ভালো মানের ডোমেইন হোস্টিং এর নাম : আপনি যদি একটি ওয়েবসাইট তৈরীর কথা ভাবেন। এবং আপনি যদি মনে করেন এই ওয়েবসাইট থেকে আপনি প্রোফিট নিবেন তাহলে আপনাকে অবশ্যই ভালো ডোমেইন হোস্টিং কিনে নিতে হবে। ভালো মানের ডোমেইন–হোস্টিং ছাড়া আপনার ওয়েবসাইট থেকে আপনি ভাল প্রফিট আনতে পারবেন না। ভালো মানের ডোমেইন-হোস্টিং এর নাম। বর্তমানে ডোমেইন হোস্টিং সেবা দেয় এমন অনেক প্রতিষ্ঠান আছে সারা বিশ্বে। Read in English
কিন্তু সব প্রতিষ্টানই ভালো সার্ভিস দেয় না। ভালো সার্ভিস দেয় না এমন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং সার্ভিস নিলে পরবর্তিতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এজন্য হোস্টিং সার্ভিস গ্রহন করার আগে সার্ভিস প্রভাইডকারী প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ভাবে খোঁজ খবর নিয়ে সার্ভিস গ্রহন করা উচিত। কারণ ওয়েবসাইট তৈরি করার পর আমরা যখন ঐ ওয়েবসাইট থেকে প্রফিট করা শুরু করবো তখন যদি মাঝখান থেকে ঐ সার্ভিস প্রভাইডকারী প্রতিষ্ঠান হারিয়ে যায় তাহলে সবচে বড় ক্ষতিটা হবে ওয়েবসাইট এর মালিকের। সুতরাং অবশ্যই ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে ভালোমানের ডোমেইন–হোষ্টিং প্রয়োজন।
তাই আমি এখানে বিশ্বের নামকরা, জনপ্রিয় কয়েকটি ডোমেইন হোস্টিং কোম্পানির নাম উল্লেখ করছি। যেগুলো বিশ্বের সবচে ট্রাস্টেবল কোম্পানি। আপনি এদের থেকে নিশ্চন্তে সার্ভিস নিতে পারেন।
গো–ড্যাড্যী ,(GODADDY)
ডোমেইন এবং হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে প্রথমেই যে কোম্পানিটি রয়েছে সেটা হলো GODADDY. এই প্রতিষ্ঠানটি প্রথম যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। এই কোম্পানি থেকে বছরে প্রায় ১৭ মিলিয়ন মানুষ সেবা নিয়ে থাকে। এই কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন, ডোমেইন ট্রান্সফার ইত্যাদি সেবা নিতে পারবেন। আরো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করুন। ভালো মানের ডোমেইন-হোস্টিং
NAMECHEAP
আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে কম দামে ডোমেইন হোস্টিং সেবা নিতে চান তাহলে নেইমচিপ ডট কম কে বেছে নিতে পারেন। এই কোম্পানিটি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এদের ব্যবহারকারীর সংখ্যা ৩মিলিয়ন +। নেইমচিপের বিভিন্ন সেবার মধ্যে রয়েছে – ডোমেইন এবং হোস্টিং রেজিস্ট্রেশন, ডোমেইন ট্রান্সফার, মার্কেটপ্লেসে ডোমেইন বিক্রি করা। এছাড়াও এখান থেকে লোগো বিজনেস কার্ড ডিজাইন করে নিতে পারবেন।

এছাড়াও এখান থেকে বিভিন্ন ধরণের সিকিউরিটি সার্ভিস নিতে পারেন। যেমন – SSL Cirtificate, Premium DNS, WhoisGured, Public DNS এবং DPN. আরো বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করে নেইমচিপের ওয়েবসাইটটি ভিজিট করুন। নেইমচিপ ভালো মানের ডোমেইন-হোস্টিং কম্পানি গুলোর মধ্যে একটি
Dhaka University Admission Circular 2022
BLUEHOST
জনপ্রিয় ডোমেইন–হোস্টিং কোম্পানিদের তালিকায় আরেকটি জনপ্রিয় কোম্পানি হল-BlueHost। এই কোম্পানিটি চালু হয় প্রায় বিশ বছর আগে ২০০৩ সালে। বর্তমানে এখানে ব্যবহারকারীর সংখ্যা দুই মিলিয়নেরও বেশি। ২০১০ সালের দিকে BlueHost এর কাস্টমার সংখ্যা ছিল ৫ লক্ষ ২৫ হাজার। বর্তমানের জনপ্রিয় ওয়াডপ্রেস BlueHost কোম্পানিকে রিকুমেন্ট করে থাকে। BlueHost কোম্পানিটি মূলত হোষ্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে। এছাড়াও এখানে আপনি ওয়ার্ডপ্রেস ,শেয়ার্ড হোষ্টিং, VPS , ডেডিকেটেড এবং রিসেলার হোষ্টিং পাবেন। আপনি চাইলে এখানে ডোমেইনও রেজিস্ট্রেশন করতে পারবেন।

BlueHost কোম্পানি থেকে আপনি ২৪ ঘন্টা লাইভ চ্যাট এবং ইমেইল টিকেটিং অথবা ফোন কলের মাধ্যমে সাহায্য নিতে পারবেন। এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে থাকে। এখানে আপনি বেসিক প্যাকেজে একটি ওয়েবসাইট এবং প্লাস প্যাকেজে আনলিমিটেড ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। BlueHost ভালো মানের ডোমেইন-হোস্টিং কম্পানি গুলোর মধ্যে একটি। আরো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করুন।
উপরোক্ত প্রতিষ্ঠান গুলো সবই ইন্টারন্যাশনাল কোম্পানি। এ কারণে পেমেন্ট সিস্টেমও ইন্টান্যাশনালি মানে ডলারে মাধ্যমে সেবা নিতে হয় এখান থেকে। আপনার যদি ডলার সাপোর্টেড কার্ড না থাকে তাহলে বাংলাদেশি কোন কোম্পানি থেকেও সার্ভিস নিতে পারেন। তাহলে বিকাশ বা যেকোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও সেবা নিতে পারবেন। বাংলাদেশে ভালো সেবাদান করেন এমন কিছু কোম্পানি নিচে উল্লেখ করা হলো
Dhaka Web Host

বাংলাদেশের সবচাইতে ভালো ডোমেইন এবং হোস্টিং সার্ভিস প্রদান করে থাকে Dhaka Web Host . যদিও এটি অপেক্ষাকৃত নতুন কোম্পানি, তবুও এরা খুব ভাল সার্ভিস প্রদান করে। এবং দিন দিন এদের জনপ্রিয়তা বেড়েই চলছে। সাধারণত, ঢাকা ওয়েব হোস্ট শেয়ার্ড, রিসেলার, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার এবং হোস্টিংয়ের প্যাকেজ অফার করে থাকে। ঢাকা ওয়েব হোস্ট এর একটি বিশেষ সুবিধা হলো যে বাংলাদেশী কারেন্সীর পাশাপাশি পেপালের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়।
এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। Dhaka Web Host ভালো মানের ডোমেইন-হোস্টিং কম্পানি গুলোর মধ্যে একটি
Alpha Net

আলফা নেট আমেরিকা ভিত্তিক বাংলাদেশী ওয়েব হোস্টিং কোম্পানি। দীর্ঘ ২০ বছর বাংলাদেশে নিরবিচ্ছিন্ন ভাবে ডোমেইন রেজিস্ট্রেশন ও হোস্টিং সেবা প্রদান করে আসছে আলফা নেট। সুলভ মূল্যে সর্বাধুনিক লিনাক্স এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং আমেরিকা অথবা বাংলাদেশের ডাটাসেন্টারে আলফা নেটের নিজস্ব সার্ভারে রাখার ব্যবস্থা রয়েছে, এছাড়াও আলফা নেট দিচ্ছে লিনাক্স এবং উইন্ডোস প্লাটফর্মে অত্যাধুনিক ভার্চুয়াল এবং ডেডিকেটেড সার্ভার এর সুবিধা।
এখান থেকে আপনি এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
পুতুল হোস্ট ( PUTUL HOST ) – কম দামে ডোমেইন হোস্টিং
আপনি যদি বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে ডোমেইন হোস্টিং কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে পুতুল (putul host) থেকে নিশ্চিন্তে নিতে পারেন। এখানে খুব কম মূল্যে খুব ভাল মানের সার্ভিস পাবেন। আমি ব্যক্তিগত ভাবে এনাদের সার্ভিস ব্যবহার করি। এদের সবচে বেশি যে ব্যাপারটা ভাল লাগে তাহলো কাস্টমার সাপোর্ট। লাইভ চ্যাটের মাধ্যমে ২৪ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে। এখান থেকে ডোমেইন এবং হোস্টিং পার্সেস করা খুবই সহজ। পুতুল হোস্ট এর ওয়েবসাইট ভিজিট করা জন্য এখানে ক্লিক করুন।
ফেসবুকে ডোমেইন এবং হোস্টিং কিনতে চান তাহলে উপরে দেওয়া সাইটগুলো থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন। এই সাইটগুলোর তন্ত্র বিশ্বস্ত এবং ভালো মানের ডোমেইন–হোষ্টিং প্রদান করে থাকে। সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন।