ঈদের শুভেচ্ছা বার্তা মেসেজ ২০২৩

মুসলিম জাতির কাছে প্রধান দুইটি আনন্দের দিন হল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বছর ঘুরে যখন আমাদের সামনে ঈদ এসে হাজির হয় তখন সকলের সাথে তার আনন্দ ভাগ করে নিই। একমাস সিয়াম সাধনার পর যখন ঈদুল ফিতর আমাদের কাছে আসে তখন সমস্ত মুসলিম জাতি আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মুসলিম জাতির ঈদ আসলেই একে অন্যকে বিভিন্ন ধরনের মেসেজ উক্তি পিকচার ইত্যাদি পাঠিয়ে থাকেন। প্রিয় জন এবং বন্ধু-বান্ধবের নিকট ঈদ মোবারক এর বিভিন্ন শুভেচ্ছা মেসেজ ছবি ইত্যাদি পাঠাতে অনেকেই পছন্দ করেন। আমাদের আজকের এই নিবন্ধে আমরা ঈদের শুভেচ্ছা মেসেজ বিভিন্ন ধরনের ঈদ মোবারক এর ছবি নিয়ে আলোচনা করেছি। Read in English

আপনারা যারা বিভিন্ন ধরনের নতুন নতুন ঈদের শুভেচ্ছা বার্তা, ঈদের স্ট্যাটাস, ঈদ মোবারক এর ছবি ইত্যাদি পেতেচান তারা আমাদের আজকের আলোচনাটি মনোযোগ সহকারে পড়তে পারেন।

ঈদের শুভেচ্ছা বার্তা গুলো আপনারা আজকের এই পোস্টের মাধ্যমে দেখে নিন। এছাড়াও ঈদ মোবারক এর বিভিন্ন কবিতা, ঈদের ছন্দ, এসএমএস ইত্যাদিও আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা সকলেই নতুন নতুন কালেকশনের বিভিন্ন ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ঈদ মোবারক স্ট্যাটাস ঈদের শুভেচ্ছা বার্তা পেতে চান আমরা আমাদের আজকের এই আলোচনায় উল্লেখ করেছি।

ঈদের শুভেচ্ছা

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিবন্ধের মূল আলোচনা শুরু করা হলো। সবাইকে ঈদ মোবারক। হাদিস মতে বিভিন্নভাবে আপনারা আপনাদের প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে পারেন। আপনারা কিভাবে সুন্দর সুন্দর এসএমএস বা মেসেজ প্রিয় জন এবং বন্ধুবান্ধব বা কলিগদের বা অন্য সকল দের প্রেরণ করতে পারেন তা আমাদের আজকের এই আলোচনায় আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে সকল ধরনের এসএমএস ও শুভেচ্ছা বার্তা সম্পর্কিত তথ্য জেনে নিতে পারছেন।

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।
তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,
তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,
তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধ্যা,
তোমার জন্য সকল গোলাপ ও রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ,
এই ঈদ আনুক অনাবিল আনন্দ।
রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”

ঈদের শুভেচ্ছা মেসেজ

ঈদুল ফিতর উপলক্ষে সকল মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা। ঈদুল ফিতর এর জন্য নতুন নতুন শুভেচ্ছা বার্তা আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। এইগুলো সংগ্রহ করে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। অথবা আপনার প্রিয়জনদের এসএমএসের মাধ্যমে প্রেরন করতে পারবেন। আশা করছি আমাদের আজকের পোষ্টে উল্লেখিত এই সকল শুভেচ্ছা বার্তা গুলো আপনার খুব ভালো লাগবে। আজকের এই পোষ্ট উল্লেখিত শুভেচ্ছা মেসেজ করে সম্পূর্ণ নতুন। সেইগুলো শুধুমাত্র আপনার জন্যই তৈরি করা হয়েছে।

১. বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে। ঈদ মোবারক

 

২. আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে। অগ্রিম ঈদ মোবারক

৩. চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়। মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক…!

৪. রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে! খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে! সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। “ঈদ মোবারক”!

৫.আল্লাহ আমাদের উপর থেকে মহামারী তুলে নিক এই দোয়াই করি। সবার ঈদ ভালো কাটুক এ আশায় সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।

ঈদের শুভেচ্ছা বার্তা

ঈদ উপলক্ষে আমরা সকলকে নানা ধরনের শুভেচ্ছা মেসেজ প্রেরণ করে থাকি। তাই সবাই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা মেসেজ খুঁজে থাকেন। আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদের ঈদের শুভেচ্ছা মেসেজ সম্পর্কিত তথ্য সমূহ জানাবো। আমাদের পোষ্টে উল্লেখিত এই ঈদের শুভেচ্ছা মেসেজ গুলো আপনি আপনার প্রিয়জনদের নিকট প্রেরন করতে পারবেন। এছাড়াও এই শুভেচ্ছা মেসেজ করল আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন। তাই আমাদের আলোচনায় উল্লেখিত ঈদের শুভেচ্ছা মেসেজ গুলো জেনে নিন। নতুন কালেকশনের ঈদের শুভেচ্ছা মেসেজ করল আমাদের আজকের আলোচনায় দেয়া হলো।

১. সারা দেশে চলছে ঈদ এর উৎসব,EID মানে আনন্দ, EID মানে খুশি। EID মানে হাজার কষ্টের মাঝেও ১টু খানি হাসি ******ঈদ মোবারাক*****

 

২. মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীর খবর নিন। দাওয়াত রইল ঈদের দিন। ******ঈদ মোবারাক*****

৩. দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ, সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল । ঈদে রইবো হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি। অগ্রিম ঈদের শুভেচ্ছা

৪. ঈদ আসতে এক দিন বাকি, এতো খুশি বলো কোথায় রাখি ! বলাটা খুব ইজি। ঈদের কাজে সবাই বিজি। ১ টি বছর ঘুরে আসবে সেই দিন। ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন। অনেকেই Busy ঈদের কাজে।  আনান্দ টা সবার মাঝে।

৫. নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও, সেমাই খেও পেট ভরে, ঘুরো ফের মন ভরে। ঈদ মোবারাক বলো প্রাণ খুলে।

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা

অনেকেই আছেন যারা তার প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের উক্তি বা মেসেজ খুঁজতে থাকেন। এখানে আপনার প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য নতুন কালেকশনের কিছু এসএমএস উল্লেখ করা হলো। আমাদের আল পোষ্টের এই অংশ থেকে জেনে নিন কিভাবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন এসএমএস বা উক্তি প্রেরণ করতে পারেন। ঈদ মোবারক স্ট্যাটাস অথবা ঈদের শুভেচ্ছা জানানোর নতুন নতুন মেসেজগুলো দেখে নিন।

১. নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত। **** ঈদ মোবারক******

 

২. আজকে খুশির বাধ ভেঙেছে EID এসেছে ভাই EID এসেছে, শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে , সবার ঘরে আজ EID এসেছে , সেই দিন আর নয় বেশি দুর , রমযান শেষ হলে কাটবে অপেক্ষা ঘোর , *****ঈদ মোবারাক*****

৩. দু:খের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি। তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক। সবাইকে জানাই ঈদ মোবারাক।

৪. আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে, ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে। পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে। ঈদের দিন করবো মাস্তী ২জন মোরা মিলে। *****ঈদ মোবারাক*****

৫. লাল শাড়ি পরে, হাতে চুড়ি দিয়ে, ঘুরবে যখন রিক্সায়, পাশে কিন্তুু নিও আমায়। ***ঈদ মোবারাক***

বন্ধু-বান্ধবদের ঈদের শুভেচ্ছা

আপন বন্ধু বান্ধবদের বিভিন্ন ধরনের ঈদের শুভেচ্ছা জানাতে আপনারা অনেকেই চান। বন্ধুদের বিভিন্ন ধরনের এসএমএস বা মেসেজ সম্পর্কিত তথ্য অনেকেই ইন্টারনেট থেকে জানতে চান। আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা বন্ধু-বান্ধবদের ঈদের শুভেচ্ছা জানানোর কিছু তথ্য উল্লেখ করেছি।

১. রঙ লেগেছে মনে 
মধুর এই খনে 
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো 
ঈদের এই দিনে ।
 
২. কোন ফুল দিয়ে নয়,
কোন মালা দিয়ে নয়।
চোখের পানি দিয়ে নয়,
কোন গানের সুর দিয়ে নয়।
শুধু হৃদয়ের গভীর অনুভূতি দিয়ে জানাই,
ঈদের শুভেচ্ছা।
 

৩.

ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি ।
”ঈদ মোবারাক”
 

৪.

অগ্রিম ঈদ মোবারক ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দাঁড়িয়ে।
”ঈদ মোবারক”

ঈদের ছন্দ

ঈদ সম্পর্কিত অনেক ছন্দ আপনারা খুঁজে থাকেন। তাই আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের ঈদ নিয়ে বিভিন্ন ছন্দ জানাবো। আমাদের পোষ্টে উল্লেখিত এই ছন্দ গুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন অথবা আপনার প্রিয়জনদের নিকট এসএমএসের মাধ্যমে প্রেরন করতে পারবেন।

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****
চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *