শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। আজ ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল ১১ টার সময় বাংলাদেশ এবং আফগানিস্থান প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তরুণ ক্রিকেটার আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের বীরত্বে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে নেয়। Read in English
বাংলাদেশ বনাম আফগানিস্থান প্রথম ওয়ানডে
শুরুতেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট দল। শুরুতে ভালো না করতে পারলেও শেষ পর্যন্ত নাজিবুল্লাহ জাদরান এর ৬৭ এর ওপর ভর করে ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২১৫ রান করতে সক্ষম হয় আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। ৯.১ ওভারে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম ২ টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও একটি উইকেট শিকার করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে ব্যাট করতে আসলে শুরুতেই ছন্দপতন ঘটে বাংলাদেশী ব্যাটার দের। শুরুতেই ৬ টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যখন হাড়ের দোরগোড়ায় তখনই দলের হাল ধরেন আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। এই ইয়ংস্টারদের বীরত্বে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের থেকে ম্যাচ কেড়ে নেয়।
বাংলাদেশ দলের উইকেট পতন
১৩-১ (২.৩ ওভার)
১৪-২ (২.৫ ওভার)
১৮-৩ (৪.১ ওভার)
১৮-৪ (৪.৬ ওভার)
২৮-৫ (৭.৪ ওভার)
এবং ৪৫-৬ (১১.২ ওভার)
বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসলে আফগানিস্থান বলার ফজল হক ফারুকির দারুন স্পেলে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশে। তবে দলের হাল ধরে শেষ পর্যন্ত আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছে।
এর আগে বাংলাদেশে কখনো আফগানিস্তানের বিপক্ষে পরপর তিনটি ম্যাচ জিততে পারেনি। আফগানিস্তানের মুখোমুখি হওয়া পূর্ববর্তী দুইটি ম্যাচ বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশ দল রেকর্ড মার্জিনে আজকের এই ম্যাচ টি জিতেছে। সপ্তম উইকেটে সেরা পার্টনারশিপ গড়ে শেষ পর্যন্ত আসিফ এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে জয় তুলে দেয়। ইয়াংস্টার এমন পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা খুবই খুশি।
শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ করেন ১২০ বলে ৮১ রান। এবং আফিফ হোসেন করেন ১১৫ বলে ৯৩ রান।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্যা ম্যাচ প্লেয়ার
আফিফ হোসেন
প্লেয়ার অফ দ্যা ম্যাচ
মেহেদী হাসান মিরাজ