এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত আগে থেকেই ১-০ তে এগিয়ে ছিল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই ভারত সিরিজ জয় করে ফেলেছে। কলকাতার ইডেন গার্ডেনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম জয় পেল ভারত। Read In English

এ যেন ওই ওডিআই সিরিজের আরেকটি পুনরাবৃত্তি, ওডিআই সিরিজের মতোই এক ম্যাচ হাতে রেখেই ভারত-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় করে ফেলেছে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে ৮ রানে হারে। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয়েছিল। পরে ব্যাট করতে এসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় তিন উইকেট হারিয়ে ১৭৮ রানে। এবং ইন্ডিয়া ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে যায়।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ

১৮ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়। ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক কাইরন পোলার্ড টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রথমে ব্যাট করতে এসে কোহেলি এবং রিশাভ পান্থ এর অর্ধশতক এবং শেষে আইয়ার এর ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ভারত দল ১৮৬ রান করতে সক্ষম হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন জেসন হোল্ডার। চার ওভার বল করে 45 রানের বিনিময়ে 3 উইকেট পান তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ওয়েস্ট ইন্ডিজ শুরুটি ভালো করলেও শেষ পর্যন্ত ক্যারি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন নিকোলাস পুরান এবং রভম্যান পাওয়েল। নিকোলাস পুরান করেন ৪১ বলে ৬২ রান এবং রভম্যান পাওয়েল করে ৩৬ বলে ৬৮ রান। খুব ভালোভাবে এগোতে থাকলেও ইন্ডিয়ান বোলার দের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ দল শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি। এবং শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায়।

২য় টি-২০ এর স্কোর কার্ড

ভারত- ব্যাটিং

কোহলি – ৪১ বলে ৫২ রান (৭ টি চার এবং ১টি ছয়)

রিশাভ প্যান্ট – ২৮ বলে ৫২ (৭ টি চার এবং ১টি ছয়)

ভেঙ্কটেশ আইয়ার – ১৮ বলে ৩৩ (৪ টি চার এবং ১টি ছয়)

ভারত-  বোলিং

ভুবনেশ্বর কুমার – ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট

ইউজভেন্দ্র চাহাল- ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট

রবি বিষ্ণু –  ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট

ওয়েস্ট ইন্ডিজ- ব্যাটিং

নিকোলাস পুরান – ৪১ বলে ৬২ রান (৫ টি চার এবং ৩ টি ছয়)

রভম্যান পাওয়েল – ৩৬ বলে ৬৮ রান (৪ টি চার এবং ৫ টি ছয়)

ওয়েস্ট ইন্ডিজ-বোলিং

রস্টন চেজ:  ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট

রোমারিও শেফার্ড: ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট

শেলডন কট্রিল: ৩ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট

ম্যান অফ দ্যা ম্যাচ: রিশাভ পান্থ

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *