রাশমিকার সঙ্গে প্রেম ও বিয়ের গুজব মুখ খুললেন বিজয়
রাশমিকা মান্দানা ২১ বছরের এক তরুণী। তিনি দক্ষিণ ভারতের কর্ণাটকের কোডাগু, ভিরাজপেট (ভিরাজপেটে) নামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে এখন তিনি এখন দক্ষিণ ভারতীয় সফল বিজয়ী তারকা। তার শখ ছিল ভ্রমণ করা, ব্যয়াম করা। তিনি পেশায় একজন অভিনেত্রী এবং মডেলও। তিনি ২০১৬ সালে প্রথম চলচ্চিত্র করেন যার নাম “kirik party”। ২০১৬ সালে, রশ্মিকা লামোড ব্যাঙ্গালোরের শীর্ষ মডেল হান্টে অংশগ্রহণ করেছিলেন যেখানে তিনি ” kirik party”চলচ্চিত্রের নির্মাতাদের পথ ধরেছিলেন যারা তাকে চলচ্চিত্রে প্রধান ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। তারপরে উইকি বাইয়ো এর থেকে জানা যায় যে, এই চলচ্চিত্র চলাকালীন এক পর্যায়ে তার পরিচয় হয় অভিনেতা রাকসিত সেট্টির সাথে এবং তারা প্রেম বন্ধনে আবদ্ধ হন সাথে তারা ২০১৭ সালের জুলাই মাসে পারিবারিকভাবে বাগদানে আবদ্ধ হন। Read In English
মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা
এরই মাঝে তিনি আরও অনেক চলচ্চিত্রে কাজ করছিলেন কিন্তু তারপরে তিনি বিজয় দেবারাকোন্ডা এর সাথে কাজ শুরু করেন। যেখানে রাশমিকার সাথে বিজয় দেবারাকোন্ডা একজন সফল বিজয়ী তারাকা ছিলেন। তাদের দুজনকে যেখানে একসাথে বেশ ভালোই মানাত। বেশ কয়েকটি চলচ্চিত্রও করেন তারা একইসাথে। আস্তে আস্তে তারা পছন্দের জুটি হয়ে যাচ্ছিলেন দর্শকদের কাছে। এমনকি তাদের কে আসল জুটি হিসেবেও ভক্তদের অনেক পছন্দ।আবার “Geetha Govindam”(2018) “Dear comorade”(2019) মুভিতেও তাদের একসাথে দেখা গেছে।ছবি দুটিও বেশ সুপার হিট হয়ে গেছিলো। তারা বেশ রোমাঞ্চকর ভাবে ছড়িয়ে পড়েছিল। ভক্তদের পাশাপাশি সবার কাছে এদের একসাথে কাজ করা নিয়ে অনেক মত বিভেদ ছিল এবং অনেকেই প্রেমের গল্প নামে গুজবও ছড়িয়ে দেয়। ইন্ডাস্ট্রিতে বেশ রমরমা অবস্থা ছিল এই জুটির প্রেমালাপ গুজব নিয়ে। এমনি কি ভারতের স্থানীয় গণমাধ্যমে তাদের বিয়ের কথা নিয়েও অনেক লেখালেখি হয়ে থাকে। বলা হয়ে থাকে যে তারা এখনো চুপ আছেন।
নিজেদের সম্পর্কের কথা নিয়ে এখন পর্যন্ত কিছু বলছেন না। যেখানে তাদের এই বছরের শেষে সাত পাকে বাধতে পারেন রাশমিকা ও বিজয়। কিন্তু তারা নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাই এইসবে কান দিতেন না কিন্তু এইসব দেখার পর শেষ পর্যন্ত মন্তব্য করতে বাধ্য হলো বিজয় দেবারাকোন্ডা। তারপর এক পর্যায়ে বিজয় দেবারাকোন্ডা বিরক্ত হয়ে টুইট করে জানায় যে, ” যথারীতি ফালতু। আমরা এই ধরনের সংবাদ আশা করি না।” তবে এই কথাতে তার ভক্ত অনেক মজা করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন। তারা অনেক হাসির ইমোজিও দিয়েছেন তার এই বক্তৃতাই। ইদানীং তাদেরকে একসাথে মুম্বাইয়েও দেখা গেছে। কিন্তু সেটাও কাজ ক্ষেত্রে।তাদের ছবি পাপারাজ্জিদ নামের একজনের ক্যামেরায় বন্দী আছে। যেখানে তারা এইসব নিয়ে কিছুই জানত না।
রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা জুটি
কিন্তু এই ছবি তাদের প্রেমালাপের গুজব কে আরো বাড়িয়ে দেয়। প্রশ্নও হয় অনেক। বলাও হয় যে, এইসব প্রেম কি সত্য? আসলেও কি তাদের প্রেমের কাহিনির কথা সত্য?কারন এই বছরের শুরুতেই বিজয় ও রাশমিকা ছুটি কাটাতে গেছিলেন। সেখানে নাকি বিয়ের মা ও ভাই ও উপস্তিত ছিলেন।এমনকি রাশমিকার নাকি খুব ভালো একটা সম্পর্ক আছে বিজয়ের মায়ের সাথেও। আবার রাশমিকা নাকি নতুন বাড়িও কিনেছেন মুম্বাইয়ে একটা। যেখানে তাদের বিয়ে নিয়ে এত্ত এত্ত হৈ-হুল্লোড় সেখানে তারা নতুন একটা চলচ্চিত্র “লাইগার” শুটিংয়ের জন্য মুম্বাইতে আছেন। কিন্তু সবকিছু মিলিয়ে যখন তাদের কে আসল প্রেমের “জুটি” এর গল্প হচ্ছে ইন্ডাস্ট্রিতে। ঠিক তখনই, রাশমিকাকেও বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি উত্তরে বলেন যে- ” আমি জানি না বিয়ে নিয়ে আমার আসলে কি ভাবা উচিত, কারন আমার বিয়ের বয়সই হয়নি। এমনকি আমি এইভাবে এত দূর পর্যন্ত ভাবিও নি। কিন্তু সবার জীবনেই এমন একজনের থাকা প্রয়োজন যে আপনাকে সুখী করবে।” আপাতত এই পর্যন্তই ছিল।