কম্পিউটার অপারেটর পদে ৪৫৩ জন প্রার্থী নিবে ভূমি মন্ত্রণালয়

কম্পিউটার অপারেটর পদে ৪৫৩ জন যোগ্য প্রার্থী নিয়োগ এর উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয়ের উপজেলা বা সার্কেল পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় বিভিন্ন অফিসে এল নিয়োগ দেয়া হবে। কম্পিউটার অপারেটর পদে অস্থায়ী এই চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। Read in English

রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার প্রার্থীগণ এই পদে চাকরির সুযোগ পাবে না। এই জেলা সমূহের প্রার্থীদের আবেদন না করার জন্য বলা হয়েছে। উক্ত তিনটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন। সরকারি সকল বিধিবিধান এবং কোটা পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ দান করা হবে।

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তর। ১৯৭২ সালের ২০ জানুয়ারি সর্বপ্রথম ভূমি বিষয়ক তথ্যাদি সংরক্ষণ এবং পরিচালনার জন্য এই অধিদপ্তর তৈরি করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক পাশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর

শূন্য পদ সংখ্যা: ৪৫৩ জন

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ টি শব্দ এবং ইংরেজিতে ৩০ টি শব্দ লিখার গতি থাকতে হবে। এবং অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে।

বেতন: স্থান ভেদে প্রার্থীদের ১৯,৩০০ টাকা , ১৮,২০০ টাকা , ১৭,৬৫০ টাকা ।

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে ২২ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতি

ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত জব সার্কুলার ২০২২ এর বিপরীতে আবেদন করতে হলে প্রার্থীকে নির্ধারিত ওয়েব ঠিকানায় প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  1. ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করুন।
  2. কম্পিউটার অপারেটর পদে অপশনে ক্লিক করুন।
  3. নো অপশন সিলেক্ট করে নেক্সট ক্লিক করুন।
  4. এবার ভূমি মন্ত্রণালয়ের আবেদনপত্রটি সঠিক তথ্য সহকারে পূরণ করে সাবমিট।

সকল প্রার্থীকে অবশ্যই যত্নসহকারে আবেদনপত্র পূরণ করতে হবে। কোন প্রকার তথ্য ভুল হলে কর্তৃপক্ষ কর্তৃক আবেদনপত্রটি বাতিল করা হবে।

তিন বছরের অস্থায়ী পদে এই প্রার্থী নিয়োগ দান করা হবে। অনলাইনে আবেদন শেষে প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সিমের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা সহ মোট ১১২ টাকা পরিশোধ করতে হবে। টেলিটক প্রিপেইড সিম থেকে দুইটি এসএমএস প্রেরণ এর মাধ্যমে খুব সহজেই প্রার্থীগণ এই আবেদন ফি পরিশোধ করতে পারবে।

 

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *