ফেব্রুয়ারী মাসকে ভাষার মাস বলা হয়ে থাকে। ১৯৭১ সালের এই দিন এ ভাষার জন্য জীবন উৎসর্গ করে মাতৃভাষা বাংলা নিয়ে আসেন ভাষা শহীদরা। রফিক, শফিক, বরকত,সালাম সহ আরো অনেকেই, নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে লাখো মানুষের ত্যাগ ও জীবনের বিনিময়ে এই ভাষা অর্জিত করে আনে এই ভাষা। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হয়। অনেক বড় বড় স্বনামধন্য মানুষ থেকে শুরু করে নিম্নবর্গের মানুষ অবধি সবাই এই দিনটি খুব সুন্দর করে পালন করে থাকেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মত্রিপরিষদের পাশাপাশি বাংলাদেশ চলচিত্র সমিতির নবনির্বাচিত কমিটিও গিয়েছিলেন। ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। ভাষার জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তারা। Read in English
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ফেরদৌস, নাদের খান, আজাদ খান, অভিনেত্রী নিপুণ আক্তার,অঞ্জনা, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার নানা সহ সমিতির আরো অনেক সদস্য। তবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় প্যনেলের বেশিরভাগ সদস্যই অংশ নেয়নি বলেও জানান মিশা-জায়েদ। কাঞ্চন-নিপুন পরিষদের বেশিরভাগ বিজয়ীরায় অংশ নিয়ে ছিলেন সেখানে তবে অঞ্জনা রহমান ছাড়া মিশা-জায়েদ প্যানেলের কেউই ছিলেন না সেখানে। নির্বাচিত সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন যে সকালে সবাই ই যান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু বেশিরভাগই এতে অংশ নেয়নি মিশা- জায়েদ প্যানেলের। মিশা-জায়েদ প্যানেলের সব বিজয়ীদের জানানো হলেও তারা অংশ নেয়নি তারা।
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন
কিন্তু এই আয়োজনে নতুন একটি খবরও প্রকাশিত হয় সেটি হল সমিতির সাধারাণ সম্পাদক পদ নিয়ে।
কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে প্রকাশ্যে কোন্দল চলছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের নিয়ে একটি দ্বিবার্ষিক আয়োজন হয় এবং সেখানে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। কিন্তু আপিল বোর্ড অভিনেত্রী নিপুণ আক্তার কে একই পদে জয়ী ঘোষণা করে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে। ইতমধ্যে পদটি নিয়ে অনেক দন্দতা হওয়ার কারণে আদালতের কাছে তারা আপিল করেন। অবশেষে আজ ২২ শে ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন তারা। এখন দেখা যাক, আজকের আদালতের শুনানি কার পক্ষে হবে।