মোবাইলের ডাটা খরচ কমানোর উপায় : অনেক এরকম অভিযোগ করে থাকেন যে, স্মার্টফোনে মোবাইল ডাটা চালু করলেই একাউন্টের ব্যালেন্স হাওয়া হয়ে যায়। যারা ছোটখাটো মেগাবাইট প্যাকেজ কিনে চালান তারা অনেক সময় এমবি ব্যালেন্স হারিয়ে মূল একাউন্ট থেকে টাকা পয়সা কেটে জিরো ব্যালেন্স এর সম্মুখীন হন শুধুমাত্র ফোনের লাগামহীন মোবাইল ডেটা ব্যবহারের কারণে। কিন্তু কয়েকটি কৌশল যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে সহজেই এরকম পরিস্থিতি এড়িয়ে চলতে পারবেন। আমাদের আজকের আলোচনায় আমরা এমনই কিছু কার্যকরী টিপস আপনাদের শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডেটা সাশ্রয় করতে পারবেন। তো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। Read in English
ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন রিফ্রেশ বন্ধ করুন
যখন ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু থাকে অ্যাপস গুলো নির্দিষ্ট সময় পরপর কাজ করতেই থাকে। এমনসব অ্যাপ্লিকেশনের মধ্যে ফেসবুক, ইমেইল, আবহাওয়া ইত্যাদি অনেক বেশি টাকা খরচ করে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করতে নিচের সেটিং অনুসরণ করুন
মোবাইল ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম জানুন
আইফোনে ওপেন করুন : Settings > General > Background App Refresh
অ্যান্ড্রয়েডের জন্য ওপেন করুন : Settings > Data Usage > Restrict App Background Data
আলাদা আলাদা ব্র্যান্ডের এন্ড্রয়েড ফোনে এই মিনুর ভিন্ন ভিন্ন লোকেশন থাকতে পারে সে ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এটা অপশনটি খুজে বের করুন
উপরের মেনুগুলো থেকে আপনি চাইলে সকল অ্যাপ বা যে কোন নির্দিষ্ট অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করতে পারেন।
মোবাইল ফোন পানিতে পড়লে কি করবেন?
অ্যাপ্লিকেশন অটো আপডেট বন্ধ করুন
ফোনের বিভিন্ন এপ্লিকেশন প্রাইসিং কিভাবে আপডেট হয়। এসব আপডেটের ফলে আপনার মোবাইল ডাটা অত্যাধিক খরচ হয় সুতরাং আপনি যদি ডাটা খরচ কমাতে চান তাহলে অ্যাপ্লিকেশন অটো আপডেট বন্ধ করুন। অটো অ্যাপ আপডেট বন্ধ করতে নিচের নিয়ম অনুসরন করুন
আইফোনের জন্য : Settings > iTunes & App Stores > Use Cellular Data
অ্যান্ড্রয়েডের জন্য : Google Play Store ওপেন করে এর মেনু তে Settings > General > Auto Update Apps > Auto Update Apps over Wi-Fi Only নির্বাচন করুন। এবং আপনি চাইলে অটো আপডেট বন্ধ করতে পারেন এখান থেকে।
Wi-Fi Assist বন্ধ করুন
Wi-Fi Assist চালু থাকলে ওয়াইফাই সিগন্যাল খারাপ হলে ফোন আপনার মোবাইল ডাটা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করতে শুরু করে। এই নেটওয়ার্ক সুইচিং বন্ধ করুন। তাহলে আপনি আপনার মোবাইল ডাটা খরচের হাত থেকে রেহাই পাবেন। Wi-Fi Assist বন্ধ করতে নিচের সেটিং টি অনুসরণ করুন
মোবাইলের ব্যাটারি ও চার্জ নিয়ে প্রচলিত ভুল ধারণা গুলো জেনে নিন
আইফোনের জন্য : Settings > Cellular অপশন থেকে Wi-Fi Assist বন্ধ করুন।
অ্যান্ড্রয়েডের জন্য : অ্যান্ড্রয়েডে WLAN অর্থাৎ ওয়াইফাই সেটিংসে গিয়ে Sweets between data and WLAN অপশন বন্ধ করুন। এর ফলে আপনার ফোনে যখন ওয়াইফাই এবং মোবাইলটা উভয় সংযুক্ত থাকবে তখন ফোন শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করবে যদিও আপনি চাইলে মোবাইল ডাটা বন্ধ করে ওয়াইফাই চালু রাখতে পারেন।
ক্লাউড স্টোরেজ সিনক্রোনাইজেশন নিয়ন্ত্রণ করুন
বর্তমান সময়ে এন্ড্রয়েড ফোন গুলোতে ক্লাউড স্টোরেজ সিনক্রোনাইজেশন অপশনটি থাকে এছাড়াও বিভিন্ন অ্যাপে ক্লাউড স্টোরেজ সিনক্রোনাইজেশন অপশন দেওয়া থাকে। এই অপশন এর ফলে আপনার মোবাইলে থাকা ছবি ভিডিও ফাইল গুলি অনলাইন স্টোরেজে জমা হয়। আপনার মোবাইল হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলেও আপনি পরবর্তিতে অনলাইন থেকে এসব ফাইল ফিরে পেতে পারেন। কিন্তু আপনি যদি মোবাইল ডাটা ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এসকল ছবি অথবা ভিডিও ফাইল অনলাইনে আপলোড হলে আপনার মোবাইলের ডাটা অবশ্যই খরচ হবে। সুতরাং আপনি যদি মোবাইল ডাটা ইউজার হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল ডাটা খরচ কমাবেন তাহলে আপনার ফোনে ক্লাউড স্টোরেজ সিনক্রোনাইজেশন বন্ধ রাখুন।
মোবাইলের মাধ্যমে অনলাইন আয় করুন খুব সহজে
গুগোল ড্রাইভ ওয়ানড্রাইভ আইক্লাউড ড্রাইভ গুগোল ফটোস প্রভৃতি ক্লাউড স্টোরেজ সেবা ব্যবহারের জন্য শুধুমাত্র ওয়াইফাই নির্দিষ্ট করে দিন অন্যথায় মোবাইল ডাটা ব্যবহার করে এসব সার্ভিস সিনক্রোনাইজেশন করলে প্রচুর মোবাইল ডাটা খরচ হবে।
কাজ শেষে সেলুলার ডাটা সম্পূর্ণ বন্ধ করুন
কাজের পর মোবাইল ডাটা বন্ধ করে রাখতে পারেন জরুরী কোন ইমেইল বা এধরনের নোটিফিকেশনের অপেক্ষায় না থাকলে মোবাইল ডাটা বন্ধ রাখুন এতে ব্যাকগ্রাউন্ড অ্যাপস ডাটা ব্যবহার করতে পারবে না। ফলে আপনার মোবাইল ডাটা খরচ কম হবে।
আপনারা যারা আমাদের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকি। এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন চাকরির খবর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি কোন বিষয়ে ধারণা পেতে চান তবে ওই বিষয় সম্পর্কে আমাদের জানান। আমরা সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো।