বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী অসামরিক পদে ৫০ জন প্রার্থী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। মোট ৬ টা ক্যাটাগরিতে ৫০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দান করার উদ্দেশ্যে সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ড বা বি জি বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের আজকের এই নিবন্ধ থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সঠিক পদ্ধতি জেনে সঠিক নিয়মে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন সম্পন্ন করুন। Read in English

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন কার্যক্রম ২১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে শুরু হবে। আগ্রহী সকল প্রার্থীগণকে মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। বি জি বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদনের সময়সীমা, আবেদন যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি সহ সকল বিস্তারিত তথ্য আজকের এই নিবন্ধ থেকে জেনে নিন। বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর বিস্তারিত তথ্য জানতে আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হল।

বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বি জি বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী অসামরিক ৬ টি ক্যাটাগরির পদে ৫০ জন প্রার্থী নির্ধারণ করা হবে। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদ সমূহে প্রার্থী নিয়োগ এর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো-

  • সুকানি (পুরুষ)
  • কার্পেন্টার (পুরুষ)
  • আয়া (মহিলা)
  • ওয়ার্ড বয় (পুরুষ)
  • বাবুর্চি (পুরুষ)
  • পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ)

উল্লিখিত ৬ টি পদে আলাদা আলাদা যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণ নিয়ন্ত্রণ করা হবে। প্রতিটি পদের জন্য আবেদন করতে প্রার্থীর বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আলোচনা পরবর্তী অংশে উল্লেখ করা হয়েছে। আপনারা অফিসিয়াল সার্কুলার থেকেও সকল তথ্য জেনে নিতে পারবেন।

বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ গুরুত্বপূর্ণ তথ্য

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ নিচে উল্লেখ করা হলো-

সংস্থাবর্ডার গার্ড বাংলাদেশ
ক্যাটাগরি ০৬ টি
শূন্য পদের সংখ্যা৫০ টি
চাকরির ধরন ফুল টাইম
কর্মস্থলবাংলাদেশের যে কোন স্থান
শিক্ষাগত যোগ্যতানিচে বিস্তারিত দেখুন
অভিজ্ঞতান্যূনতম দুই বছর
বেতননিচে বিস্তারিত দেখুন
লিঙ্গপুরুষ ও মহিলা
আবেদন ফি৪৫০/- টাকা
আবেদনের মাধ্যমএসএসএস
আবেদন শুরু২১ এপ্রিল ২০২৩
আবেদন শেষ ৩০ এপ্রিল ২০২৩

বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ইমেজ ডাউনলোড

বর্ডার গার্ড ২০২৩ এর ইমেজ আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর প্রশ্ন সমাধান ডাউনলোড করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা আমাদের আজকের এই আমি বন্ধ থাকে বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর ইমেজ ফাইল বিনামূল্যে ডাউনলোড করুন।

বর্ডার গার্ড নিয়োগ ২০২৩ গুরুত্বপূর্ণ তারিখ

বর্ডার গার্ড নিয়োগ ২০২৩ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ নিচে উল্লেখ করা হলো।

আবেদন শুরু: ২১ এপ্রিল ২০২৩

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩

অনলাইনে আবেদনের লিংক: bgb.gov.bd

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পিডিএফ ডাউনলোড

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর পিডিএফ ফাইলটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা সবাই আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই এই পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।

image

Download

বর্ডার গার্ড নিয়োগ ২০২৩ আবেদন পদ্ধতি

বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন আগ্রহী প্রার্থীগণ এসএমএসের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এসএমএসের মাধ্যমে আবেদন করতে মোবাইল মেসেজ অপশন থেকে নিম্নোক্ত পদ্ধতিতে এসএমএস প্রেরণ করতে হবে।

ক) সুকানী পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।

BGB <স্পেস> Trade Code <স্পেস> SSC Board Code <স্পেস> SSC Roll <স্পেস> SSC Passing Year <স্পেস> Home District Code <স্পেস> Upazilla Name <স্পেস> Freedom Fighter Code (কোটা থাকলে ‘M’, না থাকলে ‘N’)

উদাহারণঃ BGB 65 DHA 654321 2020 40 MIRPUR N

খ) সুকানী পদ ব্যতীত অন্যান্য পদে ভর্তিচ্ছুক প্রার্থীগণ মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিচের মত করে টাইপ করে Send করুন 16222 নম্বরে।

BGB <স্পেস> Trade Code*Candidates Name*Father’s Name*Mother’s Name*District Code*Upazilla Name*Date of Birth*Freedom Fighter Code (কোটা থাকলে ‘M’, না থাকলে ‘N’)

উদাহারণঃ BGB 66 MD MASUD RANA*MD SHAMIM ISLAM*MST FATEMA BEGUM*08*POLASHBARI*20/06*94*N

গ) উল্লিখিত পদ্ধতিতে SMS সেন্ড করলে ফিরতি মাসেজ আপনাকে একটি PIN নম্বর দেওয়া হবে। PIN নম্বরটি ব্যবহার করে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আরেকটি SMS পাঠাতে হবে। এই SMS টির মাধ্যমে আবেদন ফি ১৫০/- টাকা কাটা হবে এবং আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হবে।

BGB <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> Contact Mobile Number

উদাহারণঃ BGB YES 987654 01xxxxxxxxx

বিজিবি নিয়োগ এর আবেদন ফরম

বি জি বি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর জন্য আবেদন করতে প্রার্থীকে নির্ধারিত ফরম অনুযায়ী আবেদন পত্র পূরণ করে প্রাথমিক পরীক্ষার দিন উপস্থিত হতে হবে। বি জি বি নিয়োগ এর আবেদন ফরম নিচে প্রদান করা হলো।

Screenshot-37

Download

বিজিবি নিয়োগ এর প্রাথমিক দিনে প্রার্থীকে আবেদন ফরম সহ অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সমূহ নিয়ে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র লিস্ট আপনারা অফিসিয়াল সার্কুলার থেকে জেনে নিতে পারবেন।

আমাদের আজকের এই আলোচনায় বি জি বি অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য সমূহ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে হবে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। যে কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন।

Start a Conversation

Your email address will not be published. Required fields are marked *