বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। ৪ মার্চ ২০২২ তারিখ থেকে মেয়েদের বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫ মার্চ ২০২২ তারিখ ভোর ৪ টার সময় নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বাংলাদেশে ভোরের আলো ফোটার আগেই নিউজিল্যান্ডের ডানেডিনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার জন্য নিগার সুলতানার দল মুখিয়ে রয়েছে। আগামীকাল ভোর ৪ টায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায়ের যুক্ত হবে। Read in English
মেয়েদের বিশ্বকাপ ২০২২
ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেলেও বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ এইবারই প্রথম। এখন পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছে। ইতিমধ্যে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দল টির কিভাবে বিশ্বকাপে অভিষেক হতে পারে সেটি নিয়ে অনেকে আপত্তি জানাতেই পারেন। তবে টি-টোয়েন্টির আধিপত্যের সময়েও ওয়ানডে বিশ্বকাপ কে আসল বিশ্বকাপ মনে করা হয়। এমনকি ক্রিকেট সংস্থা আইসিসি ও তাই মনে করে। ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের আগে যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ লেখা হয় তেমনি ভাবে 50 ওভারের বিশ্বকাপের নামের আগে ওয়ানডে শব্দটি যুক্ত করা হয় না। এটি শুধুই বিশ্বকাপ। এবং মেয়েদের বিশ্বকাপ কে শুধুমাত্র মেয়েদের বিশ্বকাপ বলা হয়। এর সাথে কোন প্রকার ওয়ানডে শব্দ যোগ করা হয় না।
বাংলদেশের মেয়েদের প্রথম বিশ্বকাপ
বাংলাদেশের অভিষেকের এক দিন আগেই মেয়েদের বিশ্বকাপ এর দ্বাদশ আসনের উদ্বোধন হচ্ছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড এর মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবারের মেয়েদের বিশ্বকাপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। মোট ৩১ দিন ৩১ ম্যাচের বিশ্বকাপ শেষ হবে আগামী ৩ এপ্রিল। লীগ পদ্ধতির প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এবং ৩ এপ্রিল নিউজিল্যান্ডের ক্রিকেট এর সদর দপ্তর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ছাড়াও যে ৭ টি দল ১২ তম আসরে মেয়েদের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে সেগুলো হলো-
- নিউজিল্যান্ড
- ওয়েস্ট ইন্ডিজ
- সাউথ আফ্রিকা
- ভারত
- পাকিস্তান
- অস্ট্রেলিয়া এবং
- ইংল্যান্ড
বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের চাওয়া
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা আইসিসির ওয়েবসাইটকে দেওয়া ইন্টারভিউয়ে বলেন, বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেট খেলতে পারে সেটি প্রমাণ দেওয়াটাকে মূল প্রাধান্য দিচ্ছেন তারা। এছাড়াও তিনি বলেছেন বিশ্বকাপ মঞ্চে নিজেদের সেরাটা দিয়েই বিশ্বকে ক্রিকেট সক্ষমতার প্রমাণ দিতে চান তারা।
তবে সেই কাজে মোটেও সহজ হবে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রত্যেক ক্রিকেটার ইতিমধ্যেই তা বুঝে গেছেন। মূল পর্বের শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল হেরেছে। অনুমিতভাবেই প্রথম প্রস্তুতি ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে শক্তিমত্তায় কাছাকাছি মানের দল পাকিস্তানের কাছে হার মেনে নিতে পারেনি কেউই। বিশ্বকাপের মুলাজোরে বাংলাদেশের শিকারের প্রধান লক্ষ্য থাকবে এই পাকিস্তান দলই।
বাংলাদেশ এবং বিশ্বকাপ
নিজেদের প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তবে সকলের একটাই আশা, বাংলাদেশ নারী ক্রিকেট দল একটি ভালো অবস্থান ধরে রাখবে। নিজেদের প্রথম বিশ্বকাপ যেন মনে রাখার মত হয় এমন কিছুই করবে তারা।
অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে সেটা অনেকেই ভেবে রেখেছেন। কোন একদল যদি শেষ চারে যেতে না পারেন তবে তাদের নাম দেখা যাবে ব্যর্থদের সারিতে। মেয়েদের ক্রিকেট রেংকিং এর নাম্বার ওয়ানে থাকা দল অস্ট্রেলিয়া যে শিরোপা জয় করবে সবাই এমনটাই মনে করছে। তবে ইংল্যান্ড ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মত দলগুলো শিরোপার দাবিদার। কে হচ্ছে মেয়েদের বিশ্বকাপের ১২ তম আসরের চ্যাম্পিয়ন তা আগামী ৩ এপ্রিল জানা যাবে।