্রিয় শিক্ষার্থীবৃন্দের জানায় আসসালামু আলাইকুম।আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।স্কুল জীবনে এসএসসি পরীক্ষার শেষ এর মাধ্যমে সমাপ্তি ঘটে।স্কুল জীবনে অনেকে অনেক ভাবে কাটায়।কিন্তু স্কুল জীবন তো এসএসসির মাধামে শেষ হয়।নানা ব্যতিকুলতা নানা সমস্যার মাধ্যমে আমাদের এই শিক্ষা জীবনের শেষ হয়।মূলত শিখতে যখন হবে তখন সে শিখার পর পরীক্ষা হয় এটা বুঝার জন্য সে শিক্ষার্থী কতটুকূ অর্জন করছে।
পরীক্ষা মানুষকে দক্ষ কর,কিন্তু তার ভবিষ্যৎ ধারণা বা বানায় না।অনেকে খ্যাতিমান ব্যক্তি যারা পরীক্ষা দিয়েছে এবং দক্ষ হয়েছে।এই এসএসসি শেষ পরীক্ষা নয়।জীবনে আরো অনেক পরীক্ষা আছে।জীবন যখন আছে পরীক্ষা তখন থাকবে এটা এক স্বাভাবিক প্রক্রিয়া মাত্র।পরীক্ষার মাধ্যমে মানুষ দক্ষ হয়,কিন্তু বর্তমান ব্যবস্থা মানুষের চেয়ে মানুষের সাটিফিকেট বুঝে।
অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২
সব কথা বাদে আসল কথায় আশা যাক,মূলত আমরা অনেক দেখেছি অনেক ভাবে এসএসসির পরীক্ষার ফলাফল দেখার নিয়ম অনেক রয়েছে।তার মধ্যে সব কিছু ভেবে বলা যায় রেজাল্ট দেখার পদ্ধতি মাত্র দুইটি
একটি হচ্ছে মোবাইলে এসএমএস এর মাধ্যমে আর অন্যটি হচ্ছে, অনলাইন সার্চ করার মাধ্যমে।আমাদের মুল টপিক হচ্ছে অনলাইনে সার্চ করা।অনেকে অনেক কথা বলে অনেকে অনেক জায়গায় সার্চ করে কিন্তু হাতে গোনা কয়েকটি কাজ হয়।
অনলাইনে কিভাবে দেখব, কেন দেখব,অনলাইন সুবিধা কি অসুবিধা কি এই নিয়ে আজকে আমরা কথা বলব।মূলত পোস্টটি বিষয় আলাদা মনে হলেও পোস্টটি আপনাদের গন্তব্য নিয়ে যাবে।ইনশাআল্লাহ।
অনলাইনে কেন দেখবেন?
অনলাইনে দেখা না দেখা সুবিধা অসুবিধা অনেক রয়েছে।অনলাইনে দেখতে হলে অনলাইনে সার্চ করি।কিন্তু সঠিক ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায়।আমাদের অনেক টেনশন রয়েছে যা আমাদের কাক্ষিত বিষয়ে যেতে ব্যহত করে।এখন কথা হচ্ছে কেন দেখব।।কারণ আমাদের বর্তমানে জীবনকে সহজ করেছে অনলাইন ব্যবস্থা।অনলাইন আমাদের জীবনকে সহজে বাসায় বসে অনেক কাজ সমাধান করে নিচ্ছে।আমাদের জীবনকে সহজ করে দিয়েছে।
অনলাইনের মৌলিক সুবিধা হচ্ছে বাসায় বসে কম সময়ে কাজ সমাধান করা।অনলাইন জীবন ব্যস্ততা শুধু সহজ করেছে মাত্র আর অলস করেছে মানুষের জীবন
অনলাইনে দেখার সুবিধা
• অনলাইনে দেখে মার্কশিট নামানো যাবে।
• অনলাইনে এর বাসায় বসে কাজটি সমাধান করা যাবে।
• অনেক কম সময়ে রেজাল্ট দেখা যাবে।
• কম্পিউটার এর মাধ্যমে দেখতে পারবেন।
• মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন।
আরো ইত্যাদি অনেক সুবিধা রয়েছে।যা বলে শেষ করা যাবে না।এবং মূলত সুবিধার জন্য অনলাইনে সার্চ করা হচ্ছে।
অনলাইনে নানা অসুবিধাও রয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে অনলাইনে সহজ নিয়মে এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ কিভাবে দেখব?
কিভাবে অনলাইনে এসএসসি পরীক্ষার ফলাফল দেখব
মূল কথায় আশা যাক,অনলাইনে দেখার মাধ্যম অনেক সহজ।কিন্তু দেখতে অনেক সমস্যা হলেও যা যা মেনে চলবেন এবং যেভাবে দেখবেন।তাহলে কোন অসুবিধা হবে না।এখন যে সকল কাজ করনীয়:
- www.eboardresults.com এই লিংকে ক্লিক করুন।।
- আপনার পরীক্ষার নাম বাছাই বা নির্বাচন করবেন।যেমনঃ এসএসসি/দাখিল/ভোকেশনাল ইত্যাদি।
- আপনার পরীক্ষার বছর বাছাই বা নির্বাচন করবেন।যেমনঃ২০২২ইত্যাদি।
- আপনার বোর্ড বাছাই বা নির্বাচন করুন।যেমনঃরাজশাহী,কুমিল্লা,সিলেট ইত্যাদি।
- আপনার এসএসসি রোল নম্বর বসিয়ে দিন।যেমনঃ১২৩৭৩৫,১৯২৮২৯ইত্যাদি
- আপনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিন।যেমনঃ১৯১২৫০০৬৭৮,১৮২৬৩৮২৯০ইত্যাদি
- এর নিচের খালি বাক্সে গণিতটি সমাধান করুন।
- অবশেষে, জমা দিন বোতামে ক্লিক করুন।
শেষ কথা
আমাদের সাথে থাকবেন ও দোয়া করবেন।যেকোন প্রয়োজনে আমাদের সাইট ভিজিট করবেন।অনেক না জানা প্রশ্ন জানাতে আপনাদের পাশে আছি।আমাদের পোস্টগুলো সবাইকে জানার সুযোগ করে দিন।এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।অনেক জানে না আপনার বন্ধুদের জানতে সহযোগিতা করে পাশে থাকুন।ভাল থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন।আর বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন।আপনাদের শেয়ার,লাইক কমেন্ট লাইক আমাদের লিখতে অনুপ্রেরণা জাগায়।