যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। আজ ৮ ই মার্চ ২০২২ আজ তোদের অফিশিয়াল ওয়েবসাইট www.jamunaoil.gov.bd তে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। Read in English
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কে আমরা এই পোস্টে বিস্তারিত আলোচনা করব সুতরাং আপনি যদি যমুনা অয়েল লিমিটেড কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তবে এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুযায়ী সিনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদে মোট ১৭ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আপনিও এই কোম্পানিতে চাকরি করে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। আপনি যদি যমুনা অয়েল কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে ৩০ শে মার্চ ২০২২ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন ফরম পূরণ করবেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ চলুন তা জেনে নিই।
JOCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
যমুনা অয়েল কোম্পানী লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। হাজার ১৯৬৪ সালে এটি পাকিস্তান ন্যাশনাল অয়েল নামে প্রথম প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সাল বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ন্যাশনাল হিসেবে এর নামকরণ করা হয়। ১৯৭৫ সালের পর থেকে যমুনা নদীর নাম অনুসারে নামকরণ করা হয় যমুনা অয়েল কোম্পানী লিমিটেড। এই কোম্পানিতে নিয়োগের উদ্দেশ্যে ৮ ই মার্চ ২০২২ তারিখে যমুনা অয়েল কোম্পানী লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী তারা ১১ টি ক্যাটাগরিতে মোট ১৭ জন প্রার্থীকে নিয়োগ দিবে। সুতরাং আপনি চাকরি করতে ইচ্ছুক এখনই আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন জানতে পোস্টটির সম্পূর্ণ পড়ুন।
যমুনা অয়েল কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
এক নজরে দেখে নেওয়া যাক যমুনা অয়েল কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সংস্থা | যমুনা অয়েল কোম্পানী লিমিটেড জিটিসিএল |
বিজ্ঞপ্তি প্রকাশ | ৮ ই মার্চ ২০২২ |
ক্যাটাগরি | ১১ টি |
শূন্য পদের সংখ্যা | ১৭ টি |
চাকরির ধরন | ফুলটাইম |
কর্মস্থল | বাংলাদেশের যে কোন স্থান |
শিক্ষাগত যোগ্যতা | নিচে দেখুন |
আবেদন ফি | ৭০০ টাকা |
আবেদনের মাধ্যমে | অনলাইন |
আবেদন শুরু | ০৯ মার্চ ২০২২ |
আবেদনের শেষ সময় | ৩০ শে মার্চ ২০২২ |
অফিশিয়াল ওয়েবসাইট | www.jamunaoil.gov.bd |
জেওসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
যমুনা অয়েল কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লেখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হল
১.
- পদের নাম : সিনিয়র অফিসার (একাউন্টস)
- শূন্য পদের সংখ্যা : ০২ টি
- বেতন স্কেল : ২৯,০০০–৫৭,৫১০ /-
- গ্রেড : এম–৬
- বয়স : সর্বোচ্চ ৩৬ বছর
2.
- পদের নাম : সিনিয়র অফিসার (মেইনটেনেন্স)
- শূন্য পদের সংখ্যা : ০১ টি
- বেতন স্কেল : ২৯,০০০–৫৭,৫১০ /-
- গ্রেড : এম–৬
- বয়স : সর্বোচ্চ ৩৬ বছর
3.
- পদের নাম : সিনিয়র অফিসার (অপারেশন্স)
- শূন্য পদের সংখ্যা : ০১টি
- বেতন স্কেল : ২৯,০০০–৫৭,৫১০ /-
- গ্রেড : এম–৬
- বয়স : সর্বোচ্চ ৩৬ বছর
4.
- পদের নাম : অফিসার (কনফিদেন্টিয়াল)
- শূন্য পদের সংখ্যা : ০৫ টি
- বেতন স্কেল : ২৩,০০০–৫৫,৪৭০ /-
- গ্রেড : এম–৭
- বয়স : সর্বোচ্চ ৩৩ বছর
5.
- পদের নাম : অফিসার (হিউম্যান রিসোর্স)
- শূন্য পদের সংখ্যা : ০১টি
- বেতন স্কেল : ২৩,০০০–৫৫,৪৭০ /-
- গ্রেড : এম–৭
- বয়স : সর্বোচ্চ ৩৩ বছর
6.
- পদের নাম : অফিসার (টেকনিক্যাল সার্ভিসেস)
- শূন্য পদের সংখ্যা : ০১ টি
- বেতন স্কেল : ২৩,০০০–৫৫,৪৭০ /-
- গ্রেড : এম–৭
- বয়স : সর্বোচ্চ ৩৩ বছর
7.
- পদের নাম : জুনিয়র অফিসার (সেলস)
- শূন্য পদের সংখ্যা : ০১ টি
- বেতন স্কেল : ২২,০০০–৫৩,০৬০ /–
- গ্রেড : এম–৮
- বয়স : সর্বোচ্চ ৩০ বছর
8.
- পদের নাম : জুনিয়র অফিসার (একাউন্টস/ ফাইন্যান্স)
- শূন্য পদের সংখ্যা : ০২ টি
- বেতন স্কেল : ২২,০০০–৫৩,০৬০ /-
- গ্রেড : এম–৮
- বয়স : সর্বোচ্চ ৩০ বছর
9.
- পদের নাম : জুনিয়র অফিসার (পার্চেজ)
- শূন্য পদের সংখ্যা : ০১ টি
- বেতন স্কেল : ২২,০০০–৫৩,০৬০ /-
- গ্রেড : এম–৮
- বয়স : সর্বোচ্চ ৩০ বছর
10.
- পদের নাম : জুনিয়র অফিসার (প্ল্যানিং এন্ড ইকোনমিকস)
- শূন্য পদের সংখ্যা : ০১ টি
- বেতন স্কেল : ২২,০০০–৫৩,০৬০ /-
- গ্রেড : এম–৮
- বয়স : সর্বোচ্চ ৩০ বছর
11.
- পদের নাম : জুনিয়র অফিসার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভলপমেন্ট)
- শূন্য পদের সংখ্যা : ০১ টি
- বেতন স্কেল : ২২,০০০–৫৩,০৬০ /-
- গ্রেড : এম–৮
- বয়স : সর্বোচ্চ ৩০ বছর
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুঃ 8 মার্চ ২০২২
আবেদনের শেষ সময় : 30 শে মার্চ ২০২২
অফিশিয়াল ওয়েবসাইট : www.jamunaoil.gov.bd
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পিডিএফ ডাউনলোড
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ আকারে প্রদান করা হলো। এখান থেকে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন

JOCL অনলাইন আবেদন করার নিয়ম
-
প্রথমেই www.jocl.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে
-
এরপরে Application Form এ ক্লিক করতে হবে
-
এবার যে পদে চাকরি করতে ইচ্ছুক তা সিলেক্ট করে Next এ ক্লিক করুন
-
No সিলেক্ট করে Next এ ক্লিক করুন
-
যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন পূরণ করে সাবমিট করুন।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এ সঠিক ভাবে আবেদন ফরম পূরণ করলে আপনি একটি ইউজার আইডি সহ একটি এপ্লিকেন্ট কপি পাবেন। সে ইউজার আইডি ব্যবহার করে আপনাকে এম এস এর মাধ্যমে আবেদন ফি হিসেবে ৭০০ টাকা জমা দিতে হবে।
প্রথম SMS : JOCL<স্পেস>User ID লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে
দ্বিতীয় SMS : JOCL<স্পেস>Yes<স্পেস>PIN লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে