নেমচিপ হোস্টিং কেমন?
নেমচিপ হোস্টিং : হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। একটি ভাল মানের ওয়েবসাইট পরিচালনা করতে গেলে আপনাকে অবশ্যই ভাল ডোমেইন এবং ভালো মানের হোস্টিং প্রয়োজন। ভালো মানের ডোমেইন এবং হোস্টিং এর উপর নির্ভর করে আপনার ওয়েবসাইট থেকে আপনি কতটা প্রফিট পাবেন। ইতিমধ্যে আমরা একটি ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরেছি। ডোমেইন কি হোস্টিং কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা ইতিপূর্বে করে ফেলেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন হোস্টিং কোম্পানির নামও জেনে ফেলেছি। আমাদের আজকের আলোচনায় আমরা জানবো নেইমচিপ হোস্টিং কেমন? এ সম্পর্কে বিস্তারিত তথ্য। Read in English
বর্তমান বিশ্বে অনেক হোস্টিং কোম্পানি রয়েছে। যেগুলো রীতিমতো সেবা দিয়ে চলেছে। কিন্তু ভালো মানের হোস্টিং এর জন্য কিছু সেরা কোম্পানি রয়েছে। বিভিন্ন দিক থেকে বিবেচনা করে আজ আমরা জানাবো নেইমচিপ হোস্টিং কেমন এ সম্পর্কে। এবং আমরা জানবো নেইমচিপ হোস্টিং এর বিভিন্ন প্যাকেজ সম্পর্কে। সুতরাং আলোচনাটি সম্পন্ন পড়ার অনুরোধ রইল।
অনলাইনে টাকা ইনকাম করবেন কিভাবে |
হোস্টিং এর ভিতর একটা সাইটের অনেক প্রাইভেসি লুকিয়ে থাকে। আর আপনি নিজের সাইটের প্রাইভেসি ধরে রাখার জন্য লোকাল কোন কম্পানি বা প্রতিষ্ঠান থেকে হোস্টিং কিনলে প্রাইভেসি পাবেন না। তাই আমি চাইবো যে, আপনারা ডাইরেক্ট মেইন কোন কম্পানি বা প্রতিষ্ঠান থেকে হোস্টিং কিনুন। সেরা হোস্টিং কম্পানির মধ্যে namecheap অত্যন্ত জনপ্রিয়। namecheap থেকে হোস্টিং কিনতে কেমন খরচ হবে সেটা এই আলোচনায় বলবো।
কারণ এই সাইট অনেক অফারের পাশাপাশি প্রায় সব সময়ই ডোমেইন বা হোস্টিং কেনার জন্য জনপ্রিয়তার শীর্ষে থাকে। এছাড়া আরো অনেক সাইট আছে যাদের ডাটা সেন্টার সরাসরি UK বা USএ এ তে। এই যেমন GoDaddy. তবে আপনি মেইন যে কোন কোম্পানি থেকেই কিনতে পারবেন। কারণ কোম্পানি ভেদে দামের সামান্য তারতম্য ঘটতে পারে।
ফ্রি ডোমেইন কিভাবে নিবেন জানতে দেখুন
নেইমচিপ হোস্টিং এর বিভিন্ন প্যাকেজ
বর্তমানে বিভিন্ন ধরনের হোস্টিং পাবেন আপনি। তবে হোস্টিং কিনতে হবে আপনার সাইটের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনার সাইটের জন্য যে হোস্টিং ভাল হবে সেটাই কিনতে হবে। হোস্টিং এর বিভিন্ন প্যাকেজ আছে। আর এই প্যাকেজের দামও মেয়াদ অনুযায়ী ভিন্ন ভিন্ন। আমি নিচে বিভিন্ন ধরনের হোস্টিং এর প্যাকেজ ও এর দাম উল্লেখ করলাম। আশা করি আপনারা পড়লে বুঝতে পারবেন ।
Shared Hosting
বিভিন্ন ধরনের হোস্টিং এর মধ্যে শেয়ার হোস্টিং একটু বেশি জনপ্রিয়। কারণ প্রথম দিকে প্রায় সবাই তাদের সাইটের জন্য এই হোস্টিং ব্যবহার করে থাকে। কারণ সবাই মিলে হোস্টিং শেয়ার করে কিনলে খরচ কম হয়। এই হোস্টিং এর আবার অনেক গুলো প্যাকেজ আছে। এই প্যাকেজ গুলো মূলত সুযোগ সুবিধার উপর ভিত্তি করে এবং মেয়াদের উপর ভিত্তি করে দাম নির্ধারিত করা হয়। শেয়ার হোস্টিং এর দাম শুরু হয়েছে প্রায় ২.৮৮ ডলার থেকে। যা বাংলাদেশী টাকায় দাঁড়ায় প্রায় ২৪২ টাকা। মেয়াদ ১ মাস। এক বছরের জন্য হিসাব করলে তা হয় ২৯০৪ টাকা।
হোস্টিং কি? হোস্টিং কিভাবে কাজ করে? |
Reseller Hosting
Reseller Hosting এর সর্বনিম্ম দাম ১৬.৮৮ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪১৮ টাকা। যার মেয়াদ ১ মাস। আপনি রিসেলার হোস্টিং এর আরো প্যাকেজ পাবেন। যা মেয়াদ ও সুযোগ–সুবধার উপর ডিপেন্ড করে দাম নির্ধারণ করা আছে।
VPS Hosting
VPS Hosting এর দাম ১৪.৮৮ ডলার থেকে শুরু হয়েছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১২৫০ টাকার সমান। এর মেয়াদও ১ মাস। তবে আপনি মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন অন্যান্য হোস্টিং এর মত করে। আর প্যাকেজও আছে অনেকগুলো। পছন্দমত বেছে নিতে পারবেন যে কোন প্যাকেজ
Dedicated Servers
Dedicated Servers এর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। তবে এই হোস্টিং অনেক বেশি প্রাইভেসি দিতে পারে। অনেক বড় বড় কম্পানি তাদের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটের জন্য এই ডেডিকেটেড সার্ভারস ব্যবহার করে থাকে। এর দাম শুরু হয়েছে ৫৮.৮৮ ডলার থেকে। যা প্রায় ৪৯৫০ টাকার মত। এর মেয়াদও ১ মাস। তবে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। আর সাথে অন্যান্য প্যাকেজ তো আছেই।
একটি ওয়েবসাইটের জন্য যেটি অবস্যই |
Email Hosting
neamcheap এ ইমেইল হোস্টিং এর দাম শুরু হয়েছে ৯.৯৯ ডলার বা প্রায় ৮৩০ টাকা থেকে। এই হোস্টিং এরও অনেক গুলো প্যাকেজ আছে এবং সুবধামত মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন আপনারা।
Managed WordPress Hosting
ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম অনেক কম হয়ে থাকে। তবে প্যাকেজ ও মেয়াদের সাথে সাথে দাম বাড়ে। ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং এর দাম ১ ডলার থেকে শুরু হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৮৪ টাকা।
ডোমেইন কি? ডোমেইন এর কাজ কি? |
Clearance Servers
Clearance Servers এর দাম একটু বেশি হয়ে থাকে। তবে প্যাকেজ ও মেয়াদের সাথে সাথে দাম বাড়ে। Clearance Servers হোস্টিং এর দাম 34.88 ডলার থেকে শুরু হয়েছে। এর মেয়াদও এক মাস। তবে আপনি মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন অন্যান্য Servers এর মত করেই। আর প্যাকেজও আছে । আপনি পছন্দমত বেছে নিতে পারবেন যে কোন প্যাকেজ।
আমি এখানে বাংলাদেশি টাকায় আনুমানিক দাম উল্লেখ করেছি। এই দাম কম বেশি হতে পারে। কারণ ডলারের দাম প্রায়ই কম বেশি হয়ে থাকে। তাই আপনি যখন কোন হোস্টিং প্যাকেজ কিনবেন । আশাকরি আমাদের এই আলোচনা শেষ পর্যন্ত পড়ার পরে আপনি বুঝতে পেরেছেন নেমচিপ হোস্টিং কেমন। আজ এই পর্যন্তই। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন