নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ: নববর্ষ বাঙালি জাতির কাছে একটি অন্যতম সংস্কৃতির অংশ বলা হয়ে থাকে। বাংলা সংস্কৃতির মূল অর্থ প্রান্তে রয়েছে এই নববর্ষ। অন্যান্য সংস্কৃতির মত নববর্ষ ছোট পরিসরে পালন করা হয় না। নববর্ষ বাংলা জাতির কাছে এমন একটি উৎসব যেটি গ্রাম থেকে শহরে বিস্তীর্ণ। নববর্ষ কে কেন্দ্র করে সমস্ত দেশ তথা অফিস-আদালত এবং সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। Read in English
এ থেকে আমরা বুঝতে পারি নববর্ষ কতটা তাৎপর্যপূর্ণ আমাদের বাঙালি জাতির কাছে। নববর্ষ মানেই সবকিছু নতুন, দোকান এর কাছে নতুন হালখাতা, সকলের কাছে নতুন জামাকাপড় এর একটি উৎসব। ঠিক তেমনি নববর্ষে অন্যকে সংবর্ধনা জানাতে নতুন ছবি এবং মেসেজ এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমরা নববর্ষ কে কেন্দ্র করে আমাদের আলোচনায় নববর্ষ ১৪৩১ এর নতুন ছবি এবং মেসেজ সংযোজন করেছি। আপনারা আমাদের প্রকাশনা থেকে সেগুলো দেখে আপনাদের শুভাকাঙ্খীদের খুব সহজেই আনন্দ প্রেরণ করতে পারেন।
নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
নববর্ষ যেন একে অন্যকে শুভেচ্ছা জানানোর একটি উৎসব। নববর্ষ কে কেন্দ্র করে আমরা একে অপরকে মেসেজ আদান প্রদানে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভেবে দেখুন তো একই এসএমএস যদি আপনি প্রতিবছর প্রেরণ করেন তবে সেটা কেমন দেখায়। তাই আমরা সকলের কথা চিন্তা করে নববর্ষের নতুন নতুন সব মেসেজ নিয়ে হাজির হয়েছি।
নববর্ষের মেসেজ
আমাদের প্রকাশনা থেকে আপনি নববর্ষের অসংখ্য মেসেজ পেয়ে যাবেন। যে মেসেজগুলো আপনি সংগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিত ব্যক্তিদের প্রেরণ করতে পারেন ও তাদের নববর্ষের আনন্দকে দ্বিগুণ করে তুলতে পারেন। চলুন আমরা নববর্ষের এসএমএস বা নববর্ষের মেসেজ গুলো দেখে নিই। নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
১) আমার সকল বাঙ্গালী বন্ধুদের শুভ নববর্ষ ও পহেলা বৈশাখের শুভেচ্ছা। সারা বছর ধরে আপনাদের সকলের কেবল ভাল স্মৃতিগুলোই মনে থাকুক! নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
২) প্রিয় বন্ধুমহল। আশা করি এই বছরটি আপনাদের জন্য শান্তি এবং অনেক আনন্দ নিয়ে আসবে। শুভ নববর্ষ!
৩) একটি মিষ্টি ভরা নববর্ষের শুভেচ্ছা! এই নববর্ষ আপনার নতুন পৃথিবীকে সমৃদ্ধি ও সাফল্যে আলোকিত করুক। স্রষ্টার কাছে এই দোয়া করি।
৪) আপনাকে একটি সুখী এবং সমৃদ্ধ পয়লা বৈশাখের শুভেচ্ছা! প্রভু বিগত দিনগুলোর সকল অপরাধ ক্ষমা করুক।
৫) শুভ নব বর্ষ! সমস্ত “রসগুল্লা” আপনার মুখকে প্রচুর মিষ্টিতে পূর্ণ করুক এবং দোয়া করি আপনি জীবনে কখনও কোনও সমস্যার মুখোমুখি না হোন। “শুভ নব বর্ষো!”
নববর্ষের ছবি
নববর্ষ মানেই আমাদের সামনে সকাল-সকাল পান্তা ভাত আর ইলিশ খেয়ে মঙ্গল শোভাযাত্রার জন্য বেরিয়ে পড়া। আর মঙ্গল শোভাযাত্রায় দেখা যায় অসংখ্য ব্যাক্তিদের হাতে হাজার হাজার প্লেকার্ড এবং নানান রঙের বিচিত্রময় ছবি। আমরা শুধু মঙ্গল শোভাযাত্রা এসকল ছবি দেখতে পাই না। একে অন্যকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও এই আনন্দটা উপভোগ করতে পারি। নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
বর্তমান তথ্য প্রযুক্তির যুগ যার কারণে আমরা অভিনন্দন জানানোর জন্য ছবি ব্যবহার করে থাকি। তারই ধারাবাহিকতায় নববর্ষের ছবি আমাদের প্রকাশনায় সংযোজন করেছি। আপনি চাইলে নববর্ষের ছবি সংগ্রহ করে আপনার শুভাকাঙ্খীদের প্রেরন করতে পারেন এবং তাদের আনন্দের মাত্রা অনেক গুন বাড়িয়ে তুলতে পারেন। নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
নববর্ষের শুভেচ্ছা বাণী
নববর্ষের বাণী সম্পর্কে ইতিমধ্যে আমরা একটি প্রকাশনা প্রকাশ করেছি। যেখান থেকে আপনি নববর্ষের অসংখ্য বাণী সংগ্রহ করতে পারবেন। নববর্ষের বাণী হচ্ছে একে অন্যের কাছে শান্তি দুতের মত। আপনি যদি আপনার পরিচিত ব্যক্তিদের এবং আপনার সহকর্মীদের নববর্ষের বাণী প্রেরণ করতে পারেন তবে অবশ্যই তারা আপনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট হবে এবং আপনার ব্যক্তিত্ব তাদের কাছে অনেক গুণ বৃদ্ধি পাবে। নববর্ষের শুভেচ্ছা বাণী গুলো পেতে আমাদের প্রকাশনাগুলো দেখুন
১) “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে দ্বিগুণ সুখ ও স্বাস্থ্য দান করেন। আমি আপনার জন্য সৌভাগ্য এবং উজ্জ্বল ক্যারিয়ারের জন্য প্রার্থনা করি। পয়লা বৈশাখের আগমনে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।”
২) নববর্ষ আসার সাথে সাথে আমার ভালবাসা, স্বাস্থ্য, আনন্দ এবং শান্তি আপনার ঠিকানা। তারা শীঘ্রই আপনার সাথে দেখা করবে এবং চিরকাল আপনার সাথে থাকবে। আপনাকে একটি শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা। সর্বদা হাসতে থাকুন।”
৩) ঈশ্বর আপনাকে আপনার জীবনের সমস্ত যুদ্ধ এবং আপনার চারপাশের সমস্ত নেতিবাচকতার সাথে লড়াই করার জন্য যথেষ্ট শক্তি দিন। আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।”
৪) নতুন বছর একটি নতুন অধ্যায়ের মতো যা আমাদের নতুন করে শুরু করার একটি নতুন সুযোগ দেয়। আপনাকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।”
নববর্ষের বিভিন্ন উক্তি
নববর্ষের উক্তি বলতে আমরা যা বুঝি- নববর্ষ সম্পর্কে ভালো কিছু বক্তব্য বা এমন কিছু কথা যেগুলো খুব সহজেই আমাদের নববর্ষের গুরুত্ব বোঝাতে সাহায্য করে। যেমন ধরুন মঙ্গল শোভাযাত্রায় অসংখ্য শিশুদের হাতে শত শত প্লেকার্ড এবং সেখানে লেখা ছোট ছোট কথা গুলো সেগুলো কে প্রকাশ করে। আমরা নববর্ষের উক্তিগুলো মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিতে পারি। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পরে আমরা অনেকেই একে অন্যকে বিভিন্ন মেসেজ ছবি ইত্যাদি প্রেরণের মাধ্যমে প্রদান করি। তাই আমরা আপনাদের নববর্ষের আনন্দকে বাড়িয়ে তোলার জন্য অসংখ্য উক্তি নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেই নববর্ষের বিভিন্ন উক্তি সমূহ। নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
১) মাতিছে আকাশ, বহিছে বাতাস! খুলিছে নদীর বান! আবার ফিরিছে পহেলা বৈশাখ! ফিরিছে বাংলার প্রাণ। সবলে মিলিয়া মাতিছে খুশি! ভুলি সব ভেদাভেদ! নতুন বছরের আগমনে সবে! মিটে গিয়ে সব জেদ। |
২) বৈশাখ আমার! বৈশাখ তোমার! বৈশাখ বাংলার! পহেলা বৈশাখের আগমনে তড়ে! সব ভেদাভেদ হোক ছারখার। সুখের নেশায়! ভোরের আশায়! আগমনে সব স্নান! চলো হে বাঙালি রাখিব এবার! বাংলার সব মান। |
৩) সকল বাঙ্গালী ফেলিয়া সকল লাজ! আজ নতুন বছরে সকলে আবার! নববর্ষের সাজে সাজ! আসিয়াছে ফিরে! আমাদের তরে! পহেলা বৈশাখ! এরই সাধনে! ঐক্য বাঁধনে! সকলে মুক্তিপাক। |
নববর্ষের স্ট্যাটাস
আজকাল আমাদের মধ্যে যে প্রবণতাটা সবচাইতে বেশি সেটি হচ্ছে যে কোন উৎসব আনন্দের মুহূর্ত কে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস আকারে প্রকাশিত করা। কিন্তু সেই পুরনো স্ট্যাটাস সমূহ যদি পুনরায় আপনি নতুন বছরে পোস্ট করেন তাহলে বিষয়টা কেমন দেখায়। তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নববর্ষের বিভিন্ন স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে খুব সহজেই আমাদের প্রকাশনা থেকে নববর্ষের স্ট্যাটাস গুলো দেখে নিতে পারেন। নববর্ষ ১৪৩১ ছবি মেসেজ
১) পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এই নববর্ষে আপনার সব স্বপ্ন সত্যি হোক।
২) সন্দেশের মাধুর্য আপনার জীবন আনন্দে ভরে উঠুক। আপনার নতুন বছর সুখী এবং সমৃদ্ধ হোক! আপনাকে এবং আপনার পরিবারের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা।
৩) আপনার সাফল্যের পথ খুঁজুন এবং আপনার জন্য একটি আনন্দদায়ক বছর আছে। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা!
৪) এই নতুন বছর তার ধরন এক হতে পারে। উজ্জ্বল উল্লাস এবং সুখে আপনার জীবন পূর্ণ করার এটি একটি সুযোগ হতে পারে। এটি আপনার বাকি জীবনের জন্য সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক।
৫) আশা, উত্তেজনা, আগ্রহ এবং প্রত্যাশার সাথে নববর্ষকে অভিনন্দন জানাই। আপনার জন্য আনন্দ, তৃপ্তি, শান্তি এবং ঐশ্বর্যপূর্ণ একটি বছর কামনা করছি।
৬) এই পয়লা বৈশাখ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি।