গুগল ক্রোম বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। ২০১৪ সাল থেকে ২০২০ সালের মধ্যে গুগল ক্রোমের নতুন ইউজার এড হয়েছে ১.৩৬ বিলিয়নেরও বেশি। তো বুঝতেই পারছেন গুগল কোন কতটা জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। এই গুগল ক্রোমে এমন কিছু ফিচার রয়েছে যা আপনাকে অবাক করে দেবে। ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে গুগল ক্রোম এর ৫টি হিডেন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে এই লিংকে এখানে গিয়ে তা দেখে আসতে পারেন। আজ আমরা আলোচনা করব গুগল ক্রোমের আরো ৫ টি হিডেন টিপস এন্ড ট্রিকস। যেগুলো জানলে আপনার ইন্টারনেট ব্রাউজিং আরও সহজ এবং আরামদায়ক হয়ে উঠবে। তো চলুন জেনে নেওয়া যাক গুগল ক্রোমের আরও ৫টি ফিচার সম্পর্কে Read in English
১। word সার্চ :
এই ফিচারটি হলো স্পেসিফিক কোন ওয়ার্ড বা সেন্টেন্স মার্ক করে সহজে গুগলে সার্চ করা। অনেক সময় ইন্টারনেট ব্রাউজ করতে করতে কিছু ওয়ার্ড বা সেন্টেন্স আমরা পাই যেগুলো আমরা বুঝিনা বা যেটার মিনিং আমরা জানতে চাই গুগলের সার্চ করার মাধ্যমে।
সেটা করার জন্য অনেকেই আছে টেক্সটকে মার্ক করে রাইট বাটনে ক্লিক করে কপি করে তারপর নতুন একটা ট্যাব ওপেন করে সেখানে পেস্ট করে এরপর এন্টার প্রেস করে গুগলে সার্চ করে। এ লম্বা প্রসেসটাকে খুব সহজেই করে ফেলা যায়। এজন্য যেকোনো ওয়ার্ড বা সেন্টেন্স কে যদি মার্ক করে রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন Search google for আপনি যে টেক্সটি সিলেক্ট করছেন সেটার নাম থাকবে। এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং গুগোল এ গিয়ে ওয়ার্ড টা বা সেন্টেন্স টা সার্চ হয়ে যাবে। ফিচারটি খুবই ইজি এবং খুবই উসফুল একটি ফিচার। আশা করি এই ফিচারটি আগে ব্যবহার করে না থাকলে এখন থেকে এটি রোজ ব্যবহার করবেন।
২। Restore ট্যাব :
এই ফিচারটি খুব প্রয়োজনীয় একটি ফিচার বলে আমার কাছে মনে হয়। আপনি যদি হঠাৎ কোনো ট্যাগ ক্লোজ করে ফেলেন তাহলে সেটাকে আবার রি-ওপেন করা। আমাদের এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে। হঠাৎই আমরা ট্যাব সুইস করতে গিয়ে ক্লোজ করে ফেলি। পরবর্তীতে আমরা ওই পেজ ওপেন করার জন্য হিস্টোরিতে গিয়ে আবার ওই লিংকে ক্লিক করে ওপেন করি।
কিন্তু এটার একটা খুব সুন্দর ট্রিক রয়েছে যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই ক্লোজ ট্যাবকে রি ওপেন করতে পারবেন। এর জন্য আপনি কি বোর্ডের Shift + Control + T চাপলে সর্টকাটে ক্লোজ হওয়া ট্যাবটি ফিরিয়ে আনতে পারবেন। অথবা আপনি চাইলে মাউস এর মাধ্যমেও তা করতে পারেন। ব্রাউজার এ যে ট্যাব বারটা রয়েছে সেখানে মাউস রেখে রাইট ক্লিক করলে Reopen closed Tab নামে একটি অপশন দেখতে পাবেন। সেটাতে ক্লিক করলেই আপনি কিছুক্ষণ আগে যে ট্যাবটা ক্লোজ করেছেন সেটা আবার re-open হয়ে যাবে। আপনি যদি মাল্টিপল টাইপ ক্লোজ করে থাকেন তাহলে একটা একটা করে সেগুলো আবার রিওপেন করতে পারবেন। ফিচার টা খুবই ইউজফুল একটি ফিচার।
৩। টাস্ক ম্যানেজার :
গুগল ক্রোমের এই ফিচারটি আশা করি সবার আনেক কাজে আসবে। গুগল ক্রোম একটা খুব দূরনাম আছে অনেক আগে থেকেই আর সেটা হচ্ছে গুগল ক্রোম প্রচুর রিসোর্স হাংরি। প্রচুর র্যাম খায়, চিপিইউ খায়, জিপিইউ খায়, মানে সবই খায়।তো আপনি যদি জানতে চান যে গুগল ক্রোম স্পেসিফিক্যালি কোন ফিচারটা বা কোন ট্যাবটি অথবা কোন এক্সটেনশনটি বেশি বেশি করে রিসোর্স খাচ্ছে। তাহলে আপনি কিন্তু গুগোল ক্রোমের টাস্ক ম্যানেজার ওপেন করতে পারেন।
সেটা করার জন্য আপনার গুগল ক্রোম ওপেন থাকা অবস্থায় কি বোর্ডের Shift + esc প্রেস করবেন তাহলে উইন্ডোজের টাস্ক ম্যানেজারের মতই গুগল ক্রোমের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। যেখানে কি পরিমাণ র্যাম কোন ট্যাব বা এক্সটেনশন খাচ্ছে অথবা কি পরিমান cpu বা gpu ইউজ হচ্ছে তার ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এবং আপনার গুগল ক্রোম যদি ল্যাগ করে এবং আপনি দেখেন স্পেসিফিক কোন ট্যাব বা এক্সটেনশন এর কারণে এই সমস্যাটা হচ্ছে। তাহলে আপনি সেই ট্যাব টা ক্লোজ করে দিতে পারেন অথবা এক্সটেনশন টা ক্লোজ করে দিতে পারেন। তাহলে আপনার গুগল ক্রমটি আবার ফ্রি হয়ে যাবে। আশা করি এই ফিচারটা সবার অনেক কাজে লাগবে।
৪। শর্টকাট :
কোন একটা স্পেসিফিক ওয়েবসাইটের ডেক্সটপ শর্টকাট আইকন ক্রিয়েট করা। ধরুন আপনি সবসময় ইউটিউব ভিজিট করেন তাহলে আপনি গুগল ক্রোমে youtube.com এ ঢুকবেন। ঢোকার পরে ডান পাশে যে অপশন আইকনটা আছে ৩টা ডট সেখানে প্রেস করবেন। করার পর নিচের দিকে যে দেখবেন মোর টুলস নামের একটি অপশন আছে। সেখানে যাওয়ার পর আরেকটি অপশন পাবেন ক্রিয়েট শর্টকাট (Create shortcut) সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনি সেই শর্টকাটে যে নামটা দিতে চাচ্ছেন সেখানে একটি বক্স আসবে। সেখানে আপনি শুধু ইউটিউব লিখে দিলেন। লিখে দিয়ে নিচে একটা অপশন আছে Open as window। যদি আপনি আলাদা উইন্ডোতে ওপেন করতে চান তাহলে ঠিক মার্কটি দিয়ে দিবেন না চাইলে ফাঁকা রাখবেন। এবার যদি ক্রিয়েট এ ক্লিক করেন তাহলে ডেক্সটপে গিয়ে দেখবেন ইউটিউব এর আইকন সহ একটা নতুন শর্টকাট ক্রিয়েট হয়ে গিয়েছে। যেটাতে ডবল প্রেস করলেই গুগল ক্রোম দিয়ে ইউটিউব ওপেন হয়ে যাবে। এভাবে আপনি আপনার পছন্দের ওয়েবসাইট গুলো সবগুলো শর্টকাট ক্রিয়েট করে রাখতে পারেন। যদি এই ফিচারটি সম্পর্কে আগের পোস্টটা একটু আলোচনা করা হয়েছিল যে গুগল ক্রোম ওপেন করার সাথে সাথেই সবগুলো একসাথে ওপেন হয়ে যাবে। কিন্তু আপনি যদি আলাদা আলাদা ভাবে ওপেন করতে চান তাহলে এভাবে শর্টকাট ক্রিয়েট করে রাখতে পারেন। আশা করি অনেকের কাজে দিবে।
৫। ট্যাব সুইস করা :
সর্বশেষ ট্রিকটি হচ্ছে কীবোর্ড শর্টকাট এর মাধ্যমে ট্যাব সুইস করা। শর্টকাট এই হচ্ছে Ctrl + Tab। অনেক সময় অনেক বেশি ট্যাব ওপেন করা থাকলে মাউস দিয়ে ক্লিক করে করে সুইস করতে একটু সময় লাগে।
আপনি যদি খুব দ্রুত একটি ট্যাব থেকে অন্য ট্যাব এ সুইস করতে চান তাহলে কি বোর্ডের Ctrl + টাব এ প্রেস করবেন। যতবার প্রেস করবেন ততোবারই সিরিয়ালের একটার পর একটা ট্যাব এ সুইচ হতে থাকবে। এই ফিচারটা অনেকের জন্য ইউজফুল হতে পারে খুব দ্রুত ট্যাব সুইস করার জন্য।