শিরোপার অনেক কাছে এসেও যেন তা অধরাই থেকে গেল ফরচুন বরিশালের। অষ্টম আসরের বিপিএল ফাইনালে তীরে এসে তরী ডুবে চেয়ে ফরচুন বরিশাল দলের। টুর্নামেন্টের শুরুতেই সাকিব-আল-হাসান প্রত্যয় করেছিলেন যে বরিশালের হয়ে ট্রফি জিতে এই টুর্নামেন্ট শেষ করবেন। তবে সাকিব-আল-হাসান তার কথা রাখতে পারেননি। যে তার অনেক কাছে এসেও শেষ পর্যন্ত ১ রানে পিছিয়ে পড়ে ফরচুন বরিশাল। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স টসে জিতে প্রথমে ব্যাট করতে এসে সুনিল নারাইন এর ২২ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস এর সাহায্যে ২০ ওভারে ১৫১ রান করতে সক্ষম হয়। ফরচুন বরিশালের ইনিংসের মাধ্যমে এক সময় লক্ষ্য অনেক সহজ মনে হলেও শেষ পর্যন্ত এক রান আগেই তাদের রানের চাকা থেমে যায়। Read in English
বিপিএল ফাইনাল ২০২২
২২ জানুয়ারি ২০২২ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৮ম আসর শুরু হয়। এবারের বিপিএল টুর্নামেন্ট মোট ৬ টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্য থেকে সিলেট সানরাইজার্স এবং মিনিস্টার গ্রুপ অফ ঢাকা প্রথম পর্ব থেকে বিদায় নেয়। প্লে অ্ফস এ ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে প্রবেশ করে। অপরদিকে খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর মধ্যে অনুষ্ঠিত হয় এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুলনাকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মুখোমুখি হয়। এবং খুব সহজেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ জিতে গত রাতে ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়।
অনেক নাটকীয়তা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল ১ রানের জয়ে ৮ম আসরের বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কুমিল্লা দলের ক্যাপ্টেন ইমরুল কায়েসের হাতে ৮ম আসর এর বিপিএল ট্রফি তুলে দেন।
বিপিএল ২০২২ প্রাইজ মানি
অষ্টম আসরের বিপিএলে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্রফির সাথে সাথে প্রাইজমানি হিসেবে পেয়েছে মোট ১ কোটি টাকা। অষ্টম আসর বিপিএলের রানার্স আপ দল ফরচুন বরিশাল প্রাইজমানি হিসেবে পেয়েছে মোট ৫০ লক্ষ টাকা।
এবারের বিপিএলে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন সাকিব আল হাসান। চতুর্থবারের মতো ম্যান অব দ্যা সিরিজ এর খেতাব জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফাইনালে নিজের যোগ্যতার প্রমাণ দিতে না পারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে তার অবদান ছিল অসামান্য। পুরো টুর্ণামেন্টে ১১ ম্যাচে ২৮.৪০ গড়ে এবং ১৪৪.১৬ স্ট্রাইক রেট মোট ২৮৪ রান করেন বরিশালের অধিনায়ক। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট, যার গড় ছিল ১৪.৫৬ , এবং ইকোনমি ৫.৩৫।
বিপিএল ২০২২ এর পুরস্কার জিতলেন যারা
চ্যাম্পিয়ন: কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রানার্সআপ: ফরচুন বরিশাল
প্লেয়ার অফ দ্যা ম্যাচ ( ফাইনাল): সুনীল নারাইন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট: সাকিব আল হাসান (ফরচুন বরিশাল)
সর্বোচ্চ রান: উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৪১৪ রান
সর্বোচ্চ উইকেট: মুস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১৯ উইকেট
এক ম্যাচে সর্বোচ্চ রান: লেন্ডল সিমন্স (সিলেট সানরাইজার্স) – ৬৫ বলে ১১৬ রান।
সেরা বোলিং ফিগার: মুস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ২৭ রানে ৫ উইকেট
বিপিএলের ম্যান অব দ্যা সিরিজ খেতাব জিতেছেন যারা
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৮ টি আসর সম্পন্ন হল। এই আট আসরে সিরিজ সেরার খেতাব জিতেছেন সাকিব আল হাসান ৪ বার। সিরিজ সেরা খেতাবজয়ী খেলোয়াড়দের লিস্ট দেয়া হলো।
সাকিব আল হাসান- খুলনা রয়াল বেঙ্গলস (২৮০ রান ও ১৫ উইকেট) সাকিব আল হাসান- ঢাকা গ্ল্যাডিয়েটরস (৩২৯ রান ও ১৫ উইকেট) আসহার জাইদি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২১৫রান ও ১৭ উইকেট) মাহমুদুল্লাহ রিয়াদ- খুলনা টাইটান্স (৩৯৬ রান ও ১০ উইকেট) ক্রিস গেইল- রংপুর রাইডার্স (৪৮৫ রান) সাকিব আল হাসান- ঢাকা ডায়নামাইটস (৩০১ রান ও ২৩ উইকেট) আন্দ্রে রাসেল- রাজশাহী রয়েলস (২২৫ রান ও ১৪ উইকেট) সাকিব আল হাসান- ফরচুন বরিশাল (২৮৪ রান ও ১৬ উইকেট) |