রাজশাহীর ভালো মানের খাবার হোটেল : রাজশাহী বাংলাদেশের অন্যতম শান্তির শহর। এইখানে সব দিক থেকে শান্তি আছে। রাজশাহী কে যেমন শিক্ষার জন্য শিক্ষা নগরী বলা হয় ঠিক তেমনি শান্তির শহরও বলা হয়। রাজশাহীতে শুধু শিক্ষা নয় শান্তি, সুখ, সমৃদ্ধির দিক থেকে এগিয়ে আছে। রাজশাহীতে এইসবের পাশাপাশি খাবারের জন্যও অনেক বিখ্যাত। রাজশাহীতে অনেক ভালো মানের খাবার হোটেলও আছে। রাজশাহীতে শুধু শিক্ষা দীক্ষার দিক থেকে উন্নত তা নয় এইখানে সব কিছুই যেন চমৎকার। রাজশাহীকে বাংলাদেশের অন্যতম সেরা শহরও বলা হয়। কারন এইখানে কিছুর কমতি নেই। রাজশাহীকে কেউ না দেখলে হয়ত বুঝবে না রাজশাহী কেমন। তবে হ্যাঁ যে একবার আসবে সে অবশ্যই বলতে বাধ্য যে ”Rajshahi is the best city for everything”. অন্য শহরের তুলনায় এখন রাজশাহী অনেক পরিস্কার পরিচ্ছন্ন থাকে। Read in English
আবার রাজশাহীতে অনেক ভালো মানের খাবারও পাওয়া যায়। তবে রাজশাহীতে ভালো মানের খাবার হোটেল আছে বলেই রাজশাহীতে অনেক বাইরের মানুষও আসে শুধু প্রদর্শনীর জন্য যে তা নয় খাবারের জন্যও আসে অনেকেই। বিভিন্ন রকিম খাবার আইটেম টেস্ট করতেও আসে রাজশাহীতে অনেকেই। রাজশাহী শুধু শিক্ষার জন্যে গৌরব তা নয় এখন খাবার ও পরিষ্কার–পরিচ্ছন্নের জন্যেও গৌরবময়। রাজশাহী শুধু নামেই বিখ্যাত নয় রাজশাহীর নিজ গুনও আছে যার জন্য রাজশাহী এত বিখ্যাত। রাজশাহীতে ভালো মানের খাবার হোটেল গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অতিথি হোটেল তৃপ্তি হোটেল, বিন্দু হোটেল, আজিজ ক্যান্টিন, বিদ্যুৎ হোটেল, ইত্যাদি। হোটেল গুলোর খাবার যেমন মানসম্পন্ন তেমনি এদের ব্যবহারও অসাধারণ।

রাজশাহীর ভালো মানের খাবার হোটেল এর অবস্থান
রাজশাহীতে ভালো মানের খাবার হোটেল অনেক রয়েছে তবে উল্লেখযোগ্য খাবার হোটেল গুলোর মধ্যে রয়েছে তৃপ্তি হোটেল, বিন্দু হোটেল, আজিজ ক্যান্টিন, বিদ্যুৎ হোটেল ইত্যাদি। এই হোটেল গুলো সব গুলোই রাজশাহী প্রাণকেন্দ্রে অবস্থিত। আপনি যদি রাজশাহী জিরো পয়েন্টে থাকেন। তবে সবগুলো হোটেল আপনার হাতের নাগালেই। চলুন হোটেল গুলোর অবস্থান সম্পর্কে ভালোমতো জেনে নেওয়া যাক।,
অতিথি হোটেল : রাজশাহী তে খাবার শেরা হোটেল এর তালিকা করলে যার নাম প্রথমে আসে তা হলো অতিথি হোটেল । এই হোটেলে উন্নতমানের খাবার পাওয়া যায়। আপনি যদি ভালোমানের খাবার খেতে চান তা হলে অতিথি হোটেলে খেতে পারেন।
তৃপ্তি হোটেল : রাজশাহী তৃপ্তি হটেল একটি জনপ্রিয় খাবার হোটেল। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে খেতে আসে। হোটেল মালিকের নাম মনজুর রহমান। এই হোটেলটি অবস্থান করছে লক্ষ্মীপুরে। মিন্টু চত্তর থেকে ২ মিনিট হাটলেই হটেল এর গেইট এ চলে আসবেন।
বিন্দু হোটেল : রাজশাহী রেলগেট থেকে ২ মিনিট দক্ষিণ দিকে এগুলে বিন্দু হোটেল পাওয়া যাবে। এই হোটেলে খাবারের মান অনেক ভালো। খাবারের জন্য মানুষ সব সময় ভিড় জমায় এই হোটেলে। আপনি যদি ভাল মানের খাবার খেতে চান তবে যেতে পারেন বিন্দু হোটেলে।
আজিজ ক্যান্টিন : রাজশাহী সাহেব বাজার এ অবস্থিত আজিজ ক্যান্টিন। অত্যন্ত সুপরিচিত একটি খাবার হোটেল। শিক্ষার্থী থেকে শুরু করে সকল এই আসেন এখানে খেতে। কম দামের মধ্যে স্বাস্থ্যসম্মত এবং ভালো মানের খাবার খেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আজিজ ক্যান্টিন। এখানকার খাবার মান পরিবেশ এবং পরিমাণ সবকিছুই যেন অসাধারণ। শিক্ষার্থীদের কাছে খাবার হোটেল মানেই আজিজ ক্যান্টিন।
কোন কোন ধরনের খাবার আর কি কি পাওয়া যায়

রাজশাহীতে ইদানিং অনেক নিত্যনতুন হোটেলের বৃদ্ধিও পাচ্ছে। রাজশাহীতে ভালো মানের সব ধরনের খাবার পাওয়া যায়। যেমন–বাংলা, চাইনিজ, ইতালিয়ান, স্ন্যাকস সহ আরো অনেক মুখরোচক খাবারও পাওয়া যায়। রাজশাহী শহর খাবারের জন্যও বেস্ট। যেমন বাংলা খাবারের মধ্যে বট–পরটা,কালাভুনা, তেহেরি,কাচ্চি ইত্যাদি সহ আরো অনেক কিছু। তবে যেমন তেহেরি আর কাচ্চির জন্য সাহেব বাজারের খান তেহেরি বেস্ট তেমনি কালাভুনার জন্য সিটি হাটের হোটেল বেস্ট। আবার এইসব ছাড়াও বাংলা অন্য সব খাবারের জন্য আজিজ ক্যান্টিনও বেস্ট। তবে কিছু চাইনিজও থাকে এই ক্যান্টিনে।
সবার পছন্দ তো এক না কারো ভাল লাগতে পারে কারো বা নাও লাগতে পারে। কিন্তু পছন্দ করার জন্য জায়গা আছে অনেক। হোটেল সব গুলাই ভাল তবে একেক জনের পছন্দ একেকটা স্বাদ অনুযায়ী। আবার বিভিন্ন চাইনিজ এর জন্য আছে থিম ওমর প্লাজা, ইয়াতাই, ক্যাফে ইয়ামি, চিলিজ,টেস্টি টাইম, ফুড ক্রাশ, মেল্টিং মোমেন্টস, টুইস্ট এন্ড টেস্ট, মাস্টার সেফ, হেশেল, নানকিং, নবাব কিচেন, দ্য মুঘলস, অ্যারাবিয়ান, গোল্ডেন শেফ, বৈঠক, গল্প কথা, রেইনবো সহ আরো অনেক অনেক রেস্টুরেন্ট আছে। একেক হোটেলের খাবারের বিশেষত একেক রকমের। কোথাও বাংলা খাবার ভাল কোথাও বা চাইনিজ কোথাও বা স্ন্যাকস ভাল কোথাও বা কফি কোথাও ঠান্ডা ভাল।
একেক জায়গায় একেক ধরনের বিশেষত খাবার পাওয়া যায়।খাবার আর স্বাদেও ভিন্ন ভিন্ন হয় রেস্টুরেন্ট। তবে ভালো মানের খাবার আছে অনেক। যা কাস্টমারের মন জয় করে ফেলে খুব অল্প সময়েই। রাজশাহীতে খাবারের যেমন ভালো মানের হোটেল আছে ঠিক তেমনি হোটেলের ওয়েটারদের ব্যবহারও অনেক ভাল। আপনি যদি রাজশাহী তে আসেন তবে এসব হটেল এর খাবার খেয়ে দেখতে পারেন আসা করি আপনারও ভালো লাগবে।