৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমিয়েছেন ব্যাড বয় খ্যাত শেন ওয়ার্ন। গত সেপ্টেম্বরে ৫২ তম জন্মদিন উদযাপন করা শেন ওয়ার্ন এর নেই। থাইল্যান্ড এ ছুটি কাটাচ্ছিলেন, হঠাৎ করে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। জীবন নিয়ে কতই না পরিকল্পনা ছিল তার। মাত্র ২ দিন আগে নতুন একটি ফিটনেস প্রোগ্রাম হাতে নিয়েছেন। আগামী জুলাই মাসের মধ্যেই শরীরের বাড়তি সকল মেদ ঝরিয়ে আবার ঝরঝরে হয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যু তো আর এসব দেখেনা। সবকিছু ছাড়িয়ে শেন ওয়ার্ন এখন শুধুই অতীত। হাজারো ভক্তের চোখের পানি হয়ে পাড়ি জমিয়েছেন ওপারে। Read in English
শেন ওয়ার্ন আর নেই
১২ ঘণ্টা আগেও অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর এক কিংবদন্তির মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছিলেন শেন ওয়ার্ন। কিন্তু ১২ ঘন্টা যেতে না যেতেই নিজেই যেন এক শোকবার্তায় শিরোনাম হয়ে গেলেন। এক শব্দে ক্রিকেট বিশ্বের অবস্থা পুরোটা বুঝিয়ে দেওয়া। সেটা বল অবিশ্বাস। সব সময়ই চলমান সকল ইস্যুতেই শেন ওয়ার্ন তার নিজের মতামত টুইটারের মাধ্যমে জানিয়ে দিতেন। তার জীবনে কি চলছে, তার ভাবনার জগত সহ সবকিছুই বুঝে যাওয়া যেত টুইটার থেকে। তবে তিনি তো কখনোই তার শরীরের কোন রকম অসুস্থতার কথা জানান নি। কোন ভক্ত বা সতীর্থই তো জানতো না এমন কোন তথ্য। কোনরকম অস্বস্তির কথা তো তিনি কাউকে জানাননি।
ছবিঃ ইন্টারনেট থেকে গৃহীত
গত ২৮ ফেব্রুয়ারি টুইটারে তিনি একটি ছবি আপলোড করেছিলেন। যেখানে নিজের মেদহীন একটি পুরনো ছবি আপলোড করেও বলেন ‘মেদ ঝরানোর মিশন শুরু হলো (১০ দিন হয়েছে)। লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের এই অবস্থায় ফিরে যাওয়া। দেখা যাক!’
পৃথিবীর মায়া ত্যাগ করলেন শেন ওয়ার্ন
সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ নিয়ে হতাশা জানানো শেন ওয়ার্ন, গত সপ্তাহেই রডনি মার্শ এর হার্ট অ্যাটাক নিয়ে দুশ্চিন্তা করেছেন। সেই রডনি মার্শ আজ সকালে অন্যলোকে চলে গেছেন, ক্রিকেটবিশ্ব তার শোক কাটিয়ে উঠতে না পেরে শেন ওয়ার্নকে হারানোর খবর পেল।
ছবিঃ ইন্টারনেট থেকে গৃহীত
রডনি মার্শ এর মৃত্যুর খবর পেয়ে টুইটারে শোকবার্তা জানিয়েছিলেন শেন ওয়ার্ন। নিজের মৃত্যুর ১২ ঘন্টা পূর্বে তিনি টুইটারে জানিয়েছিলেন ‘ রড মার্শের মৃত্যুর খবরে খুব খারাপ লাগছে। আমাদের অসাধারণ এই খেলাটার একজন কিংবদন্তি তিনি, হাজারো তরুণ ছেলে মেয়ের অনুপ্রেরণা। ক্রিকেট তার ভাবনা জুড়ে সবসময়ই ছিল। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা তার কাছে কত কিছু শিখেছে। রস ( রডনি মার্শ) ও পরিবারের জন্য ভালোবাসা জানাই।’
শেন ওয়ার্ন এখন অতীত
১২ ঘণ্টা পর সেই ওয়ার্ল্ড নিজেই পরলোকের যাত্রী হয়ে গেছেন। ক্রিকেটের সকল কিংবদন্তিদের সংক্ষিপ্ততম তালিকায় শেন ওয়ার্ন এর নাম উল্লেখ থাকবে। লেডিস পিনকে শিল্পের পর্যায়ে পাকিস্তানের আব্দুল কাদের নিয়ে গেছেন ঠিকই, কিন্তু এই শিল্পকে তরুণদের হৃদয়ে গেঁথে দেওয়ার কৃতিত্ব সোনালী চুল এই অস্ট্রেলিয়ান এরই।
লেগ স্পিন জাদুকর শেন ওয়ার্ন আর নেই। হাজারো ভক্তকে কাঁদিয়ে পরলোকের যাত্রী হয়ে গেছেন তিনি। ১২ ঘণ্টা আগে যে রডনি মার্শ এর জন্য শোক জানিয়ে ছিলেন, তারই যাত্রাসঙ্গী হয়ে গেছেন শেন ওয়ার্ন।