|

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ – juniv-admission.org ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি সার্কুলার ২০২৩ তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এর মাধ্যমে সম্প্রতি প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ও বিস্তারিত তথ্য সমূহ আমাদের আজকের এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে। আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং ভর্তি বিজ্ঞপ্তি সমূহ সম্পর্কে সকল তথ্য সমূহ জানতে চান তাহলে আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা, মানবণ্টন ও আবেদনের পদ্ধতি সমূহ সম্পর্কে সকল তথ্য আমাদের আজকের এই নিবন্ধে উল্লেখ করা হয়েছে। Read in English

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি ইনস্টিটিউট এবং ৩৪ টি বিভাগ রয়েছে। ২০২২-২০২৩ সেশনে মোট ১৮৮৯ টি শুন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে।  এই সেশনে এই ১৮৮৯ টি শুন্য আসনের বিপরীতে দেশ জুড়ে প্রায় ৩ লাখ ৮ হাজার জন শিক্ষার্থী আবেদন করতে পারবেন। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে শুধুমাত্র যোগ্য শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য সমূহ আপনারা আমাদের আজকে এই প্রকাশনা থেকে জানতে পারবেন। আমরা সকল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এই আলোচনায় উল্লেখ করার চেষ্টা করেছি। আমরা আশাকরি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, পরীক্ষার মানবন্টন ও আসন সংখ্যা সমূহ সম্পর্কে সকল তথ্য এই আলোচনায় উল্লেখ করা হয়েছে।

জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ তে উল্লেখিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সংক্ষিপ্ত আকারে আলোচনার এই অংশে উল্লেখ করা হলো। আশাকরি আলোচনায় অংশ থেকে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সহজে জেনে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
আবেদন শুরুঃ ২০ জুন ২০২৩ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৩ছবি আপলোডের শেষ সময়: ৫ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৩ভর্তি পরীক্ষা: ১০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ২০২৩প্রবেশপত্র ডাউনলোড: ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৩

জাবি ভর্তির আবেদন যোগ্যতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হলে অবশ্যই শিক্ষার্থীকে নূন্যতম যোগ্যতা সম্পন্ন হতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট দশটি ইউনিটে পরীক্ষা গ্রহণ করে থাকে। প্রতিটি ইউনিটের বিপরীতে ভর্তির যোগ্যতা নিচে উল্লেখ করা হলো।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ইউনিটের যেকোনো একটিতে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষার্থীকে ২০১৮ বা তার পরবর্তী সময়ে এসএসসি বা সমমানের পরীক্ষা এবং ২০২০ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐচ্ছিক বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে।
  • প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ) : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই জিপিএ ৪.০০ থাকতে হবে।

B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): উভয় পরীক্ষায় বিজ্ঞান মানবিক ও ব্যবসায় থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C ইউনিট (কলা ও মানবিক অনুষদ):  উভয় পরীক্ষায় বিজ্ঞান মানবিক ও ব্যবসায় থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C1 ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য নূন্যতম জিপিএ ৩.২৫ এবং চারুকলা বিভাগের জন্য নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): উভয় পরীক্ষায় বিজ্ঞান মানবিক ও ব্যবসায় থেকে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): উভয় পরীক্ষায় মানবিক ও ব্যবসায় থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

F ইউনিট (আইন অনুষদ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই জিপিএ ৪.০০ থাকতে হবে।

G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন -আইবিএ): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই জিপিএ ৪.০০ থাকতে হবে।

H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি- আইসিটি): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই জিপিএ ৪.০০ থাকতে হবে।

I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই জিপিএ ৩.৫০ থাকতে হবে।

জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ PDF ডাউনলোড

JU-Admission-circular-1
JU-Admission-circular-3
JU-Admission-circular-4
JU-Admission-circular-5
JU-Admission-circular-6
JU-Admission-circular-7
Download

ইউনিট অনুযায়ী ফাঁকা আসন সংখ্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটের ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ করা থাকে। নিচে ১০ টি ইউনিট এর বিপরীতে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা বরাদ্দকৃত আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো। আশাকরি আলোচনায় অংশ থেকে ফাঁকা আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ইউনিটছাত্রছাত্রীমোট আসন
A ইউনিট২৩৫ টি১৭৫ টি৪১০ টি
B ইউনিট১৬৩ টি১৬৩ টি৩২৬ টি
C ইউনিটউল্লেখ নেইউল্লেখ নেইউল্লেখ নেই
C1 ইউনিটউল্লেখ নেইউল্লেখ নেইউল্লেখ নেই
D  ইউনিট১৬০ টি১৬০ টি৩২০ টি
E  ইউনিট১০০ টি১০০ টি২০০ টি
F ইউনিট৩০ টি৩০ টি৬০ টি
G ইউনিট২৫ টি২৫ টি৫০ টি
H ইউনিট২৮ টি২৮ টি৫৬ টি
I  ইউনিট১৫ টি১৫ টি৩০ টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মান ও সময় উভয় গত ২০২০-২০২২ থেকে কমানো হয়েছে। নতুননিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিটের ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে ওএমআর শিট পূরণের জন্য অতিরিক্ত ৫ মিনিট সময় প্রদান করা হবে। প্রতিটি ইউনিটের জন্য মানবন্টন আলাদা ভাবে উল্লেখ করা হলো।

ইউনিটমানবন্টন
A ইউনিটগণিত -১৬পদার্থবিজ্ঞান – ১৬ রসায়ন – ১৬বাংলা – ৩ইংরেজি – ৩সাধারন জ্ঞান – ৬
B ইউনিটবাংলা – ১০ ইংরেজি – ১০ গণিত – ১০ সাধারণ জ্ঞান – ২০ বুদ্ধিমত্তা – ১০ নম্বর।
C ইউনিটবাংলা – ১৫ইংরেজি – ১৫অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৩০ নম্বর
C1 ইউনিটবাংলা – ১০ইংরেজি – ১০নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ – ২০চারুকলা-২০
D ইউনিটবাংলা -০৩ইংরেজি – ০৩রসায়ন – ১৮উদ্ভিদবিজ্ঞান – ১৬প্রাণিবিদ্যা- ১৭বুদ্ধিমত্তা – ০৩
E ইউনিট
ব্যবসায় শিক্ষা শাখা বাংলা – ১১ ইংরেজি -২৩ গণিত -১১ হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫ বিজ্ঞান ও মানবিক শাখা বাংলা – ১১ইংরেজি – ২৩গণিত – ১১সাধারণ জ্ঞান- ১৫
ব্যবসায় শিক্ষা শাখা বাংলা – ১১ ইংরেজি -২৩ গণিত -১১ হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫বিজ্ঞান ও মানবিক শাখা বাংলা – ১১ইংরেজি – ২৩গণিত – ১১সাধারণ জ্ঞান- ১৫
ব্যবসায় শিক্ষা শাখা বাংলা – ১১ ইংরেজি -২৩ গণিত -১১ হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫বিজ্ঞান ও মানবিক শাখা বাংলা – ১১ইংরেজি – ২৩গণিত – ১১সাধারণ জ্ঞান- ১৫
F ইউনিটবাংলা – ২০ইংরেজি – ২০সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা – ২০
G ইউনিটবাংলা – ৫ইংরেজি  – ২৫Mathematical Aptitude and IQ -২০সাম্প্রতিক ও বিশ্লেষণমূল বিষয় – ১০
H ইউনিটবাংলা – ৫ইংরেজি – ১০গণিত – ৩০পদার্থবিজ্ঞান – ১৫
I ইউনিটবাংলা – ১১ইংরেজি -১১বিশ্ব সাহিত্য – ৮সাধারণ জ্ঞান – ৩০

জাবি ভর্তি পরীক্ষা বিষয়ভিত্তিক পাশ নম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষায় পাস করতে হলে নিম্নোক্ত নাম্বার পেতে হবে।

  • সি ইউনিটের বাংলা বিভাগে ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৫০ শতাংশ এবং ইংরেজী অংশের ন্যূনতম ৪০ শতাংশ।
  • ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজি অংশই ন্যূনতম ৫০ পার্সেন্ট নম্বর পেতে হবে।
  • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভর্তির জন্য শিক্ষার্থীকে আন্তর্জাতিক ন্যুনতম ৭০ শতাংশ নম্বর পেতে হবে।
  • জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য বাংলা ও ইংরেজি উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ পার্সেন্ট নম্বর পেতে হবে।
  • এফ ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য পৃথক ভাবে ও উভয় অংশে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য সমূহ তাদের ভর্তি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। বিস্তারিত সকল তথ্য সমূহ আপনারা সেই অংশ থেকে জেনে নিতে পারবেন।

জাবি এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে বিস্তারিত তথ্য সমূহ আমাদের আজকের আলোচনার অংশ হলো করা হয়েছে। এডমিট কার্ড ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

Download
  • এডমিট কার্ড ডাউনলোড করার জন্য juniv-admjssion.org ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা ওপরে প্রদানকৃত এডমিট ডাউনলোড অপশনে ক্লিক করুন।
  • প্রদর্শিত স্ক্রিনে আপনার বিল নাম্বার এবং ডাচ বাংলা ব্যাংকের ট্রানজেকশন আইডি প্রদান করে লগইন করুন।
  • এবার স্ক্রিনে প্রদত্ত নির্ধারিত অংশে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
  • অতঃপর বাটন অপশন এ ক্লিক করে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

উল্লেখ্য যে প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার থেকে আলাদা আলাদা এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ব্যতীত কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *