প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আজ বুধবার ২ মার্চ ২০২২ তারিখে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুনরায় সশরীরে ক্লাস গ্রহণ করা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত নির্দেশ মতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের সপ্তাহের ছয়দিন ক্লাস গ্রহণ করতে হবে। এছাড়াও আরও বলা হয়েছে যে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয় আসা আপাতত বন্ধ থাকবে। আরো দুই সপ্তাহ করো না পরিস্থিতি বিবেচনা করার মাধ্যমে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার অনুমতি প্রদান করা হবে। Read in English
প্রাথমিকে ক্লাস প্রতিদিন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুর আলম এসকল তথ্য প্রদান করেন। পূর্বনির্ধারিত তথ্য অনুযায়ী আজ ২ মার্চ ২০২২ তারিখ বুধবার থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। ১০ দিন আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়েছিল।
২০২০ সালের ১৭ ই মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। করোনা মহামারী ও সেই সংক্রমণের কারণে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। দীর্ঘ ১৮ মাস পরে গত বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আবারও করণা সংক্রমণ বৃদ্ধি পেলে গত ২১ জানুয়ারি ২০২২ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ ঘোষণা করা হয়। এবং এই ছুটি ছিল একুশে ফেব্রুয়ারি পর্যন্ত। ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২ মার্চ খোলার নির্দেশ দেওয়া হয়।
টিকা দেয়া ছাড়া ক্লাস নিতে পারবে না শিক্ষক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়েছে যে সকল বিদ্যালয় মোট দুইটি পালা্তে পরিচালিত হবে। সকাল এবং বিকাল দুই ধাপে সকল শিক্ষার্থীদের ক্লাস গ্রহণ করতে হবে। এছাড়াও আরও বলা হয়েছে বিদ্যালয় কোন প্রকার সমাবেশ করা যাবে না।
ছবিঃ ইন্টারনেট থেকে সংগ্রহিত
একান্ত প্রয়োজন ব্যতীত কোনো অভিভাবক যেন বিদ্যালয় না আসে সে বিষয়ে নজর দিতে হবে। বিদ্যালয়ের সকল শিক্ষকদের অবশ্যই ২ ডোজ টিকা গ্রহণ করতে হবে। কোন শিক্ষকের টিকা দেওয়া না হলে, তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি ক্লাস গ্রহণ করতে পারবেন না। টিকা গ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই তাকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
প্রাথমিকে ক্লাস শুরু, চলবে দুই পালাতে
উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের বা যাদের বয়স ১২ বছরের বেশি তাদেরকে করোনার প্রথম এবং দ্বিতীয় টিকা প্রদান করা হচ্ছে। যেহেতু প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন শিক্ষার্থীকে এখনো করোনার টিকা প্রদান করা হয়নি তাই তারা টিকা ছাড়াই বিদ্যালয়ে আসতে পারবে। এবং সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল শর্ত সমূহ অনুসরণ করেই দেশের সকল প্রাথমিক প্রতিষ্ঠানগুলো ক্লাস পরিচালনা করবে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে সকল শর্ত প্রদান করা হয়েছে সকল শর্ত পালন নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। স্বাস্থ্য সম্পর্কিত সকল তথ্য সমূহ শিক্ষকরা শিক্ষার্থীদের প্রদান করবেন। স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে।