আকাশ নীল দেখায় কেন? : নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে আমাদের কত না ভালো লাগে। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলে কেমন করে যেন মন ভালো হয়ে যায়
আকাশের দিকে তাকাও তাহলেই তুমি রংধনু খুজে পাবে, না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে।
— চার্লি চ্যাপলিন
অনেক সাহিত্যিক লেখক কবি আকাশ নিয়ে অনেক কবিতা লিখে গেছেন সাহিত্য লিখেছেন।
কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আকাশ নীল দেখায় কেন? কেনইবা আকাশের রং সবুজ হলো না? Read in English
আপনি যদি না জেনে থাকেন আকাশ নীল দেখায় কেন তাহলে আপনি আজকে তা জানতে পারবেন। আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। সুতরাং আকাশ নীল দেখায় কেন জানতে হলে আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
দুঃস্বপ্ন দূর করে শান্তির ঘুম আনার চিকিৎসা
আকাশ নীল দেখায় কেন?
আকাশ নীল দেখায় কেন এই প্রশ্নটা হয়তো অনেকের মাঝেই রয়েছে। আবার অনেকেই জানতে চেয়েছেন আকাশ নীল দেখায় কেন? বর্তমান সময়ে ফেসবুকে এবং কুয়ারাতে এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। অনেকে অনেক মন্তব্য করেছেন কিন্তু সঠিক তথ্য কেউই তুলে ধরে নি। সুতরাং আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই আলোচনাটি আপনি পড়লে জানতে পারবেন আকাশের রং নীল দেখায় কেন।
এই প্রশ্নটা যেমন মজার তেমনি এর উত্তর টাও অনেক মজার। তবে সেই প্রশ্নের উত্তরটা জানতে হলে আগে জানতে হবে আকাশ কি?
আকাশ হচ্ছে আসলে আমাদের বায়ুমণ্ডল। বিভিন্ন ধরনের গ্যাস জলীয়বাষ্প দিয়ে তৈরি এটি। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে এটি চারপাশ থেকে পৃথিবী কে ঘিরে আছে। আপনি পৃথিবী ছেড়ে যত উপরে যাবেন বায়ুমণ্ডল তথা হালকা হতে থাকবে। এবং আস্তে আস্তে এটি আর থাকবে না। এজন্য মহাশূন্যে কোন বায়ুমণ্ডল নেই।
পারফিউম এর সৌরভ বর্ধমান গুনাগুন
আকাশের রং নীল কেন
পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে ভাসমান ছোট ছোট ধূলিকণা রয়েছে। সূর্য থেকে আলো পৃথিবীতে আসার সময় ঐ কণাগুলি দ্বারা বিচ্ছুরিত হয়ে যায়। এবং নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে Rayleigh scattering এর সূত্র অনুযায়ী তা সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়। যার কারনে দিনের আলোতে আকাশকে নীল দেখায়। আর রাতের বেলা সূর্যরশ্মির অনুপস্থিতির কারনে বিচ্ছুরন ঘটেনা এবং আকাশ কালো দেখায়।

এরপর আমাদের জানতে হবে সূর্যের আলোর কথা। আমরা সূর্যের আলোকে সোনালী রঙের দেখি কিন্তু এটি আসলে রংধনুর সাত রং এর মিশ্রণ। সূর্যের আলোয় রঙধনুর সাত রংই আছে। প্রিজম নামে এক ধরনের বিশেষ আকৃতির তৈরি ক্রিস্টাল রয়েছে সূর্যের আলোয় যদি কখনো প্রয়োজন ধরেন। তাহলে দেখবেন আলোটা সাতরঙে ভাগ হয়ে যাবে।
আগে মনে করা হত বাস্প, ধূলিকণা সব কিছুই আকাশের নীল রঙ এর জন্যে দায়ী। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে, যদি বাস্পকণাও বিচ্ছুরণের কারন হত, তাহলে স্থানভেদে আদ্রতা, কুয়াশা ইত্যাদির ভিন্নতার কারণে এক এক স্থানে আকাশের রঙ এক এক রকম দেখাতো! তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন যে, আকাশের বিভিন্ন স্তরে অবস্থিত অক্সিজেন আর নাইট্রোজেনের অনুগুলোই এই বিচ্ছুরণ ঘটিয়ে আকাশকে নীল দেখানোর পক্ষে যথেষ্ট।
তবে একটা প্রশ্ন উঠতে পারে, বেগুনী রঙের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য তো নীল আলোর থেকেও কম তাহলে আকাশ কেন বেগুনী দেখায় না?
পাঁচটি নিয়ম মেনে গরমকালে আপনার ত্বক করুন আরও উজ্জ্বল
প্রথমত, বায়ুমন্ডলে বিচ্ছুরিত আলোকরশ্মির বিচ্ছুরণ সব তরঙ্গদৈর্ঘ্যের জন্য সমান নয়। একই সাথে বায়ুমন্ডল পৃথিবীপৃষ্ঠ থেকে এত উঁচুতে অবস্থিত যে সেখান থেকে বিচ্ছুরিত আলো পৌঁছাতে পৌঁছাতে বায়ুমণ্ডলে ঐ বেগুনী আলোর অনেকটা শোষিত হয়ে যায়।

দ্বিতীয়ত, মানুষের রেটিনায় তিন ধরনের কোণ কোষ (cone cells) থাকে। অন্যান্য রঙের চেয়ে এরা লাল, নীল এবং সবুজ আলোতে সবচেয়ে বেশি সংবেদনশীলতা দেখায়। এই কোণগুলোর বিভিন্ন অনুপাতের সংবেদনশীলতার সমন্বয়েই আমরা বিভিন্ন রঙ দেখে থাকি। আমাদের চোখের কোষগুলি ‘অতিবেগুনী’ আলোক-সংবেদনশীল না। এ জন্য মানুষের কাছে আকাশকে গাঢ় বেগুনী বলে মনে হয় না।
প্রসঙ্গত উল্লেখ্য, ভূপৃষ্ঠের নীচের দিকে নীল আলো আরও বিচ্ছুরিত হতে থাকার ফলে দিগন্তের কাছাকাছি আকাশের রঙ ক্রমশই ফ্যাকাশে হতে থাকে ।
আমাদের এই আলোচনাটি পড়ে হয়তো আপনি জেনে গেছেন আকাশের রং নীল দেখায় কেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের এ বিষয়ে বিস্তারিত ধারণা দিতে। এরকম মজার এবং শিক্ষামূলক পোস্ট আমরা আমাদের ওয়েবসাইটে করে থাকি সবসময়। সুতরাং আপনি যদি এরকম ইন্টারেস্টিং এবং মজার টপিক নিয়ে আলোচনা জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। এছাড়াও আপনি যেকোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করতে।