Category: বিনোদন

গোপনে গোপনে মেয়েরা যে দশটি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন

গোপনে গোপনে মেয়েরা যে দশটি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন গুগোল তা জানলে আপনি হয়তো অবাক হবেন। গুগোল আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য সার্চ করে থাকি। আপনার যেকোনো জানা অজানা প্রশ্ন আমরা গুগলের কাছে করে থাকি। এরকম আজব কিছু প্রশ্ন মেয়েরা গুগলে করে থাকে। এমনই কিছু প্রশ্ন এবং উত্তরের পর্ব নিয়ে আমরা আজ হাজির হয়েছি। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক গোপনে গোপনে মেয়েরা যে দশটি প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ করেন গুগলে। এবং এর উত্তর। Read in English

১। দেহের অবাঞ্ছিত লোম অপসারণে নিরাপদ উপায় কোনটি?

উত্তর: দেহের লোম অপসারণের জন্য রয়েছে একাধিক উপায়। আপনি কোন উপায়টি ব্যবহার করবেন তা নির্ভর করছে আপনার ত্বকের ধরন এবং লোম গজানোর তীব্রতার ওপর। চোখের ভ্রুর জন্য থ্রেডিং এবং টোয়েকিং ভালো কাজ করে থাকে। হাত বা পায়ের জন্য ওয়াক্সিং সবচেয়ে ভালো পদ্ধতি হতে পারে। আর আপনি যদি লেজার হেয়াল রিমুভাল পদ্ধতি ব্যবহার করতে চান তবে অভিজ্ঞ কোনো কসমেটিকস সার্জনের সঙ্গে যোগাযোগ করুন।

স্থায়ীভাবে শরীরের লোম দূর করার উপায়

২। চুল কীভাবে দ্রুত গজানো যায়?

উত্তর: সারাদিন চুলের সঙ্গে নিষ্ঠুর সব আচরণ করে দিনশেষে এসে চুল কীভাবে দ্রুত গজানো সম্ভব তা নিয়ে গুগলে সার্চ করার কোনো মানে হয় না। চুল দ্রুত গজাতে চাইলে চুলের প্রয়োজনীয় পুষ্টি চুলকে সরবরাহ করতে হবে। এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে হবে। আর চুল দ্রুত গজানোর কোনো পদ্ধতি ব্যবহার করার সময় আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। একদিনেই এর কোনো সমাধান পাওয়া সম্ভব নয়। অনেকে আবার এসময় চুল ছাটা বন্ধ করে দেন। কিন্তু সময় মতো চুল ছাটা হলে তা চুলের বৃদ্ধিতে আরো সহায়তা করে।

গোপনে গোপনে মেয়েরা যে দশটি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন

৩। ত্বক ফর্সা করব কিভাবে?

উত্তর: নারীরা প্রায়ই ত্বক ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে কসমেটিকস কেনেন। যেমন, পাউডার, ফাউন্ডেশন এবং আরো নানা ধরনের প্রসাধনী। কিন্তু ত্বক ফর্সা হওয়ার জন্য স্বাস্থ্যকর জীবন যাপনই মূল চাবিকাঠি। এজন্য প্রচুর পরিমাণে পানি খেতে হবে, ফল ও জুস খেতে হবে, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং শরীর চর্চা করতে হবে। এর পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ঘরোয়া দাওয়াই ব্যবহার করা যেতে পারে।

ত্বক ফর্সা করার উপাই জেনে নিন বিস্তারিত

৪। ত্বকের ধরন নির্ণয় করব কীভাবে?

উত্তর: ত্বকের ধরন নির্ণয় করার সবচেয়ে ভালো বিজ্ঞানসম্মত উপায় হলো একটি মেডিকেল স্কিন টেস্ট করানো। ঘরে বসেও প্রাথমিক পদ্ধতিতে ব্লটিং পেপার ব্যবহার করেও স্কিন টেস্ট করা যায়। ব্লটিং পেপারটি আপনার ত্বকের বিভিন্ন এলাকায় লাগিয়ে দিন। এরপর তা তুলে আলোতে দেখুন। এতে যদি প্রচুর পরিমাণ তেল থাকে তাহলে বুঝতে হবে আপনার ত্বকের ধরন হলো তৈলাক্ত। আর যদি কম তেল থাকে তাহলে বুঝতে হবে আপনার ত্বক হলো শুষ্ক ত্বক। তবে আপনার গালের তুলনায় যদি নাক একটু বেশি তৈলাক্ত হয় তাহলে বিস্মিতি হওয়ার কিছু নেই।

গোপনে গোপনে মেয়েরা যে দশটি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন

স্কিন টেস্টের সর্বশেষ ঘরোয়া পদ্ধতিটি হলো মুখ পরিষ্কার করে একঘন্টা পর তা পর্যবেক্ষণ করুন। একঘন্টাও পরও যদি আপনার মুখে তেল এবং মেদ থেকে ক্ষরিত রস থাকে তাহলে আপনার ত্বক হলো তৈলাক্ত ত্বক। কিন্তু যদি কোনো পরিবর্তন না দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ত্বক হলো শুষ্ক ত্বক। আর আপনার নাক এবং কপাল যদি কিছুটা চকচকে হয়ে ওঠে তাহলে আপনার ত্বক স্বাভাবিক ধরনের।

৫। ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?

উত্তর: সবার জন্য যে ট্যাটু ক্ষতিকর এমন নয়। তবে যারা স্থায়ী ট্যাটু এঁকেছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন, ট্যাটুর জন্য তাদের ত্বকের সমস্যা বেড়েছে। অর্থাৎ ট্যাটুতে ঝুঁকি আছে। সুতরাং আপনি যদি পুরোপুরি নিরাপদ থাকতে চান তাহলে ট্যাটু না করানোই ভালো। আর যদি ট্যাটু করাতেই হয় তাহলে ভালো কোনো পার্লার এবং ভালো কোনো শিল্পীকে দিয়ে করতে পারেন।

চুলের যত্ন নিবেন কিভাবে

৬। চুলে কয়দিন পরপর শ্যাম্পু করবো?

উত্তর: শ্যাম্পু তখনই করা উচিত যখন চুল ও মাথার ত্বকে ময়লা জমে। তবে একটা নির্দিষ্ট সময় পরপর শ্যাম্পু করালে চুল ভালো থাকে। আর চুলের যত্নে শ্যাম্পু করার পাশাপাশি তেল, কন্ডিশানার, ভলুমাইজার এবং অন্যান্য জিনিসও ব্যবহার করতে হবে। অনেকে মনে করেন প্রতিদিনই শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার চুলে যদি প্রতিদিনই কদাকার হয়ে ওঠে তাহলে প্রতিদিনই শ্যাম্পু করাতে হবে। এতে কোনো ক্ষতি হবে না।

৭। চোখের নিচের ফোলাভাব দূর করব কীভাবে?

গোপনে গোপনে মেয়েরা যে দশটি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন

উত্তর: চোখের নিচের ফোলা ভাব দূর করতে শসা ও আলুর ফালি এবং আইস বা ঘুমের রুটিন বদলে আপনি আইব্যাগ বা চোখের ফোলাভাব থেকে মুক্তি পেতে পারেন। তবে কর্কশ কিছু ব্যবহার করবেন না। কারণ তাতে আপনার চোখের দৃষ্টির ক্ষতি হতে পারে। আর তাতেও যদি আইব্যাগ দূর না হয় তাহলে একজন ত্বক বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করুন।

৮। স্মোকি আই মেকআপ করা সম্ভব কীভাবে?

উত্তর: স্মোকি আই মেকআপ করার পদ্ধতি বিষয়ে ইন্টারনেটে প্রচুর সংখ্যক লেখা রয়েছে। যে কোনো একটি পদ্ধতি বাছাই করে সে অনুযায়ী কাজ করুন। তবে কখনোই দুটো পদ্ধতি সমন্বয় করবেন না তাহলে কিন্তু বিপদ হতে পারে। এতে চোখের ক্ষতি হতে পারে। আর যেসব কসমেটিকস কেবল চক্ষুবিজ্ঞান এর পদ্ধতি পরিক্ষীত কেবল সেগুলোই ব্যবহার করুন।

মেহেদী ডিজাইন দেখুন

৯। বলিরেখামুক্ত ত্বক পাওয়া যাবে কীভাবে?

উত্তর: বলিরেখামুক্ত ত্বক পেতে হলে প্রথম থেকেই ত্বকের যত্ন শুরু করুন। ৩০ বছর হওয়ার সঙ্গে সঙ্গেই ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। কিন্তু আপনি যদি বলিরেখা পড়ার জন্য অপেক্ষা করেন এবং এরপর তা থেকে মুক্ত হতে চান তাহলে আপনি ভুল করবেন। বলিরেখার প্রথম লক্ষণ হলো কপালে ভাজপড়া। বিভিন্ন ওয়েবসাইটে ত্বকের বলিরেখা দূর করার ঘরোয়া পদ্ধতি সম্পর্কিত নানা লেখা আছে। সেসব পড়ে পড়ে ত্বকের যত্ন করুন ধৈর্য্য ধরে।

১০। কনসিলার প্রয়োগ করতে হয় কীভাবে?

উত্তর: কোনো মেয়েই একদিনে কনসিলার প্রয়োগ করা শিখে যান না। এছাড়া কোন ধরনের কনসিলার ব্যবহার করছেন তাও একটি বিবেচ্য বিষয়। আবার সব মেয়েরা কনসিলার ব্যবহার করেন না। যাদের ত্বকে কোনো মার্ক বা দাগ আছে তাদেরকে অবশ্যই কনসিলার কিনতে হবে। কনসিলার কেনার আগে ক্রস চেক করে নিতে হবে সেটি আপনার ত্বকের টোনের সঙ্গে মানানসই কিনা এবং আপনার উদ্দেশ্য পুরণ করতে পারবে কিনা। কনসিলারের নানা ধরন ্যয়েছে। ফলে কেনার আগে জেনে নিতে হবে।

আজ এই পর্যন্তই।

টিকটিকি কেন নিজের লেজ খসিয়ে ফেলে?

টিকটিকি কেন নিজের লেজ খসিয়ে ফেলে? : আমাদের মাঝে এমন মানুষ পাওয়া খুব বিরল যারা কখনো টিকটিকি দেখিনি। এই টিকটিকির ডাক নিয়ে বেশ কিছু কুসংস্কারও প্রচলিত আছে আমাদের সমাজে। তবে টিকটিকি নিয়ে আরেকটি মজার ব্যাপার হলো টিকটিকির লেজ খসে পড়া এবং নতুন লেজ গজানো। কমবেশি আমরা সবাই টিকটিকির এই ঘটনা প্রত্যক্ষ করেছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন টিকটিকির লেজ খসে পড়ার ঘটনা ঘটে। তাহলে চলুন আজ জেনে নেই Read in English

টিকটিকি লেস কখন খসে পড়ে? দেয়াল পরিষ্কার করার সময় হঠাৎ যদি টিকটিকি কে আঘাত করতে থাকেন তাহলে হয়তো টিকটিকির লেজ ফেলে পালানোর ঘটনা আপনার সামনেই ঘটে থাকবে। কিন্তু টিকটিকি প্রধান শত্রু পাখি কিংবা বিড়াল যদি টিকটিকি কে আক্রমণ করে সে ক্ষেত্রেও টিকটিকিকে লেজ গুটিয়ে না পালিয়ে নিয়ে পালাতে দেখা যায়। বিজ্ঞানীরা এ নিয়ে বিস্তর গবেষণা করেছেন এবং গবেষণা করে যা পেয়েছেন তা হল টিকটিকি শরীরে অন্যান্য অংশের চেয়ে লেজটা অনেক দুর্বল। তাই বলে এত দুর্বল নয় যে তা খসে পড়বে। লেজ তখনই খসে পড়ে যখন লেজের ভেতরে এক বিশেষ রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়। আরও মজার ব্যাপার হল লেজ খসে পড়ার পরে লেজটা তিড়িং-বিড়িং করে লাফাতে থাকে।

টিকটিকি কেন নিজের লেজ খসিয়ে ফেলে?

তাহলে ব্যাপারটা দাঁড়ালো, টিকটিকি বিপদে কিংবা আক্রমণের শিকার হলে নিজের লেজ খসায় এবং আক্রমণকারী সেই খসা লেজ দেখে কিছুটা বিভ্রান্ত হয় এবং কিছুক্ষন তিড়িং-বিড়িং করা লেজের দিকে দৃষ্টি দেয়, এই সুজুগে টিকটিকি পালিয়ে যায়। এটা টিকটিকির আত্মরক্ষার একটি কৌশল। কিন্তু লেজ খসে পড়াই শেষ নয়, টিকটিকির লেজ তার শরীরের একটি অতিব গুরুত্বপূর্ণ অংগ। আমরা অনেকেই জানিনা, টিকটিকি লেজ নাড়িয়ে একে অপরের সাথে কথা বলে। তাই লেজ না থাকা মানে টিকটিকি বোবা হয়ে যাওয়া। লেজ ছাড়া কি তার চলে? এছাড়া টিকটিকির শারীরিক ভারসাম্য বজার রাখা এবং লাফ দেয়ার কাজেও এই লেজের গুরুত্ব অপরিসীম।

এই গরমে আপনার ত্বকের বাড়তি যত্ন নিন খাবার ডাল দিয়ে

তাই দ্রুতই টিকটিকির লেজ আবার গজিয়ে যায়। কিন্তু সব টিকটিকি তার লেজ ফেরত পায়না। মজার ব্যাপার হলদ যদি লেজটি খসে পড়ার পর অক্ষত থাকে, তখন টিকটিকি সেটি তার খাদ্য হিসেবে গ্রহন করে এবং পুষ্টির যোগান দেয়।

অর্থাৎ এক ঢিলে দুই পাখি। এই একটা লেজ দিয়ে আত্মরক্ষা করলো আবার নিজের পেটটাও ভরালো।
এমনকি কোন কোন টিকটিকি একবার নয় ছয়- ছয়বার পর্যন্ত তার লেজ গজাতে পারে। কিন্তু কিভাবে?

বিজ্ঞানীরা গবেষনাগারে একটি লেপার্ড গেকোর লেজ খসিয়ে দেন এবং তারা দেখতে পান গেকোর স্নায়ুরজ্জুতে রেডিয়াল গ্লিয়া নামক এক বিশেষ স্টেম কোষ সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত সংখ্যায় বৃদ্ধি পায় এবং স্নায়ুরজ্জু মেরামত হয়ে যায়। শুধু যে লেজের স্নায়ু তন্ত্রই এরা মেরামত করতে পারে তাই নয় বরং দেহের অন্যান্য অংশ আঘাতপ্রাপ্ত হলে টিকটিকি তাও মেরামত করতে পারে। ব্যাপারটি দারুন মজার একটি ব্যাপার।

টিকটিকি কেন নিজের লেজ খসিয়ে ফেলে?

এঘটনা থেকে বিজ্ঞানীরা খুবই উৎসাহিত বোধ করছেন। কারণ সম মেরুদণ্ডিয় প্রাণীরই স্নায়ুরজ্জুতে রেডিয়াল গ্লিয়া নামক এক বিশেষ স্টেম কোষ আছে যা প্রানির প্রাথমিক স্নায়ুতন্ত্র গঠন করে এবং পরে নিস্ক্রিয় হয়ে যায়।

চলুন টিকটিকি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই

টিকটিকির বৈজ্ঞানিক নাম Hemidactylus frenatus, সরীসৃপ জাতীয় মেরুদণ্ডি প্রানি, দেখতে কুমিরের ছোট ভাই মনে হলেও এরা মোটেও নিকট আত্মীয় নয়। পায়ের আঙ্গুলের আঠালো পাতার ( কোন তরল নেই, সূক্ষ খাজকাটা ) মাধ্যমে এরা আপনার ঘরের দেয়ালে কিংবা ছাদে বেশ আরামছে চলাচল করতে পারে। বেশিরভাগ টিকটিকিই নিশাচর, দিনের বেলা লুকিয়ে থাকে, রাতে এরা খাবারের সন্ধানে বের হয়। বাসাবাড়ির টিকটিকি ৩ থেকে ৬ ইঞ্চি লম্বা, এদের গড় আয়ু প্রায় ৫ বছর। এই ছোট ছোট টিকটিকিগুলো মোটেই বিষাক্ত নয়। সাধারনত পোকামাকড়, মাকড়সা, তেলাপোকা, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি এদের খাবার। মোটকথা টিকটিকি আপনার ঘরকে পোকামাকড় মুক্ত রাখতে সহায়তা করে থাকে।

জিপি ১ জিবি ৯ টাকা অফার কোড [Activation Code] । ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় কেনার কোড

আমাদের এই আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এইরকম ইন্টারেস্টিং তথ্য প্রতিনিয়ত হুঁশিয়ার করে থাকি। সুতরাং আপনি যদি এটুকু ইন্টারেস্টিং তথ্য জানতে চান তবে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এছাড়া আপনি কোন বিষয়ে জানতে চাইলে তা আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে ‌

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো চলচ্চিত্র শিল্পী সমিতি

ফেব্রুয়ারী মাসকে ভাষার মাস বলা হয়ে থাকে। ১৯৭১ সালের এই দিন এ ভাষার জন্য জীবন উৎসর্গ করে মাতৃভাষা বাংলা নিয়ে আসেন ভাষা শহীদরা। রফিক, শফিক, বরকত,সালাম সহ আরো অনেকেই, নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে লাখো মানুষের ত্যাগ ও জীবনের বিনিময়ে এই ভাষা অর্জিত করে আনে এই ভাষা। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হয়। অনেক বড় বড় স্বনামধন্য মানুষ থেকে শুরু করে নিম্নবর্গের মানুষ অবধি সবাই এই দিনটি খুব সুন্দর করে পালন করে থাকেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মত্রিপরিষদের পাশাপাশি বাংলাদেশ চলচিত্র সমিতির নবনির্বাচিত কমিটিও গিয়েছিলেন। ভাষা শহিদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। ভাষার জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তারা। Read in English

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

সেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ফেরদৌস, নাদের খান, আজাদ খান, অভিনেত্রী নিপুণ আক্তার,অঞ্জনা, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার নানা সহ সমিতির আরো অনেক সদস্য। তবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় প্যনেলের বেশিরভাগ সদস্যই অংশ নেয়নি বলেও জানান মিশা-জায়েদ। কাঞ্চন-নিপুন পরিষদের বেশিরভাগ বিজয়ীরায় অংশ নিয়ে ছিলেন সেখানে তবে অঞ্জনা রহমান ছাড়া মিশা-জায়েদ প্যানেলের কেউই ছিলেন না সেখানে। নির্বাচিত সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন যে সকালে সবাই ই যান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু বেশিরভাগই  এতে অংশ নেয়নি মিশা- জায়েদ প্যানেলের। মিশা-জায়েদ প্যানেলের সব বিজয়ীদের জানানো হলেও তারা অংশ নেয়নি তারা।

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন

কিন্তু এই আয়োজনে নতুন একটি খবরও প্রকাশিত হয় সেটি হল সমিতির সাধারাণ সম্পাদক পদ নিয়ে।

কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে প্রকাশ্যে কোন্দল চলছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের নিয়ে একটি দ্বিবার্ষিক আয়োজন হয় এবং সেখানে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। কিন্তু আপিল বোর্ড অভিনেত্রী নিপুণ আক্তার কে একই পদে জয়ী ঘোষণা করে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে। ইতমধ্যে পদটি নিয়ে অনেক দন্দতা হওয়ার কারণে আদালতের কাছে তারা আপিল করেন। অবশেষে আজ ২২ শে ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন তারা। এখন দেখা যাক, আজকের আদালতের শুনানি কার পক্ষে হবে।

স্তন কর‌ ও একটি নির্মম প্রতিবাদ পার্ট-২

স্তন কর সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনি যদি না পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন। আজ আমরা আলোচনা করব, কে সেই মহিলা যে প্রথম প্রতিবাদ করেছিল স্তনকর এর বিরুদ্ধে এবং কি ঘটেছিল তার পরে। Read in English

সর্বপ্রথম যে মহিলা স্তন কর এর প্রতিবাদ করেছিল তার নাম ছিল নাঙ্গেলি। উনিশ শতকের প্রথম দিকে ভারতের ট্রাভানকোর রাজ্যের চেরথালায় বাস করতেন নাঙ্গেলি নামের এই এজহাবা গোত্রের নিম্নবর্ণের হিন্দু মহিলাটি। তার স্বামীর নাম ছিল চিরকান্দান। এই দম্পতি ছিল নিঃসন্তান। তারা ছিল অতি সাধারন মানুষ‌। চাষাবাদ করে জীবন নির্বাহ করতো।

কি ঘটেছিল সেদিন?

অন্যান্য দিনের মতো সেদিনও ট্রাভানকোরের স্থানীয় শুল্ক কর্মকর্তা যে কিনা স্তনকর সংগ্রহের দায়িত্ব পালন করত, সে নাঙ্গেলির বাড়িতে এসেছিল নিম্নবর্ণের হিন্দু মহিলাদের বুকের কাপড় পরিধান করা বা না করার বিষয়টি জরিপ করতে এবং কর সংগ্রহ করতে। কর্মকর্তা দেখতে পেল যে নাঙ্গেলি তার বুকের স্তনের উপর কাপড় পরিধান করে আছে। কর্মকর্তা নাঙ্গেলির কাছ থেকে এর জন্য কর দাবি করল এবং তাকে বার বার কর পরিশোধের জন্য চাপ দিতে লাগল। কিন্তু নাঙ্গেলি স্তনকর দিতে অস্বীকার করে।

স্তন কর

এভাবে দিনের পর দিন কর সংগ্রহ কর্মকর্তা তার বাড়িতে এসে শুল্কের দাবি আদায়ের চাপ প্রয়োগ করতে লাগলো। এবং বিষয়টি মন্দিরের পুরোহিতের এবং স্থানীয় উচ্চবর্ণের ব্রাহ্মণদের দৃষ্টি আকর্ষণ করলো। শুল্ক কর্মকর্তা শুল্ক প্রদানের জন্য নাঙ্গেলি কে আরো বেশি চাপ প্রয়োগ করতে থাকে এবং তাকে অতিষ্ঠ করে তুলে। এদিকে দিনেরপরদিন কর এর বোঝাও বাড়তে থাকে।

স্তন কর‌ও একটি নির্মম প্রতিবাদ

অবশেষে একদিন নাঙ্গেলি স্তন কর প্রদান করতে রাজি হয়। নির্দিষ্ট দিনে কর সংগ্রহকেরা তার বাড়িতে কর সংগ্রহ করতে এলে তিনি তাদেরকে অপেক্ষা করতে বলেন। এরপর নাঙ্গেলি ঘরের ভেতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার স্তন দুটি কেটে ফেললেন। কলাপাতায় রক্তমাখা স্তনদুটি মুড়িয়ে স্তন শুল্ক হিসেবে তার কর্তিত ও রক্তাক্ত স্তনদুটি চুল কর্মকর্তার হাতে তুলে দেন। স্তন কর্তনের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে নাঙ্গেলির মৃত্যু হয়। নাঙ্গেলির স্বামী চিরুকান্দন নাঙ্গেলি বিকৃত মৃতদেহ দেখে শোক সহ্য করতে পারলেন না। তিনি নাঙ্গেলি শেষকৃত্যে ঝাঁপিয়ে পড়ে চিতায় আত্মহত্যা করলেন। ভারতের সম্ভবত এটাই ছিল পুরুষের প্রথম সতীদাহ।

এই বর্ণবৈষম্যের ফলে ওই অঞ্চলে কি ঘটেছিল?

নিজের নারীত্ব অভিশাপ হয়ে বেঁচে থাকুক নাঙ্গেলি সেটা চায়নি। তিনি বর্ণপ্রথা মানতে চাননি। তিনি চাননি ভোগ্য পণ্যের মত তার শরীরের উপর কর আরোপিত হোক। এর প্রতিবাদ স্বরূপ সে তার স্তন কেটে ফেলেন। তার মৃত্যুবরণের ঘটনায় সবাই ক্ষেপে ওঠে। মানুষ ক্ষুব্ধ হয়। অবশেষে রাজা বন্ধ করতে বাধ্য হয় বর্বর সেই স্তন কর প্রথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় টি হচ্ছে সে সময় হিন্দু পুরোহিতরাই বলেছিল যে নিচু বর্ণের নারীদের শরীরের উপরের অংশ আবৃত করা ধর্মবিরোধী।

নাঙ্গেলির মৃত্যুতে স্তন কর বন্ধ হলেও শরীর আবৃত অনাবৃত রাখা না রাখা নিয়ে অনেক ঘটনার জন্ম হয় ভারতবর্ষে। এমনকি ১৮৫৯ সালে এই বিষয়টি নিয়ে দক্ষিণ ভারতে একটি দাঙ্গাও সংগঠিত হয়। এই দাঙ্গাটি কাপড়ের দাঙ্গা হিসেবে পরিচিত। এই দাঙ্গার বিষয় ছিল নারীদের শরীর আবৃত রাখার অধিকার। যে অধিকারের জন্য ১৮৫৯ সালের দাঙ্গার অনেক বছর আগেই প্রাণ দিয়েছিলেন এক হতভাগ্য নারী নাঙ্গেলি।

কোনালের পুরস্কার বাতিলের দাবি, এ নিয়ে চলছে বিতর্ক

কন্ঠ শিল্পী কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে বিতর্ক চলছে চলচ্চিত্রাঙ্গনে। বিশিষ্টজনেরা প্রশ্ন তুলেছেন নকল কথা ও সুরের একটি গান অল্প কয়েক লাইন গেয়ে কিভাবে পুরস্কার পাওয়া সম্ভব। সেইসঙ্গে পুরস্কারটি বাতিলের দাবি জানান অনেকে। Read in English

সংগীতের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা দাবি করেছেন অনুমতি ছাড়া একটি পুরনো জনপ্রিয় গানের লাইন তুমি আমার জীবন আমি তোমার জীবন ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে কোনালের গাওয়া গানে। যা কপিরাইট আইনকে লঙ্ঘন করে। আর এরকম গান কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে কপিরাইট আইন সহ এর সৃষ্টিকারী কেউ অনেক ছোট করা হয়েছে। এছাড়াও তারা বলেন এই গান গাওয়ার মাধ্যমে অন্যের গান অনুমতি ছাড়া ব্যবহারে উত্সাহিত করা হয়েছে। 

কোনালের পুরস্কার বাতিলের দাবি

কোনালের পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বরেণ্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি তার দেওয়া এক ভিডিও বার্তায় বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য কখনো পারফেক্ট লোকদের নিয়োগ দেয়া হয় না। আমি অদ্যবধি এটা দেখেছি আমার মতে জুরিবোর্ডের যারা থাকেন তাদের মধ্যে দুজন চিত্রগ্রাহক থাকবেন যারা সিনেমা গ্রাফি সম্পর্কে বিচার করবেন, দুজন ভালো সংগীত পরিচালক থাকবেন যারা ভালোভাবে গান বোঝেন যারা ঐ উপমহাদেশের গান সম্পর্কে ধারণা রাখেন। দুজন ভালো গীতিকার থাকা উচিত তাহলে তো পুরস্কার দেওয়া বিষয়টি সঠিকভাবে নির্ণয় হয়। গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল হিট গান “তুমি আমার জীবন তুমি আমার মরণ”। বীর সিনেমায় ব্যবহৃত এই গানটির সুর ও কথা দুটি নকল। আর এই গানটি বীর সিনেমায় ব্যবহার করে গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কোনাল। জাতীয় পুরস্কার পায় কিভাবে? এছাড়াও তিনি বলেন একটি গানের যদি দুটি লাইন বা একটি লাইন‌ও হবুহু একই অর্থ বহন করে তবে গানটি আর মৌলিক থাকে না। যেমন, ধরুন রবীন্দ্রনাথের আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী এই একটি লাইন যদি আমি অন্য গানের ঢুকিয়ে দিই তখন সবাই বলবে এটা রবীন্দ্রনাথের লেখা গান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের অন্যতম সদস্য চিত্রনায়ক রিয়াজ বলেন, আমি জুরি বোর্ডের সদস্য ছিলাম, কিন্তু জুরি বোর্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয় না। এরা যাচাই-বাছাই করে জুরি বোর্ড মার্ক দিয়ে শুধু সাজেস্ট করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। এবং সেটা যখন পরবর্তীতে পুনর্বিচার করা হয় সেক্ষেত্রে জুরি বোর্ডের সঙ্গে কোনো আলোচনা করা হয় না। সেখানে জুরি বোর্ডের কোনো এখতিয়ার থাকেনা। সুতরাং এর দায় জুরিবোর্ডের একার উপর বর্তায় না। তাই এর উত্তর আমার কাছে নেই।

সেরা শিল্পীর পুরস্কার পেয়েছে কোনাল

কুণালকে পুরস্কার দেওয়া নিয়ে প্রযোজক এমডি ইকবাল বলেন এই গানের কথা নকল সুর নকল। গানটির মিউজিক করেছি ইন্ডিয়া থেকে। তাহলে নকল এই গানে কোনাল কিভাবে পুরস্কার পায়? আমার ধারণায় মনে হয় এই গান কুনাল কখনোই পুরস্কার পাওয়ার যোগ্য নয়। কারণ আমি অন্যায় কে কখনো সাপোর্ট করিনা। কথা নকল সুর নকল এমন গান কখনো পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে না। যদি মৌলিক গান বা নতুন গান হয় সে ক্ষেত্রে পুরস্কার পেতে পারে। কিন্তু নকল গানে নয়। আমার আরও একটি প্রশ্ন জাগে রুনা লায়লা ম্যাডাম যখন গানটি ১৯৮৮ সালে গিয়েছেন তখন কি উনি এই গানটির জন্য পুরস্কার পেয়েছিলেন? আমার জানা মতে উনি পুরস্কার পাননি। আর যদি উনি পুরস্কারটা পেয়ে থাকেন সেক্ষেত্রে কি এক গানের দুইবার পুরস্কার দেওয়া হবে? তবে আমি জেনেছি রুনা লায়লা ম্যাডাম সালে পুরস্কার পান নাই। তাহলে কোনাল রুনা লায়লা ম্যাডামের চেয়েও বড় শিল্পী? এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি।

“অবুঝ হৃদয়” সিনেমায় তুমি আমার জীবন আমি তোমার জীবন এই গানের ব্রিজ লাইনটুকু নিয়ে “বীর” সিনেমার জন্য নতুন করে গান তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। সিনেমাটি যখন মুক্তি পায় তার পর পরই এই গান নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছিল। আর এখন এই গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় কুণালকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

তবে এই সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করেননি কণ্ঠশিল্পী কোনাল। তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ভালোবাসার মানুষ তুমি লেখা হয়েছে। তবে শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি তুমি আমার জীবন নামে প্রকাশ করা হয়েছে। এখানে উল্লেখ্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে তুমি আমার জীবন শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। আর গানটি ব্যবহার করা হয় অবুঝ হৃদয়। সেই গান থেকে ব্রিজ লাইন টুকুর নিয়ে নতুন করে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় কোনাল।

২০২২ সালে হলিউড যে সকল মুভি বক্সঅফিস কাপাবে

সিনেমাপ্রেমীদের জন্য সবসময় নতুন বছর চমক নিয়ে আসে হলিউড। এবারও প্রতীক্ষিত অনেক সিনেমা মুক্তি পাবে। ২০২১ সালে মুক্তি হওয়ার কথা থাকলেও যেসব সিনেমা করোনার জন্য হলে আসেনি সেগুলোও দর্শক দেখতে পাবেন এবার। Read in English

অ্যভাটার টু

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ -এর সাফল্যের পর ডেভিড ক্যামেরন তার সিক্যুয়েল নিয়ে আসছেন। অ্যাভাটারে অভিনীত স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবিসি, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও, সিসিএইচ পাউন্ডার এবং ম্যাট জেরাল্ড সকলেই মূল চলচ্চিত্র থেকে তাদের ভূমিকা পুনরুদ্ধার করবেন সিক্যুয়েলেও। সিগর্নি ওয়েভার একটি ভিন্ন চরিত্রে ফিরে এসেছেন। এছাড়াও নতুন তারকাদের মধ্যে কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস, এডি ফ্যালকো, ব্রেন্ডন কাওয়েল, মিশেল ইয়োহ, জেমাইন ক্লেমেন্ট, ওনা চ্যাপলিন, ভিন ডিজেল এবং সিজে জোন্স কে অ্যাভাটার টু তে দেখা যাবে। ১৬ ডিসেম্বর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

avatar-2

ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর

ডেভিড ইয়েটস পরিচালিত একটি ফ্যান্টাসি সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর’। এটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়ার্ল্ড’- এর সিক্যুয়েল। ফ্যান্টাস্টিক বিস্ট ফিল্ম সিরিজের তৃতীয় কিস্তি এবং উইজার্ডিং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিরসামগ্রিক একাদশ এটি। সিনেমাটিতে এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ অভিনয় করেছেন জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেন।

secrets-of-dumbledore-header

থর: লাভ অ্যান্ড থান্ডার

মার্ভেল কমিকস চরিত্র থর’র উপর ভিত্তি করে আমেরিকান সুপারহিরো ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি মার্ভেল স্টুডিওস দ্বারা প্রযোজিত। এটি ‘থর: রাগনারক’ -এর সিক্যুয়েল। সিনেমাটির পরিচালনা করেছেন তাইকা ওয়াইটিটি। এবারও ক্রিস হেমসওয়ার্থকে থরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও থাকবেন টেসা থম্পসন, নাটালি পোর্টম্যান, ক্রিশ্চিয়ান বেল, ক্রিস প্র্যাট, জেইমি আলেকজান্ডার, পম ক্লেমেন্টিফ, ডেভ বাউটিস্তা, কারেন গিলান, শন গান, জেফ গোল্ডব্লাম এবং ভিন ডিজেল। ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

thor-love-and-thunder-poster-by-marvelmango-detgxvb-fullview

দ্য ব্যাটম্যান

ডিসি কমিকস চরিত্র ব্যাটম্যানের উপর ভিত্তি করে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি ব্যাটম্যান ফিল্ম ফ্র্যাঞ্চাইজির রিবুট। সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাট রিভস। রবার্ট প্যাটিনসন, পল ড্যানো, জেম লসন অভিনীত সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।২০২২ সালের ৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে

The-Batman-Poster-Bat-and-Cat-1024x1024

স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স-পার্ট ওয়ান

‘স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স (প্রথম অংশ)’ কম্পিউটার-অ্যানিমেটেড সুপারহিরো সিনেমা। যাতে মার্ভেল কমিক্সের চরিত্র মাইলস মোরালেস/ স্পাইডার-ম্যান সমন্বিত হয়। এটি মার্ভেলের সহযোগিতায় কলম্বিয়া পিকচার্স এবং সনি পিকচার্স অ্যানিমেশন দ্বারা প্রযোজিত। সিনেমাটি দুটি কিস্তিতে শেষ হবে। যার প্রথমটি হবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন জোয়াকিম ডস সান্তোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন। এতে অভিনয় করেছেন হেইলি স্টেইনফিল্ড, অস্কার আইজ্যাক ,শমেইক মুর ও ইসসা রে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৭ অক্টোবর ছবিটি মুক্তি পাবে। এর পার্ট টু আসবে আগামী বছর।

spider-man

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার

মার্ভেল কমিকস চরিত্র ব্ল্যাক প্যান্থারের উপর ভিত্তি করে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমাটি নির্মিত হয়েছে। এটি বেশ আলোচনায় রয়েছে নানা কারণে। এ সিনেমার আগের পর্বটি ছিল ব্যবসা সফল।

black-panther

অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম

‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ আমেরিকান সুপারহিরো ফিল্ম যা ডিসি কমিকস চরিত্র ‘অ্যাকোয়াম্যান’- এর উপর ভিত্তি করে নির্মিত। এটি ‘অ্যাকোয়াম্যান’ – এর সিক্যুয়াল। ডিসি ইউনিভার্সের ১৩তম সিনেমা। সিনেমাটির পরিচালনা করেছেন জেমস ওয়ান। সিনেমাটিতে আর্থার কারিকে ‘অ্যাকোয়াম্যান’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও অভিনয় করবেন অ্যাম্বার হার্ড, প্যাট্রিক উইলসন, ডলফ লুন্ডগ্রেন, ইয়াহিয়া আব্দুল মাতিন, টেমুয়েরা মরিসন এবং নিকোল কিডম্যান। ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমার।

aquaman-poster-1

দ্য গ্রে ম্যান

‘দ্য গ্রে ম্যান’ হচ্ছে মারপিটে ভরপুর রোমাঞ্চকর সিনেমা। সিনেমাটির পরিচালনা করেছেন অ্যান্থনি ও জো রুশো।

সিনেমাটি ব্রাদার্স কোম্পানি এজিবিও দ্বারা প্রযোজিত। মার্ক গ্রিনারি নামের উপন্যাস থেকে এটি নির্মিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রায়ান গসলিং এবং ক্রিস ইভানস। এ ছবিতে দেখা যাবে দক্ষিণের তারকা ধানুশকেও। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বছরের শেষ দিকে। ২০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের নেটফ্লিক্স দ্বারা নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি।

the-gray-man

স্ক্রিম

আমেরিকান স্ল্যাশার ফিল্ম যা স্ক্রিম ফিল্ম সিরিজের পঞ্চম কিস্তি। পরিচালনা করেছেন ম্যাট বেটিনেলি-ওলপিন এবং টাইলার গিলেট। এর চিত্রনাট্য লিখেছেন জেমস ভ্যান্ডারবিল্ট এবং গাই বুসিক। প্রযোজনা করেছেন ভ্যান্ডারবিল্ট, পল নিনস্টাইন এবং উইলিয়াম শেরাক। সিনেমাটি ২০১১ সালের ‘স্ক্রিম ৪’ এর সরাসরি সিক্যুয়েল। এতে অভিনয় করেছেন নবাগত মেলিসা বারেরা, মেসন গুডিং, জেনা ওর্তেগা এবং জ্যাক কায়েড। ডেভিড আরকুয়েট, নেভ ক্যাম্পবেল, কোর্টেনি কক্স, মারলে শেলটন এবং রজার এল জ্যাকসনকে তাদের আগের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি ১৪ জানুয়ারি পাবে।

scream-2022-poster

আনচার্টেড

‘আনচার্টেড’ আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। সর্বকালের সর্বাধিক বিক্রিত, সমালোচকদের দ্বারা প্রশংসিত ভিডিও গেম সিরিজগুলির একটির উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত। এর পরিচালনা করেছেন রুবেন ফ্লেশের। অভিনয় করেছেন টম হল্যান্ড, মার্ক ওয়াহলবার্গ, সোফিয়া আলী, তাতি গ্যাব্রিয়েল ও আন্তোনিও বান্দেরাস। সনি পিকচার্স দ্বারা ইংল্যান্ডে ১১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। একইদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে আইমেক্স থ্রিডি, রিয়ালডি থ্রিডি এবং ডলবি সিনেমাতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

new-uncharted-poster

এসকল সিনেমা ছাড়াও ২০২২ সালে মুক্তির অপেক্ষায় হলিউডের যে সকল সিনেমা অপেক্ষারত আছে তাহলো ‘দ্য নর্থম্যান’, ‘দ্য লস্ট সিটি’, ‘ডেথ অন দ্য নীল’, ‘মরবিয়াস’, ‘এভ্রিথিং এভ্রিহোয়ার অল এট ওয়ান্স’, ‘দ্য ফ্ল্যাস’, ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’, ‘অ্যাম্বুলেন্স’সহ বেশ কিছু সিনেমা।

সালমানকে বিয়ে করতে দেশ ছেড়েছিলেন যে পাকিস্তানি নায়িকা

সালমান খান নামটা বললে তাকে চেনে না পৃথিবীতে এমন মানুষ খুব কমই দেখা যাবে। সালমান খান বলতে যেটা বুঝা যায় বলিউডের সবচাইতে হ্যান্ডসাম সিক্স প্যাক ওয়ালা ভাইজানকে। জীবনে এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা হয়নি সালমানের। বলিউডের অভিনেতারা কাজের পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসেছেন কিন্তু ভাইজান সকলের থেকে আলাদা তিনি কখনোই বিয়ে নিয়ে মাথা ঘামান না। শুধু গড়ে গেছেন তাঁর ক্যারিয়ার। তার ক্যারিয়ার এখন এতটাই উজ্জল যে তার মত হওয়ার স্বপ্ন দেখে লাখো লাখো মানুষ। Read in English

সালমানকে বিয়ে করার জন্য পাকিস্তান ছেড়েছিলেন সোমি আলি

বলিউড অভিনেতা সালমান খানের জীবনে অনেক নারী এসেছেন। গুঞ্জন রয়েছে তাদের অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন ‘ভাইজান’। এদের মধ্যে কেউ তাকে বিয়ের জন্য দেশ ছেড়েছেন কিনা তা শোনা যায়নি। এখন পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেন নি কিন্তু বলিউডে তার প্রেমিকার সংখ্যা আছে অনেকগুলোই তাদের মধ্যে অন্যতম বর্তমান অভিষেক পত্নী ঐশ্বরিয়া রায় বচ্চন ক্যাটরিনা কাইফ জ্যাকলিন ফার্নান্ডেজ ও আরো অনেকে। সালমান এবং ঐশ্বরিয়া রায়ের প্রেমের বিষয়টি কমবেশি সকলেই জানতো এই নিয়ে বলিউডপাড়ায় ছিল বেশ গঞ্জন কিন্তু সালমানের সাবেক প্রেমিকা সমীরের জন্যে হার মানতে হয় ছোট কিছুর জন্য তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। সালমানকে বিয়ে করতে নাকি পাকিস্তান ছেড়ে ভারতে পাড়ি জমান সোমি। পাকিস্তানের করাচিতে জন্ম সোমি আলির। তবে সপরিবারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। সেখান থেকেই স্বদেশে না থেকে সোজা ভারতে চলে আসেন এ অভিনেত্রী।

বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের ‘মেয়নে পেয়ার কিয়া’ সিনেমা দেখার পর তার প্রেমে পড়ে যান সোমা আলি। ১৯৯১ সালে পাকিস্তানের এই সুন্দরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সালমান। টানা ৮ বছর প্রেম করেন তারা। প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন এ নায়িকা। তখন বয়স ছিল মাত্র ১৬ বছর।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে সোমি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই হিন্দি ফিল্মের পোকা ছিলাম। সালমানের ‘মেয়নে পেয়ার কিয়া’ মুক্তির সময় আমি স্কুলে পড়তাম। সেটি দেখেই তার প্রেমে পড়ি। এক রাতে আমি তাকে স্বপ্নেও দেখলাম। আমার বয়স তখন ১৬। সেই সময়ের বয়সে যেমন অনুভূতি কাজ করে। আমি ভাবলাম, স্বপ্নে দেখা মানে সালমানকে বিয়ে করা আমার প্রতি সৃষ্টিকর্তার আদেশ। তখনই ঠিক করি, বিয়ে করলে সালমানকেই করব। একদিন ছোট্ট একটা স্যুটকেস হাতে নিয়েই মাকে বললাম— আমি মুম্বাই যাচ্ছি মা সালমানকে বিয়ে করতে এখন মাঝে মাঝে ভাবি তখন মুম্বাইয়ে আসাটা কতটাইনা বোকামি ছিল কতটাই না বোকা ছিলাম তখন। আসলে বয়সের সাথে মানুষের বোকামির মাত্রাটাও কম-বেশি হতে থাকে।

সালমানের প্রতি সোমির ভালোবাসা

ভারতে এসে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন সোমি। বছর পাঁচেক কাজও করেন। এরই মধ্যে সালমানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেন। নিজের ইচ্ছার কথা নাকি সালমানকে জানিয়েছিলেনও তিনি। একদা নেপাল ট্যুরে পাশাপাশি আসনে সালমানকে পেয়ে সোমি বলেছিলেন, তোমাকে বিয়ে করতেই এত দূর থেকে ভারতে এসেছি। তখন সালমানের মন্তব্য ছিল, আমার গার্লফ্রেন্ড আছে। তখনও হার মানিনি আমি। সালমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলি। সালমানই একদিন আমাকে বলেন, আমি তোমায় ভালোবাসি।

সালমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান সোমি। সেখানে নতুন করে উচ্চশিক্ষা শুরু করেন। এর পর লেখিকা, সমাজকর্মী হিসাবে নিজের পরিচয় গড়ে তুলেছেন সাবেক অভিনেত্রী। নব্বইয়ের দশকে কয়েকটি সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে। রূপালি জগত ছেড়ে বর্তমানে নারী অধিকার নিয়ে কাজ করছেন সোমা। ধর্ষণ, পারিবারিক নারী নির্যাতনের বিরুদ্ধে সব সময় সরব থাকেন সালমানের এ পাকিস্তানি প্রেমিকা।

সালমানের জীবনে অনেক প্রেমিকা আসলেও কোন প্রেমিকাই হয়তো সোমা আলীর মত দেশ বা পরিবার ত্যাগ করেননি। সোমা আলী তাকে এতটাই ভালোবাসতেন দেশ বা পরিবার ছাড়ার আগে একমুহূর্ত ভাবেননি। বলতেই হয় সোমা আলী কি তাহলে সালমানের প্রকৃত প্রেমিকা ছিল আমরা কি বলতে পারি না ভাইজানের জীবনে অসংখ্য প্রেমিকা থাকলেও দ্বিতীয় সোমা হয়তো ভাইজান আর একটিও পাবেন না। কেননা ভালোবাসি কথাটা সবাই বলতে পারলেও এটা রক্ষা করতে পারে কজন। তাই আমরা বলতে পারি ভাইজানের জীবনে অসংখ্য প্রেমিকা আসলেও হয়তো সোমা আলী ছিল ভাইজানের প্রকৃত শুভাকাঙ্ক্ষী।

ইন্সটাগ্রামে দিশার নতুন ভিডিও ভাইরাল

টাইগার শরফ আর দিশা পাটানি প্রেমের সম্পর্ক মানুষের অজানা নয়। দুজন দুজন কে ভালোবাসেন শুধু তাই নয় আরো একটি বিষয় দুজনের মধ্যে খুব মিল রয়েছে আর তা হল প্রতিযোগিতা। কে কাকে ছাড়িয়ে যাবে নিয়ে নিয়ে দুজনের মাঝে প্রতিযোগিতা চলতেই থাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে দিশা তার একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। আরে ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ফিটনেসের দিক থেকে তিনি এগিয়ে থাকতে কম পরিশ্রম করছেন না। Read in English

disha-tiger

দিশা পাটানির নতুন ভিডিও

দিশা পাটানি মূলত হিন্দি এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। লোফার সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। দিশা পাটানি কখনোই তার ভক্তদের হতাশ করেননি। তিনি তার ইনস্টাগ্রামে প্রায়ই তার শরীরচর্চার ভিডিও প্রকাশ করে থাকেন। তোর ভিডিও দেখে অনেক ভক্তরাই মাঝে মাঝে চমকে ওঠেন। কারণ তার শরীরচর্চার ভিডিওর সঙ্গে সঙ্গে প্রায়ই তাকে দেখা যায় উড়ন্ত কিক মারতে। চোখ ধাঁধানো এই ফিটনেস ভিডিওগুলো অনেককেই অনুপ্রাণিত হতে সহযোগিতা করে শারীরিক ব্যায়াম করতে। সম্পত্তি দিশা পাটানি তার ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন।

dishapatani
গত বৃহস্পতিবার ইনস্ট্রাগ্রামে তারে একটি ভিডিও তিনি পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে তিনি ৮০ কেজি ওজন তুলেছেন। তবে এটা যে তিনি কেবলমাত্র ভক্তদের দেখানোর জন্য করেছেন তা কিন্তু নয় একেবারে স্বাভাবিক ভাবে পাঁচবার তিনি এ ওজন তোলেন। এ থেকে বলা যেতেই পারে ফিটনেস সচেতন প্রেমিক টাইগার শ্রফ কে টেক্কা দিতে দিশা পাটানি পিছিয়ে নেই। দাঁতে দাঁত চেপে পাল্লা দিয়ে যাচ্ছেন তিনিও। তার এই ভিডিও দেখার পর ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। এবং মন্তব্যে তারা বলেছেন হটেস্ট অ্যাক্টরস, ফ্যাশনিস্তা, ফিটনেস ফ্রিক সহ আরো অনেক কথা। দিশা পাটানি তার ইনস্টাগ্রামে এরকম ভিডিও প্রায়ই আপলোড করে থাকেন। দিশা পাটানি শরীরচর্চার ভিডিও দেখতে তার ইনস্টাগ্রামে চোখ রাখতে পারেন। টাইগার শ্রফের বোন কৃষ্ণ শ্রফও ফিটনেস সচেতন মানুষ। তিনি তার ভাইয়ের প্রেমিকার এসব ফিটনেস ভিডিও দেখে মন্তব্যের ঘরে লিখে ফেললেন ‘তুমি তো পুরাই আগুন’।

Disha-Pataniটাইগার শ্রফ ও দিশা পাটানি

দিশা পাটানি এই প্রথম ইনস্ট্রাগ্রামে এমন ভিডিও আপলোড করেছেন তা কিন্তু নয়। তিনি নিয়মিত এইরকম ভিডিও আপলোড করেন দর্শকদের মাতিয়ে রাখতে। তার ইন্সটাগ্রাম ঘাটলে দেখা যাবে শরীরচর্চার এরকম ভিডিও সহ তিনি অনেক রকমের ছবি পোস্ট করেন। তিনি যে শুধু শরীরচর্চার ভিডিও পোস্ট করেন তা কিন্তু নয় তিনি সমুদ্রের তীরে রোদ পোহানো ছবিও পোস্ট করেন মাঝে মাঝে এবং এসব ভিডিও এবং ছবির মাধ্যমে ইনস্টাগ্রামে আগুনঝরন এই অভিনেত্রী। তিনি শুধু যে ভিডিও আপলোড এবং ছবি পোস্ট এর মধ্যেই সীমাবদ্ধ আছেন তা কিন্তু নয়। নিয়মিত সিনেমার কাজ করে যাচ্ছেন তিনি।

disha-pataniদর্শকদের আরো ভালো ভালো সিনেমা উপহার দিতে তিনি লাগাতার পরিশ্রম করে যাচ্ছেন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত মালহোত্রার সাথে নতুন একটি সিনেমার শুটিং করছেন। করণ জোহারের পরিচালিত যোদ্ধা সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি। এছাড়াও এক ভিলেন টু সিনেমায় দেখা যাবে দিশা পাটানি কে।

রাশমিকার সঙ্গে প্রেম ও বিয়ের গুজব মুখ খুললেন বিজয়

রাশমিকা মান্দানা ২১ বছরের এক তরুণী। তিনি দক্ষিণ ভারতের কর্ণাটকের কোডাগু, ভিরাজপেট (ভিরাজপেটে) নামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তবে এখন তিনি এখন দক্ষিণ ভারতীয় সফল বিজয়ী তারকা। তার শখ ছিল ভ্রমণ করা, ব্যয়াম করা। তিনি পেশায় একজন অভিনেত্রী এবং মডেলও। তিনি ২০১৬ সালে প্রথম চলচ্চিত্র  করেন যার নাম “kirik party”। ২০১৬ সালে, রশ্মিকা লামোড ব্যাঙ্গালোরের শীর্ষ মডেল হান্টে অংশগ্রহণ করেছিলেন যেখানে তিনি ” kirik party”চলচ্চিত্রের নির্মাতাদের পথ ধরেছিলেন যারা তাকে চলচ্চিত্রে প্রধান ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। তারপরে উইকি বাইয়ো এর থেকে জানা যায় যে, এই চলচ্চিত্র  চলাকালীন এক পর্যায়ে তার পরিচয় হয় অভিনেতা রাকসিত সেট্টির সাথে এবং তারা প্রেম বন্ধনে আবদ্ধ হন সাথে তারা ২০১৭ সালের জুলাই মাসে পারিবারিকভাবে বাগদানে আবদ্ধ হন। Read In English

মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা

এরই মাঝে তিনি আরও অনেক চলচ্চিত্রে কাজ করছিলেন কিন্তু তারপরে তিনি  বিজয় দেবারাকোন্ডা এর সাথে কাজ শুরু করেন। যেখানে রাশমিকার সাথে বিজয় দেবারাকোন্ডা একজন সফল বিজয়ী তারাকা ছিলেন। তাদের দুজনকে যেখানে একসাথে বেশ ভালোই মানাত। বেশ কয়েকটি চলচ্চিত্রও করেন তারা একইসাথে। আস্তে আস্তে তারা পছন্দের জুটি হয়ে যাচ্ছিলেন দর্শকদের কাছে। এমনকি তাদের কে আসল জুটি হিসেবেও ভক্তদের অনেক পছন্দ।আবার “Geetha Govindam”(2018) “Dear comorade”(2019)  মুভিতেও তাদের একসাথে দেখা গেছে।ছবি দুটিও বেশ সুপার হিট হয়ে গেছিলো। তারা বেশ রোমাঞ্চকর ভাবে ছড়িয়ে পড়েছিল। ভক্তদের পাশাপাশি সবার কাছে এদের একসাথে কাজ করা নিয়ে অনেক মত বিভেদ ছিল এবং অনেকেই প্রেমের গল্প নামে গুজবও ছড়িয়ে দেয়। ইন্ডাস্ট্রিতে বেশ রমরমা অবস্থা ছিল এই জুটির প্রেমালাপ গুজব নিয়ে। এমনি কি ভারতের স্থানীয় গণমাধ্যমে  তাদের বিয়ের কথা নিয়েও অনেক লেখালেখি হয়ে থাকে। বলা হয়ে থাকে যে তারা এখনো চুপ আছেন।

নিজেদের সম্পর্কের কথা নিয়ে এখন পর্যন্ত কিছু বলছেন না। যেখানে তাদের এই বছরের শেষে সাত পাকে বাধতে পারেন রাশমিকা ও বিজয়। কিন্তু তারা নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাই এইসবে কান দিতেন না কিন্তু এইসব দেখার পর শেষ পর্যন্ত মন্তব্য করতে বাধ্য হলো বিজয় দেবারাকোন্ডা। তারপর এক পর্যায়ে বিজয় দেবারাকোন্ডা বিরক্ত হয়ে টুইট করে জানায় যে, ” যথারীতি ফালতু। আমরা এই ধরনের সংবাদ আশা করি না।” তবে এই কথাতে তার ভক্ত অনেক মজা করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন। তারা অনেক হাসির ইমোজিও দিয়েছেন তার এই বক্তৃতাই। ইদানীং তাদেরকে একসাথে মুম্বাইয়েও দেখা গেছে। কিন্তু সেটাও কাজ ক্ষেত্রে।তাদের ছবি পাপারাজ্জিদ নামের একজনের ক্যামেরায় বন্দী আছে। যেখানে তারা এইসব নিয়ে কিছুই জানত না।

রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা জুটি

কিন্তু এই ছবি তাদের প্রেমালাপের গুজব কে আরো বাড়িয়ে দেয়। প্রশ্নও হয় অনেক। বলাও হয় যে,  এইসব প্রেম কি সত্য? আসলেও কি তাদের প্রেমের কাহিনির কথা সত্য?কারন এই বছরের শুরুতেই বিজয় ও রাশমিকা ছুটি কাটাতে গেছিলেন। সেখানে নাকি বিয়ের মা ও ভাই ও উপস্তিত ছিলেন।এমনকি রাশমিকার নাকি খুব ভালো একটা সম্পর্ক আছে বিজয়ের মায়ের সাথেও। আবার রাশমিকা নাকি নতুন বাড়িও কিনেছেন মুম্বাইয়ে একটা। যেখানে তাদের বিয়ে নিয়ে এত্ত এত্ত হৈ-হুল্লোড় সেখানে তারা নতুন একটা চলচ্চিত্র “লাইগার” শুটিংয়ের জন্য মুম্বাইতে আছেন। কিন্তু সবকিছু মিলিয়ে যখন তাদের কে আসল প্রেমের “জুটি” এর গল্প হচ্ছে ইন্ডাস্ট্রিতে। ঠিক তখনই, রাশমিকাকেও বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি উত্তরে বলেন যে- ” আমি জানি না বিয়ে নিয়ে আমার আসলে কি ভাবা উচিত, কারন আমার বিয়ের বয়সই হয়নি। এমনকি আমি এইভাবে এত দূর পর্যন্ত ভাবিও নি। কিন্তু সবার জীবনেই এমন একজনের থাকা প্রয়োজন যে আপনাকে সুখী করবে।” আপাতত এই পর্যন্তই ছিল।

মিথ্যা সমালোচনার কঠোর জবাব দিলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় থেকে ৩ বরেণ্য অভিনেতা সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলের ছবি সরানো হয়েছে এমন অভিযোগ উঠেছে। আর এ অভিযোগের তীর যায় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের দিকে। তারা নাকি নতুন দায়িত্ব পেয়ে চেয়ারে বসার পরই ওই ছবিগুলো সরিয়ে ফেলেছেন। কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে কানাঘুষা, সমালোচনা চলছে। চিত্রনায়ক রুবেলও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে পুরো অভিযোগটি মিথ্যাচার বলে দাবি করে কড়া জবাব দিয়েছেন নিপুণ। Read in English

নিপুণের কড়া জবাব

এ নায়িকা বলেন, মিথ্যা মনগড়া কথা ছড়ানো হচ্ছে। ফারুক, সোহেল রানা ও উজ্জ্বল ভাইদের ছবি সরানোর কি কোনো কারণ বা যুক্তি আছে? কারা এসব নেতিবাচক কথা ছড়াচ্ছে জানি না। তারা আমাদের আদর্শ আমাদের কাছে তারা কিংবদন্তি। তারা আমাদের মাথার মুকুট। সমিতির কার্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে ফারুক ভাই, সহযোগী হিসেবে সোহেল রানা ভাই ও উজ্জ্বল ভাইয়ের ছবি টানানো ছিল। কাঁচ ভেঙে গিয়েছিল সেটা সারিয়ে আনা হয়েছে। অথচ ছড়ানো হচ্ছে ৩ জনের ছবি সরিয়ে ফেলেছি। আমরা চিন্তা করছি শুধু এই ৩ জন না, তাদের সঙ্গে নায়ক রাজ্জাক, আলমগীর, আহমেদ শরীফ, খলিল সাহেবসহ অনেক কিংবদন্তির ছবি রাখা হবে।

 উল্লেখ্য যে, ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু হয় এই সমিতি গঠনের প্রস্তাব দেন নায়ক সোহেল রানা, প্রতিষ্ঠা করেন নায়ক ফারুক এবং সমিতি গঠনে সহায়তা করেন নায়ক উজ্জ্বল। এই ৩ জনের উদ্যোগে গঠিত শিল্পী সমিতির প্রথম সভাপতি হন নায়করাজ রাজ্জাক। সে সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আহমেদ শরীফ সমিতির যাত্রা শুরুর ৩৫ বছর পর উদ্যোক্তাদের ছবিসহ একটি নামফলক শিল্পী সমিতিতে তৈরি করা হয়।