মিথ্যা সমালোচনার কঠোর জবাব দিলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় থেকে ৩ বরেণ্য অভিনেতা সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলের ছবি সরানো হয়েছে এমন অভিযোগ উঠেছে। আর এ অভিযোগের তীর যায় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের দিকে। তারা নাকি নতুন দায়িত্ব পেয়ে চেয়ারে বসার পরই ওই ছবিগুলো সরিয়ে ফেলেছেন। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে কানাঘুষা, সমালোচনা চলছে। চিত্রনায়ক রুবেলও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পুরো অভিযোগটি মিথ্যাচার বলে দাবি করে কড়া জবাব দিয়েছেন নিপুণ। Read in English

নিপুণের কড়া জবাব

এ নায়িকা বলেন, মিথ্যা মনগড়া কথা ছড়ানো হচ্ছে। ফারুক, সোহেল রানা ও উজ্জ্বল ভাইদের ছবি সরানোর কি কোনো কারণ বা যুক্তি আছে? কারা এসব নেতিবাচক কথা ছড়াচ্ছে জানি না। তারা আমাদের আদর্শ আমাদের কাছে তারা কিংবদন্তি। তারা আমাদের মাথার মুকুট। সমিতির কার্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ফারুক ভাই, সহযোগী হিসেবে সোহেল রানা ভাই ও উজ্জ্বল ভাইয়ের ছবি টানানো ছিল। কাঁচ ভেঙে গিয়েছিল সেটা সারিয়ে আনা হয়েছে। অথচ ছড়ানো হচ্ছে ৩ জনের ছবি সরিয়ে ফেলেছি। আমরা চিন্তা করছি শুধু এই ৩ জন না, তাদের সঙ্গে নায়ক রাজ্জাক, আলমগীর, আহমেদ শরীফ, খলিল সাহেবসহ অনেক কিংবদন্তির ছবি রাখা হবে।

 উল্লেখ্য যে, ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু হয় এই সমিতি গঠনের প্রস্তাব দেন নায়ক সোহেল রানা, প্রতিষ্ঠা করেন নায়ক ফারুক এবং সমিতি গঠনে সহায়তা করেন নায়ক উজ্জ্বল। এই ৩ জনের উদ্যোগে গঠিত শিল্পী সমিতির প্রথম সভাপতি হন নায়করাজ রাজ্জাক। সে সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আহমেদ শরীফ সমিতির যাত্রা শুরুর ৩৫ বছর পর উদ্যোক্তাদের ছবিসহ একটি নামফলক শিল্পী সমিতিতে তৈরি করা হয়।

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *