নববর্ষের শুভেচ্ছা বার্তা

নববর্ষের শুভেচ্ছা বার্তা, মেসেজ, এসএমএস, ছবি, উক্তি, রচনা

নববর্ষের শুভেচ্ছা বার্তা: শুভ নববর্ষ ১৪৩০ বাঙালি জাতির কাছে নববর্ষ একটি আবেগের নাম। বাংলা নববর্ষের মাধ্যমে বাঙালি জাতি একটি বড় সংস্কৃতি উদযাপন করে থাকে। নববর্ষের দিন সকালে ছেলেরা লুঙ্গি পাঞ্জাবী ও মাথায় গামছা বেঁধে মেলায় যায় আর নারীরা শাড়ি পড়ে। নববর্ষের দিন সকালে সবাই পান্তা ভাতের সাথে ইলিশ খেয়ে বের হয় এটি যেন বাঙালির কাছে একটি গৌরবময় দিন। নববর্ষ যেন বাংলা জাতির কাছে একটি সবচেয়ে বড় উদযাপনের নাম। এই দিনটিতে পুরো বাংলা জাতি খুব ধুমধাম এর সহিত এটি অতিবাহিত করে। Read in English

নববর্ষের মাধ্যমে বাঙালি অনেক দোকানী আছে যারা তাদের হালখাতা পরিচালনা করে। উক্ত হালখাতার মাধ্যমে তারা তাদের বিগত বছরের সমস্ত হিসাব নতুন করে শুরু করে। নববর্ষে হালখাতা করা যেন একটি বড় অনুষ্ঠান।  এদের মাধ্যমে তারা বুঝায় বিগত বছরের শত ক্লান্তি বিষাদময় সময় আছে সেগুলো পার করে নতুন বছরের নতুন এর সাথে পদার্পণ করা। আজকে আমরা নববর্ষ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। নববর্ষ বাংলা জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সেই সম্পর্কে সামান্য তুলে ধরার চেষ্টা করব। নববর্ষের শুভেচ্ছা বার্তা

নববর্ষের ইতিহাস

বাংলা বছরের প্রথম দিন থেকে নববর্ষ হিসেবে গণনা করা হয়। বাংলাদেশ তথা পশ্চিম ভারতের সকলেই নববর্ষকে একটি বড় উদযাপনের সাথে পালন করে থাকে। বাংলাদেশে নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে পালন করা হয়। এই দিনে বাংলাদেশের সকল অফিস আদালত বন্ধ থাকে। বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত ১৪ এপ্রিল কে বাংলাদেশের নববর্ষ ধরা হয়। অর্থাৎ ১৪ এপ্রিল বাংলাদেশে নববর্ষ পালন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে চন্দ্রসৌর পঞ্জিকা অনুযায়ী ১৫ এপ্রিল নববর্ষ পালন করা হয় অর্থাৎ বাংলাদেশের একদিন পরে ভারতে নববর্ষ উদযাপন করা হয়। এই দিনটি মূলত শুরু হয় সকালে পান্তা ভাত খাওয়ার মাধ্যমে এবং মঙ্গল শোভাযাত্রা ও মেলার মাধ্যমে দিনটি শেষ হয় ও বিভিন্ন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। নববর্ষের শুভেচ্ছা বার্তা

মুঘলদের থেকে যেভাবে এলো আজকের পহেলা বৈশাখ ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে “বঙ্গাব্দ” বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ২০১৬ সালে, ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে “মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য” হিসেবে ঘোষণা করে। নববর্ষের শুভেচ্ছা বার্তা 

নববর্ষের শুভেচ্ছা বাণী

নববর্ষের শুভেচ্ছা বাণী আপনার আমার সকলের জন্যই কম বেশি প্রয়োজন। নববর্ষের শুভেচ্ছা বার্তা আপনাদের প্রিয়জনদের বা পরিচিত ব্যক্তিদের নববর্ষের শুভেচ্ছা বাণী প্রেরণ এর মাধ্যমে আপনি তাদের কাছে অনেক আকর্ষণীয় একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন। তাই আমরা আপনাদের কথা চিন্তা করে নববর্ষের শুভেচ্ছা বাণী যেগুলো একদমই নতুন সেগুলো আপনাদের জন্য সংযোজন করেছি। চলুন দেখে নিই নববর্ষের শুভেচ্ছা বাণী সমূহ

১) পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এই নববর্ষে আপনার সব স্বপ্ন সত্যি হোক।

২) সন্দেশের মাধুর্য আপনার জীবন আনন্দে ভরে উঠুক। আপনার নতুন বছর সুখী এবং সমৃদ্ধ হোক! আপনাকে এবং আপনার পরিবারের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা।

৩) আপনার সাফল্যের পথ খুঁজুন এবং আপনার জন্য একটি আনন্দদায়ক বছর আছে। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা!

৪) এই নতুন বছর তার ধরন এক হতে পারে। উজ্জ্বল উল্লাস এবং সুখে আপনার জীবন পূর্ণ করার এটি একটি সুযোগ হতে পারে। এটি আপনার বাকি জীবনের জন্য সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক।

৫) আশা, উত্তেজনা, আগ্রহ এবং প্রত্যাশার সাথে নববর্ষকে অভিনন্দন জানাই। আপনার জন্য আনন্দ, তৃপ্তি, শান্তি এবং ঐশ্বর্যপূর্ণ একটি বছর কামনা করছি।

৬) এই পয়লা বৈশাখ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি।

৭) এই নববর্ষ আপনার জীবনকে নতুন আশার রশ্মি এবং অনেক সুখে ভরিয়ে তুলুক? শুভ নব বর্ষ প্রিয়।

৮) “এই বৈশাখ তোমার জীবনে বয়ে আনুক তাজা ফুলের মিষ্টি সুবাস আর অমৃতের মাধুর্য। শুভ নব বর্ষ।

৯) “রসগুল্লা এবং বাসুন্দির সাথে এই নববর্ষ উদযাপন করুন। শুভ নব বর্ষ।

১০) “বাংলা নববর্ষে আপনাকে এবং আপনার পরিবারকে উষ্ণ শুভেচ্ছা পাঠানো হচ্ছে। আপনি সুখ এবং প্রাণশক্তিতে ভরা একটি সমৃদ্ধ এবং সফল ২০২২ কামনা করুন। শুভ বাংলা নববর্ষ।”

১১) “এই নতুন বছরটি আপনার জীবনের একটি দুর্দান্ত সময় হোক … এটি নতুন সুযোগ নিয়ে আসুক যা আপনার জীবনকে প্রচুর আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে। আপনাকে একটি সুন্দর এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।”

নববর্ষের স্ট্যাটাস সমূহ

বাংলা নববর্ষ আসলেই আমরা সকলে যেন আমাদের বিভিন্ন সোস্যাল সাইটগুলোতে স্ট্যাটাস দেয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি। কিন্তু আমরা ভালো কোন স্ট্যাটাস খুঁজে পাইনা বা নিজেরা তৈরি করতে পারিনা। নববর্ষের শুভেচ্ছা বার্তা আমরা আপনাদের ব্যাকুলতার কথা চিন্তা করে নববর্ষের স্ট্যাটাস সমূহ আমাদের প্রকাশনায় সংযোজন করেছি। নববর্ষের শুভেচ্ছা বার্তা আপনি চাইলে আমাদের নববর্ষের স্ট্যাটাস সমূহ আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। অন্য সকলের মত আপডেট থাকতে পারেন। চলুন দেখে নেই নববর্ষের স্ট্যাটাস সমূহ গুলো যেগুলো আপনাদের জন্য আমরা যত্নসহকারে বাছাই করে সংযোজন করেছি। নববর্ষের স্ট্যাটাস গুলো আপনাদের জন্য নিম্নে দেওয়া হল

১) আমার সকল বাঙ্গালী বন্ধুদের শুভ নববর্ষ ও পহেলা বৈশাখের শুভেচ্ছা। সারা বছর ধরে আপনাদের সকলের কেবল ভাল স্মৃতিগুলোই মনে থাকুক! নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

২) প্রিয় বন্ধুমহল। আশা করি এই বছরটি আপনাদের জন্য শান্তি এবং অনেক আনন্দ নিয়ে আসবে। শুভ নববর্ষ!

৩) একটি মিষ্টি ভরা নববর্ষের শুভেচ্ছা! এই নববর্ষ আপনার নতুন পৃথিবীকে সমৃদ্ধি ও সাফল্যে আলোকিত করুক। স্রষ্টার কাছে এই দোয়া করি।

৪) আপনাকে একটি সুখী এবং সমৃদ্ধ পয়লা বৈশাখের শুভেচ্ছা! প্রভু বিগত দিনগুলোর সকল অপরাধ ক্ষমা করুক।

৫) শুভ নব বর্ষ! সমস্ত “রসগুল্লা” আপনার মুখকে প্রচুর মিষ্টিতে পূর্ণ করুক এবং দোয়া করি আপনি জীবনে কখনও কোনও সমস্যার মুখোমুখি না হোন। “শুভ নব বর্ষো!”

৬) বৈশাখের এই শুভ দিনে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবারের উপর তিনি সর্বদা তাঁর আশীর্বাদ বর্ষণ করুন। শুভ নববর্ষ।

৭) আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ, ভালবাসা এবং সমৃদ্ধ বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ পয়লা বৈশাখ!

৮) আশা করি এই নতুন বছর আপনাদের জন্য নিয়ে আসুক অনাবিল আনন্দ, সমৃদ্ধি ও সৌভাগ্য। শুভ নববর্ষ।

৯) আসন্ন বাংলা নববর্ষের জন্য আপনার সৌভাগ্য কামনা করছি আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি আপনার জীবনের সবকিছু অর্জন করতে পারেন সে দোয়া করি।

১০) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। সবসময় হাসিখুশি থাকুন, সুখেস্বচ্ছন্দে থাকুন। শুভ নববর্ষ।

১১) আমার অন্তর থেকে আপনার জন্য শুভেচ্ছা! পহেলা বৈশাখ আপনার উপর বয়ে আনুক সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। আপনি জীবন থেকে যা চান সব পেতে স্রষ্টা আপনাকে সাহায্য করুন। 

নববর্ষের মেসেজ সমূহ

দিনের পরিবর্তনে মানুষের কথা বলার ধরন পরিবর্তন হলেও আবেগ কিন্তু ঠিক একই রয়ে গেছে। অর্থাৎ আপনি আগে মোবাইল এসএমএস করলেও এখনো তো সেটি করেন না। যেটি এখন দিনের পালাক্রমে পরিবর্তিত হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, ভাইবার তাদের মাধ্যমে। নববর্ষের শুভেচ্ছা বার্তা নববর্ষের আনন্দ দ্বিগুণ করতে আপনার প্রিয়জনদের পাঠাতে পারেন সুন্দর সুন্দর মেসেজ। আমাদের আজকের আর্টিকেল এর মাধ্যমে আমরা এমন কিছু মেসেজ সমূহ আপনাদের জন্য সংযোজন করেছি যেগুলো আপনি আপনার প্রিয়জনদের এক নিমিষেই পাঠিয়ে তাদের আনন্দের পরিমাণটা কে আরো বাড়িয়ে তুলতে পারেন। নববর্ষের শুভেচ্ছা বার্তা চলুন দেখে নেই নববর্ষের মেসেজ সমূহ

১) “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে দ্বিগুণ সুখ ও স্বাস্থ্য দান করেন। আমি আপনার জন্য সৌভাগ্য এবং উজ্জ্বল ক্যারিয়ারের জন্য প্রার্থনা করি। পয়লা বৈশাখের আগমনে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

২) নববর্ষ আসার সাথে সাথে আমার ভালবাসা, স্বাস্থ্য, আনন্দ এবং শান্তি আপনার ঠিকানা। তারা শীঘ্রই আপনার সাথে দেখা করবে এবং চিরকাল আপনার সাথে থাকবে। আপনাকে একটি শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। সর্বদা হাসতে থাকুন।”

৩) ঈশ্বর আপনাকে আপনার জীবনের সমস্ত যুদ্ধ এবং আপনার চারপাশের সমস্ত নেতিবাচকতার সাথে লড়াই করার জন্য যথেষ্ট শক্তি দিন। আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।”

৪) নতুন বছর একটি নতুন অধ্যায়ের মতো যা আমাদের নতুন করে শুরু করার একটি নতুন সুযোগ দেয়। আপনাকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।”

৫) “বাংলা নববর্ষ আপনার জীবনকে নতুন অনুপ্রেরণা দিয়ে ভরিয়ে তুলুক, আপনার হৃদয়কে নতুন স্বপ্নে ভরিয়ে তুলুক এবং আপনার ঘরকে সুখে ভরিয়ে তুলুক।”

৬) বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এই আসন্ন বছরটি আপনার জন্য উচ্চ আত্মা এবং নতুন সুযোগে পূর্ণ হোক।”

৭) “সকলকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এই বছরের প্রতিটি দিন ইতিবাচকতা এবং আনন্দে উজ্জ্বল হোক।”

৮) “আপনাদের জন্য একটি আশীর্বাদ এবং সমৃদ্ধ বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনি অনেক নতুন সুযোগ খুঁজে পেতে পারেন যা আপনাকে জীবনে সাফল্য এনে দেবে।”

৯) বৈশাখ শুরু হওয়ার সাথে সাথে আমরা নববর্ষে প্রবেশ করার সাথে সাথে আপনাকে উষ্ণ শুভেচ্ছা। আগামী বছর আপনি সুস্বাস্থ্য এবং উজ্জ্বল জীবনের সাথে মিলিত করুন। আপনার জন্য রইলো বাংলা নববর্ষের শুভেচ্ছা ও সমৃদ্ধি।”

১০) “আমি আপনার জীবনের সুন্দর ভারসাম্যের জন্য দিনের উজ্জ্বলতা এবং রাতের শান্ততা কামনা করি। আমি নতুন সুযোগ এবং সাফল্যের গল্পে পূর্ণ একটি উল্লেখযোগ্য বছর কামনা করি। শুভ নববর্ষ।”

১১) “বৈশাখ মাস আসার সাথে সাথে আমি আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা পাঠাচ্ছি। আপনি জীবনের সেরা স্বাস্থ্য এবং সুখ উপভোগ করুন। শুভ পয়লা বৈশাখ তোমায়।

১২) “এই বছরটি এমন হোক যা আপনার জীবনকে নতুন রঙে উজ্জ্বল করে। এই বছরটি আপনার জীবনের একটি সুন্দর অধ্যায় হোক। পরিপূর্ণতা এবং উপভোগ করার মত হোক। আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।”

নববর্ষের শুভেচ্ছা বার্তা

নববর্ষের কারণে সকল অফিস আদালত এবং প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই দিনটাকে সবাই অনেক আনন্দের সহিত উদযাপিত করে। অনেকেই তাদের পরিবার নিয়ে মেলায় ঘুরতে যায় সকালের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। নববর্ষের শুভেচ্ছা বার্তা এ আনন্দকে দ্বিগুণ করে দিতে পারে আপনার ছোট্ট একটি শুভেচ্ছাবার্তা। অর্থাৎ আপনি চাইলে আপনার প্রিয়জনদের ছোট ছোট শুভেচ্ছা বার্তা পাঠানোর মাধ্যমে তাদের দিনটিকে আরো আকর্ষণীয় এবং মজাদার করে তুলতে পারেন। তাই আমরা আজকে আপনাদের জন্য এমন কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি যেগুলো প্রেরণের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন আপনার পরিচিত ব্যক্তিদের কাছে একজন পছন্দের মানুষ। নিম্নে নববর্ষের শুভেচ্ছা বার্তা সমূহ দেওয়া হলো আপনি সেগুলো থেকে আপনার পছন্দেরটি বেছে নিন।

১) পয়লা বৈশাখের আগমনে, আমি এই কামনা করি যে আপনি নতুন আশা, সুখ, সাফল্য এবং সমৃদ্ধি সহ একটি দুর্দান্ত বছর অর্জন করুন। বাংলা নববর্ষের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।”

২) “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনার জীবন নতুন শক্তি ও উদ্দীপনায় ভরে ওঠে। আমি প্রার্থনা করি যে সমস্ত অন্ধকার, ভয় এবং হতাশা আপনাকে উজ্জ্বলতা এবং আনন্দ দিয়ে অদৃশ্য হয়ে যায়।

৩) আমি একটি স্থায়ী ঠিকানা খুঁজছি স্বাস্থ্য, সম্প্রীতি, সুখ এবং স্বাস্থ্য খুঁজে পেয়েছি…. তাই আমি তাদের দিলাম তোমার… আমি কামনা করি তারা সর্বদা আপনার এবং আপনার পরিবারের সাথে থাকবে এবং আপনার যত্ন নেবে….. বাংলা নববর্ষে আপনাকে উষ্ণ শুভেচ্ছা।”

৪) “আমি এই কামনা করি যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা এই আসন্ন বছরে আরও উজ্জ্বল এবং সুখী দিনগুলি নিয়ে আশীর্বাদ করুন….. সূর্যের রশ্মি আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে মেরে ফেলুক এবং আপনার জীবনকে আরও আনন্দ এবং আরও সাফল্যে উদ্বুদ্ধ করুক….. শুভ নববর্ষ তুমি আমার প্রিয় বন্ধু।”

৫) “আমি একটি শুভ বৈশাখ, আনন্দময় জৈষ্ঠ, আশ্চর্যজনক আষাঢ় ও শ্রাবণ, ভাদ্র ও আশ্বিনের সুন্দর উদযাপন, কার্তিক ও অঘ্রায়ণের জন্য সুখ, পৌষ ও মাঘের জন্য ইতিবাচকতা, ফাল্গুন ও চৈত্রের জন্য ভালবাসার সাথে এই বছরের একটি চমৎকার শুরু কামনা করছি। তোমাকে শুভ নববর্ষ।

৬) আমার হৃদয়ের নীচ থেকে, আমি এই আসন্ন বছরে আপনাকে দ্বিগুণ স্বাস্থ্য এবং সুখ, তিনগুণ ভালবাসা এবং সৌভাগ্য এবং অর্ধেক দুঃখ নিয়ে প্রার্থনা করি। অনেক ভালবাসা এবং উষ্ণতার সাথে, আপনাকে একটি দুর্দান্ত নববর্ষের শুভেচ্ছা জানাই।”

৭) “আপনার জন্য আশীর্বাদের সংখ্যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পাবে এবং আপনি আরও বেশি ভালবাসা, আরও আনন্দ, আরও স্বাস্থ্য এবং আরও ভাগ্যের বর্ষণ করুন….. এই নতুন বছরটি সুযোগ এবং সাফল্যে ভরপুর একটি সুন্দর বছর হোক…। আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।”

৮) এটি অতীতকে স্মরণ করার সময় নয় বরং একটি উজ্জ্বল এবং সুখী ভবিষ্যতের জন্য কামনা করার সময়। আমি কামনা করি যে আপনি ইতিবাচকতা এবং সুখে আশীর্বাদপূর্ণ একটি বছর উপভোগ করুন যা আপনার হৃদয়কে আরও আনন্দে পূর্ণ করে ….. আমার সেরা পরিবারকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা।”

৯) “আরো একটি বছর আসার সাথে সাথে, এটি একটি নতুন অধ্যায় শুরু করার সময় … এটি নতুন লক্ষ্য নির্ধারণ করার, নতুন সুযোগগুলি দখল করার এবং অতীতের সমস্যাগুলিকে পিছনে ফেলে আরও সাফল্যের জন্য কাজ করার সময় … অনেক ভালোবাসার সাথে, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

১০) “আমি হাসি এবং আনন্দ চাই… স্বাস্থ্য এবং সম্পদ… বাংলা নববর্ষের আগমনে সাফল্য ও গৌরব। আমি আশা করি এই বছরটিকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য আমরা সকলেই সর্বশক্তিমানের পছন্দের আশীর্বাদে আশীর্বাদিত হব… সবাইকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা।”

১১) “আমি আপনার জন্য এটি একটি সুখী বছর করার জন্য দুটি খুব গুরুত্বপূর্ণ জিনিস পাঠাচ্ছি….. একটি হাসি যা সবকিছু ঠিক করতে পারে এবং অন্যটি হল নীরবতা যা আপনাকে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে…. অনেক ভালবাসার সাথে, আপনাকে অনেক আশীর্বাদ এবং শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই।”

১২) “সবচেয়ে আশ্চর্যজনক পরিবারকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে প্রচুর ভালবাসায় মোড়ানো উষ্ণ শুভেচ্ছা পাঠানো হচ্ছে…. আমি আপনার সুখ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করি… আপনার সকলের সামনে একটি উজ্জ্বল এবং আরও সফল বছর হোক। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”

নববর্ষ ১৪৩০ ছবি ডাউনলোড

আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখকে অনেক জাঁকজমকপূর্ণতার সহিত পালন করা হয়। এই দিনটিতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। সারাদেশব্যাপী মেলার আয়োজন করা হয় এবং সকলেই মঙ্গল শোভাযাত্রা দিয়ে দিন শুরু করে।  নববর্ষের শুভেচ্ছা বার্তা এই দিনটিতে অনেকেই আছেন যারা তাদের প্রিয় জনকে বিভিন্ন আকর্ষণীয় ছবি প্রেরন  এর মাধ্যমে নববর্ষ শুরু করতে চান। তাই আমরা নববর্ষ এর অসংখ্য ছবি আমাদের প্রকাশনায় যোগ করেছি। আপনি চাইলে আমাদের প্রকাশনা থেকেই সে সকল নববর্ষের ছবি ডাউনলোড করে আপনার প্রিয়জনদের পাঠাতে পারেন এবং তাদের আনন্দকে দ্বিগুণ মাত্রায় নিয়ে যেতে পারেন।

image
image
2022
নববর্ষের শুভেচ্ছা বার্তা

নববর্ষের ছন্দ

নববর্ষ এই দিনটিকে উদযাপিত করার জন্য একদম সকালের শুরুতে বের হয় মঙ্গল শোভাযাত্রা যে শোভাযাত্রায় সকলের হাতে প্লে কার্ডে লেখা থাকে বিভিন্ন ছন্দ। নববর্ষের শুভেচ্ছা বার্তা আপনি যদি মঙ্গল শোভাযাত্রার একজন পথযাত্রী হতে চান তাহলে এমন কিছু ছন্দ আপনার জানা প্রয়োজন। তাই আমার নববর্ষের এমন কিছু ছন্দ আপনাদের জন্য আমাদের প্রকাশনায় যোগ করেছি। দেখে নিন নববর্ষের সেসকল ছন্দ গুলো

১) মাতিছে আকাশ, বহিছে বাতাস!
খুলিছে নদীর বান!
আবার ফিরিছে পহেলা বৈশাখ!
ফিরিছে বাংলার প্রাণ।
সবলে মিলিয়া মাতিছে খুশি!
ভুলি সব ভেদাভেদ!
নতুন বছরের আগমনে সবে!
মিটে গিয়ে সব জেদ।
২) বৈশাখ আমার! বৈশাখ তোমার!
বৈশাখ বাংলার!
পহেলা বৈশাখের আগমনে তড়ে!
সব ভেদাভেদ হোক ছারখার।
সুখের নেশায়! ভোরের আশায়!
আগমনে সব স্নান!
চলো হে বাঙালি রাখিব এবার!
বাংলার সব মান।
৩) সকল বাঙ্গালী ফেলিয়া সকল লাজ!
আজ নতুন বছরে সকলে আবার!
নববর্ষের সাজে সাজ!
আসিয়াছে ফিরে!
আমাদের তরে!
পহেলা বৈশাখ!
এরই সাধনে!
ঐক্য বাঁধনে!
সকলে মুক্তিপাক।
৪) ফের আসিছে ডেকে!
বৈশাখ মোর স্নেহের ছোঁয়া!
ফিরিছে নতুন বাঁকে।
বৈশাখ সবে রুইয়েছে ভবে!
নতুন গল্প গাঁথা! ভুলিবো সবে!
পেয়েছি যত অন্তর মন ব্যথা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *