টি-টোয়েন্টি তেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখ টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ এর তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজ কে ১৭ রানে হারিয়েছে। তিনটি ম্যাচ জিতে ক্যাপ্টেন রোহিতের দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল। ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি তে ও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। আজকের ম্যাচ শুরুর আগে থেকেই ভারত ২-০ তে এগিয়েছিল। Read In English

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্টইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে এসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুরিয়া কুমার যাদব। ৩১ বলে ৬৫ রান করে মাঠ ছাড়েন এই ক্রিকেটার। এই রানের জন্য তিনি ছক্কা হাকিয়েছেন ৭ টি এবং চার মেরেছেন ১ টি। এছাড়াও ঈশান কিশান ৩১ বলে ৩৪, শ্রেয়াস আইয়ার ১৬ বলে ২৫ এবং ভেঙ্কটেশ আইয়ার ১৯ বলে ৩৫ রান করেন।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

ভারতের দেয়া ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতেই উইকেট হারাতে থাকে তার দল। দলের হয়ে সর্বাধিক রান করেছেন নিকোলাস পুরান। তিনি ৪৭ বলের মোকাবেলায় মোট ৬১ রান করেন। এই রানের জন্য তিনি ছক্কা হাকিয়েছেন ১ টি এবং চার মেরেছেন ৮ টি। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের রান থামে ১৬৭ তে। এবং ফলাফল হিসেবে টিম ইন্ডিয়া ১৭ রানে জয়লাভ করে। টিম ইন্ডিয়া দলের হয়ে হার্সেল প্যাটেল ৩ উইকেট নেন। এবং দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুর ২ টি করে উইকেট নিয়েছেন।

আবেশ খানের ডেব্যু ম্যাচে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। এই বোলার ৪ ওভারে ৪২ রান দেন। কিন্তু কোনো উইকেট তুলতে পারেননি।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ শেষ টি-টোয়েন্টি স্কোর কার্ড

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচের সংক্ষিপ্ত স্কোর কার্ড নিচে দেয়া হল।

ভারত- ব্যাটিং

সুরিয়া কুমার যাদব – ৩১ বলে ৬৫ রান (১ টি চার এবং ৭ টি ছয়)

ঈশান কিশান – ৩১ বলে ৩৪ (৫ টি চার )

শ্রেয়াস আইয়ার – ১৬ বলে ২৫ (৪ টি চার )

ভেঙ্কটেশ আইয়ার – ১৯ বলে ৩৫(৪ টি চার এবং ২টি ছয়)

ভারত-  বোলিং

হার্সেল প্যাটেল – ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট

দীপক চাহার – ১.৫ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট

ভেঙ্কটেশ আইয়ার – ২.১ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট

শার্দুল ঠাকুর –  ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট

ওয়েস্ট ইন্ডিজ- ব্যাটিং

নিকোলাস পুরান – ৪৭ বলে ৬১ রান (৮ টি চার এবং ১ টি ছয়)

রভম্যান পাওয়েল – ১৪ বলে ২৫ রান (২ টি চার এবং ২ টি ছয়)

রোমারিও শেফার্ড – ২১ বলে ২৯ রান (১ টি চার এবং ৩ টি ছয়)

ওয়েস্ট ইন্ডিজ-বোলিং

রস্টন চেজ:  ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট

রোমারিও শেফার্ড: ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট

জেসন হোল্ডার : ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট

 

ম্যান অফ দ্যা ম্যাচ: সুরিয়া কুমার যাদব

ম্যান অব দ্যা সিরিজ: সুরিয়া কুমার যাদব

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *