শবে বরাতের নামাজ পড়ার কোরআন ও হাদিস সম্মত নিয়ম।
আগামী ১৮ই মার্চ সারা বাংলাদেশ জুড়ে শবেবরাত পালিত হবে। অতএব যারা লাইলাতুল বরাত কে সামনে রেখে শবে বরাতের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে চান। তাদের জন্য আমাদের আজকের পোস্ট। এই এই পোস্টের মাধ্যমে আমরা তুলে ধরেছি শবে বরাতের নামাজ পড়ার নিয়ম শবে বরাতের নামাজ কত রাকাত এবং আপনি শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন শবে বরাত নামাজের কোরআন ও হাদিস সম্মত নিয়ম এ সম্পর্কে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার উপর নির্ভর করে ২০২৩ সালের শবেবরাত আঠারোই মার্চ হবে বলে ঘোষণা করেন।
বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম শবে বরাত উপলক্ষে নামাজ আদায় করে থাকে। আবার অনেকে নামাজের সংগীত দোয়া ও জিকির করে থাকেন। তবে অনেকেই রয়েছেন যারা শবে বরাতের নামাজের নিয়ম এবং দোয়া সম্পর্কে জানেনা। তো আমাদের আজকের আলোচনা থেকে আপনারা সকলেই শবে বরাতের নামাজের নিয়ম এবং দোয়া সম্পর্কে অবগত হবেন। সুতরাং আপনারা যারা শবে বরাতের নামাজের নিয়ম এবং দোয়া সম্পর্কে জানতে চান তারা আমাদের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
আরও পড়ুন: ঈদের শুভেচ্ছা বার্তা মেসেজ ২০২৩
শবে বরাতের নামাজ কত রাকাত
আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা শবে বরাতের নামাজ কত রাকাত তা জানতে চেয়েছেন। আমাদের পোষ্টের এই অংশে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব শবে বরাতের নামাজ কত রাকাত এর সম্পর্কে। সাধারণত শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। তাই এই নামাজ এবং অন্য নফল নামাজের মধ্যে কোন পার্থক্য নেই। সুতরাং আপনি দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন শবে বরাতের নামাজ পড়তে পারবেন। এক্ষেত্রে আপনি ৮,১০,১২,১৪ এভাবে ইচ্ছে মত পড়তে পারবেন।
শবে বরাতের নামাজের নিয়ম
আমরা অনেক সময় অনেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে দেখেছি যে শবে বরাতের নামাজের নিয়ম কি কিভাবে শবে বরাতের নামাজ পড়তে হয়। আসলে এই রাত্রে নামাজ আর দশটা রাত্রে পড়া নকল নামাজের মতই। ভিন্ন কোন পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম অবলম্বন করেন নি। তাই নিজেদের মনগড়া পদ্ধতিতে শবে বরাতের নামাজ না পড়া উত্তম। এবং প্রতি রাকাতে ৭ বা ১১ বার সূরা ইখলাস এর মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে দুই রাকাত করে যতটুকু পারা যায় ততটুকুই শবে বরাতের নামাজ পড়া উচিত।
শবে বরাতের নামাজ পড়ার কোরআন ও হাদিস সম্মত নিয়ম।
শবে বরাতের নামাজ পড়ার জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আলাদাভাবে কোন পদ্ধতি শিখিয়ে যান নি। তবে যেহেতু শবে বরাতের নামাজ নফল নামাজ সুতরাং অন্য সকল নফল নামাজের মতই শবে বরাতের নামাজ আদায় করা সর্বাপেক্ষা শ্রেয়। শবে বরাতের নামাজ পড়ার কুরআন ও হাদিস সম্মত নিয়ম এটি। আপনার যতটুকু সম্ভব আপনি শবে বরাতের নামাজ আদায় করতে পারেন। এক্ষেত্রে আপনি দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। এভাবে ৮ রাকাত ১০ রাকাত ১৫ রাকাত ১৭ রাকাত ইত্যাদি হবে নামাজ পড়তে পারেন। তবে অবশ্যই আপনাকে দুই রাকাত করে নফল নামাজের মাধ্যমে শবে বরাতের নামাজ পড়তে হবে।
শবে বরাতের নামাজের নিয়ত
নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলায় নিয়ত করলে এই ভাবে করতে পারেন: ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর’।
শবে বরাতের দোয়া
যারা শবে বরাতের দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন তারা চার রাকাত পর পর আপনি বিভিন্ন জিকির-আজগার করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন। দোয়ার মাঝি আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সহ মনের নেক বাসনাগুলো আল্লাহর কাছে বলতে পারেন। দোয়া সম্পূর্ণ মনের ব্যাপার। আল্লাহর কাছে আপনি মনেপ্রাণে কোন কিছু করুক চাইলে পার্থনা করলে তাকেই দোয়া বলে।
এই দোয়াগুলোতে আল্লাহর নৈকট্য এবং অনুগ্রহ লাভের আশায় নিম্নোক্ত দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে।

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসী লি ফি দারি, ওয়া বারিক লি রিজকি। (নাসাঈ)
অর্থ: হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে। এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও।
আমরা আমাদের আজকের আলোচনায় শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কোরআন হাদিস সম্মত নিয়ম এবং শবে বরাতের নামাজ কত রাকাত শবে বরাতের নামাজের নিয়ম শবে বরাতের নামাজের নিয়ত শবে বরাত নামাজের দোয়া এসব বিষয়ে আলোচনা করেছি। আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে।