টাইগার শরফ আর দিশা পাটানি প্রেমের সম্পর্ক মানুষের অজানা নয়। দুজন দুজন কে ভালোবাসেন শুধু তাই নয় আরো একটি বিষয় দুজনের মধ্যে খুব মিল রয়েছে আর তা হল প্রতিযোগিতা। কে কাকে ছাড়িয়ে যাবে নিয়ে নিয়ে দুজনের মাঝে প্রতিযোগিতা চলতেই থাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে দিশা তার একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। আরে ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ফিটনেসের দিক থেকে তিনি এগিয়ে থাকতে কম পরিশ্রম করছেন না। Read in English
দিশা পাটানির নতুন ভিডিও
দিশা পাটানি মূলত হিন্দি এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। লোফার সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। দিশা পাটানি কখনোই তার ভক্তদের হতাশ করেননি। তিনি তার ইনস্টাগ্রামে প্রায়ই তার শরীরচর্চার ভিডিও প্রকাশ করে থাকেন। তোর ভিডিও দেখে অনেক ভক্তরাই মাঝে মাঝে চমকে ওঠেন। কারণ তার শরীরচর্চার ভিডিওর সঙ্গে সঙ্গে প্রায়ই তাকে দেখা যায় উড়ন্ত কিক মারতে। চোখ ধাঁধানো এই ফিটনেস ভিডিওগুলো অনেককেই অনুপ্রাণিত হতে সহযোগিতা করে শারীরিক ব্যায়াম করতে। সম্পত্তি দিশা পাটানি তার ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন।
গত বৃহস্পতিবার ইনস্ট্রাগ্রামে তারে একটি ভিডিও তিনি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে তিনি ৮০ কেজি ওজন তুলেছেন। তবে এটা যে তিনি কেবলমাত্র ভক্তদের দেখানোর জন্য করেছেন তা কিন্তু নয় একেবারে স্বাভাবিক ভাবে পাঁচবার তিনি এ ওজন তোলেন। এ থেকে বলা যেতেই পারে ফিটনেস সচেতন প্রেমিক টাইগার শ্রফ কে টেক্কা দিতে দিশা পাটানি পিছিয়ে নেই। দাঁতে দাঁত চেপে পাল্লা দিয়ে যাচ্ছেন তিনিও। তার এই ভিডিও দেখার পর ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। এবং মন্তব্যে তারা বলেছেন হটেস্ট অ্যাক্টরস, ফ্যাশনিস্তা, ফিটনেস ফ্রিক সহ আরো অনেক কথা। দিশা পাটানি তার ইনস্টাগ্রামে এরকম ভিডিও প্রায়ই আপলোড করে থাকেন। দিশা পাটানি শরীরচর্চার ভিডিও দেখতে তার ইনস্টাগ্রামে চোখ রাখতে পারেন। টাইগার শ্রফের বোন কৃষ্ণ শ্রফও ফিটনেস সচেতন মানুষ। তিনি তার ভাইয়ের প্রেমিকার এসব ফিটনেস ভিডিও দেখে মন্তব্যের ঘরে লিখে ফেললেন ‘তুমি তো পুরাই আগুন’।
টাইগার শ্রফ ও দিশা পাটানি
দিশা পাটানি এই প্রথম ইনস্ট্রাগ্রামে এমন ভিডিও আপলোড করেছেন তা কিন্তু নয়। তিনি নিয়মিত এইরকম ভিডিও আপলোড করেন দর্শকদের মাতিয়ে রাখতে। তার ইন্সটাগ্রাম ঘাটলে দেখা যাবে শরীরচর্চার এরকম ভিডিও সহ তিনি অনেক রকমের ছবি পোস্ট করেন। তিনি যে শুধু শরীরচর্চার ভিডিও পোস্ট করেন তা কিন্তু নয় তিনি সমুদ্রের তীরে রোদ পোহানো ছবিও পোস্ট করেন মাঝে মাঝে এবং এসব ভিডিও এবং ছবির মাধ্যমে ইনস্টাগ্রামে আগুনঝরন এই অভিনেত্রী। তিনি শুধু যে ভিডিও আপলোড এবং ছবি পোস্ট এর মধ্যেই সীমাবদ্ধ আছেন তা কিন্তু নয়। নিয়মিত সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি।
দর্শকদের আরো ভালো ভালো সিনেমা উপহার দিতে তিনি লাগাতার পরিশ্রম করে যাচ্ছেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত মালহোত্রার সাথে নতুন একটি সিনেমার শুটিং করছেন। করণ জোহারের পরিচালিত যোদ্ধা সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়াও এক ভিলেন টু সিনেমায় দেখা যাবে দিশা পাটানি কে।