শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। admission.sust.edu.bd

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.sust.edu.bd এর মাধ্যমে আজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী সম্প্রতি আবেদন কার্যক্রম শুরু হবে। দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংক্ষেপে এটি শাবিপ্রবি এবং সাস্ট নামেও পরিচিত। আমাদের আজকের এই নিবন্ধের মাধ্যমে আপনারা সবাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত সকল বিস্তারিত এবং প্রয়োজনীয় তথ্য সমূহ জানতে পারবেন। Read in English

SUST ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে সকল তথ্য সমূহ জেনে নিতে পারবেন। আপনি যদি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ জানতে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের সম্পন্ন এই আলোচনার মাধ্যমে আপনারা এ সংক্রান্ত সকল তথ্য সমূহ জানতে পারবেন। আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন সহ এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত সকল তথ্য সমূহ জানতে পারবেন।

শাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টার শ্রেণীতে ভর্তির নির্দেশিকা প্রদান করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট admission.sust.edu.bd এর মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। চার বছর মেয়াদি সম্মান ও ইঞ্জিনিয়ারিং বিষয় সমূহ নতুন শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

শাবিপ্রবি ভর্তি টাইমলাইন
আবেদন কার্যক্রম শুরু: আবেদন কার্যক্রম শেষ:আবেদন ফি:এডমিট কার্ড প্রদান শুরু:এডমিট কার্ড ডাউনলোড লিংক:ভর্তি পরীক্ষা শুরু:ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা

বাংলাদেশের অন্যতম প্রধান এবং দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে অবশ্যই নূন্যতম কিছু যোগ্যতা থাকতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহ নিচে উল্লেখ করা হলো।

  • যেসকল শিক্ষার্থীরা এইচএসসি ২০২৩ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন তারা শাবিপ্রবির A ও B ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অন্য বিভাগের শিক্ষার্থীরা শুধুমাত্র A ইউনিটের জন্য আবেদন করবে।
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন করতে অবশ্যই শিক্ষার্থীকে ২০১৮ অথবা ২০১৯ এর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং ২০২০ অথবা ২০২২ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতা

A ইউনিট: A ইউনিটের জন্য আবেদন করতে যে কোন বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম ৩.০০ জিপিএ সহ মোট ৬.৫০ জিপিএ থাকতে হবে।

B ইউনিট: B ইউনিটে আবেদন করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ জিপিএ সহ সর্বমোট ৭.০০ সিজিপিএ থাকতে হবে। এসএসসি সমমান পরীক্ষায় উচ্চতর গণিতে ন্যূনতম  ৩.৫০ জিপিএ থাকতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট দুটি ইউনিট বিদ্যমান। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নতুন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য দুইটি ইউনিট ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। A ও B ইউনিট সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো।

ইউনিট এর নামবিভাগের নাম
A ইউনিটবিজ্ঞান, মানবিক ও বাণিজ্য সকল বিভাগের জন্য
B ইউনিটশুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তার জন্য

B ইউনিটকে আবার দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে

ইউনিট এর নামবিভাগের নাম
B1 ইউনিটসকল ইঞ্জিনিয়ারিং বিষয় সমূহ
B2 ইউনিটসকল আর্কিটেকচার বিষয়সমূহ

শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা A ও B উভয় ইউনিটের জন্য আবেদন করতে পারবেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ PDF ডাউনলোড

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা শাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ পিডিএফ ফাইলটি আলোচনার এই অংশে উল্লেখ করা হলো। নিচে প্রদত্ত ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা খুব সহজেই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। 

SUST-ADmission-Circular

শাবিপ্রবি অনলাইন আবেদন পদ্ধতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তির জন্য আবেদন করতে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন।

Apply
সর্বপ্রথমে ওপরে প্রদত্ত Apply অপশনে ক্লিক করুন অথবা সাস্ট এর ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট admission.sust.edu.bd এ প্রবেশ করুন।উক্ত ওয়েবসাইটে ভর্তির আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রদান করা হয়েছে। নির্দেশিকা টি ভালভাবে পড়ুন।ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে SUST Admission অপশনে ক্লিক করুন।নির্ধারিত স্থানে আপনার এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রদান করুন।আপনার পছন্দনীয় ইউনিট সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন।ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী ভর্তি সংক্রান্ত আবেদন ফি পরিশোধ করুন।সকল তথ্য পূরণ সম্পন্ন শেষে যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করুন।

আবেদন পদ্ধতি সম্পর্কিত কোন তথ্য প্রস্থ সমস্যা হলে অবশ্যই নির্দেশিকাটি পুনরায় ভালোভাবে পড়ে নিবেন। সতর্কতার সাথে আবেদনপত্রটি পূরণ করবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের A ইউনিট এ তিনটি আলাদা বিভাগের জন্য ভিন্ন মানবন্টন অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। A ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন নিচে প্রদান করা হলো।

A ইউনিট পরীক্ষার মানবন্টন

বিভাগের নামপরীক্ষার বিষয়
বিজ্ঞান বিভাগইংরেজি – ২০বাংলা – ১০পদার্থবিজ্ঞান – ১০গণিত/জীববিজ্ঞান – ১০রসায়ন – ১০বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী – ১০
মানবিক বিভাগইংরেজি – ২০বাংলা – ১০মাধ্যমিক পর্যায়ের গণিত – ১০অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, ইতিহাস ইসলামের ইতিহাস বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় – ৩০
বাণিজ্য বিভাগইংরেজি – ২০বাংলা – ১০মাধ্যমিক পর্যায়ের গণিত – ১০হিসাব বিজ্ঞান ব্যবসায় নীতি ও প্রয়োগ বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ – ৩০
লিখিত পরীক্ষা:  ৭০ নম্বররেজাল্ট: এসএসসি+এইচএসসি=১৫+১৫=৩০মোট: ১০০পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট

B ইউনিট পরীক্ষার মানবন্টন

B ইউনিটের দুইটি ইউনিট B1 এবং B2 তে আলাদা মানবন্টন অনুযায়ী ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

উভয় ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন নিচে বিস্তারিত উল্লেখ করা হলো।

B1 ইউনিটইংরেজি ১০পদার্থ বিজ্ঞান ২০রসায়ন ২০গণিত ২০
লিখিত পরীক্ষা:  ৭০ নম্বররেজাল্ট: এসএসসি+এইচএসসি=১৫+১৫=৩০মোট: ১০০পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট
B2 ইউনিটইংরেজি ১০পদার্থ বিজ্ঞান ২০রসায়ন ২০গণিত ২০ড্রয়িং ও স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞান ৩০
লিখিত পরীক্ষা:  ১০০ নম্বরপরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট + ১ ঘন্টা = ২ ঘন্টা ৩০ মিনিট

SUST আসন সংখ্যা

ইউনিটআসন সংখ্যা
A ইউনিটমানবিক- ৩১০
বিজ্ঞান-২২০
বাণিজ্য- ৮৩
A ইউনিটে মোট আসন ৬১৩ টি
B1 ইউনিট৯৫০
B2 ইউনিট৪০
B ইউনিটে মোট আসন ৯৯০ টি
সংরক্ষিত আসন
মুক্তিযোদ্ধার সন্তান২৮
ক্ষুদ্র নৃগোষ্ঠী২৮
প্রতিবন্ধী১৪
পোষ্য১৬
বিকেএসপি
মোট১০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকৃত সকল শিক্ষার্থীরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে admission.sust.edu.bd ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করার পরে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এডমিট কার্ড প্রদান শুরু করলে নিচের লিঙ্কে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য প্রদান করে এডমিট কার্ড ডাউনলোড করে নিন।

Download

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এডমিশন রেজাল্ট ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এডমিশন রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমাদের আজকে আলোচনা থেকে আপনারা এডমিশন রেজাল্ট জানতে পারবেন। আপনার ভর্তি পরীক্ষার ফলাফল জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Download

আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩, শাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩, সাস্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সমূহ উল্লেখ করেছি। আলোচনার কোনো অংশে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

2 comments

  1. পলিটেকনিক থেকে কম্পিউটার ডিপার্টমেন্ট এ ডিপ্লোমা করা শিক্ষার্থী কী B1 ইউনিট এ আবেদন করতে পারবে?
    জানালে খুবই উপকৃত হবো।
    ধন্যবাদ😊

Join the Conversation

Your email address will not be published. Required fields are marked *